'মৈমনসিংহ গীতিকা' সম্পাদনা করেন কে?
A
দীনেশচন্দ্র সেন
B
বসন্তরঞ্জন রায়
C
হরপ্রসাদ শাস্ত্রী
D
চন্দ্রকুমার দে
উত্তরের বিবরণ
✦ মৈমনসিংহ গীতিকা
সংজ্ঞা:
-
ময়মনসিংহ অঞ্চলের প্রচলিত লোকগান ও পালাগানের সমষ্টিকে মৈমনসিংহ গীতিকা বলা হয়।
সংগ্রাহক:
-
চন্দ্রকুমার দে (ময়মনসিংহ নিবাসী)
-
উদ্যোগ: অধ্যাপক ড. দীনেশচন্দ্র সেন (কলকাতা বিশ্ববিদ্যালয়)
প্রকাশনা:
-
সম্পাদনা: দীনেশচন্দ্র সেন
-
প্রকাশকাল: ১৯২৩ সাল
-
প্রকাশক: কলকাতা বিশ্ববিদ্যালয়
বিশ্বজনীনতা:
-
মৈমনসিংহ গীতিকা বিশ্বের ২৩টি ভাষায় অনূদিত ও মুদ্রিত হয়েছে।
অন্তর্ভুক্ত গীতিকা ও রূপকথা (মোট ১০টি):
-
মহুয়া
-
মলুয়া
-
চন্দ্রাবতী
-
কমলা
-
দেওয়ান ভাবনা
-
দস্যু কেনারামের পালা
-
রূপবতী
-
কঙ্ক ও লীলা
-
কাজলরেখা (রূপকথা)
-
দেওয়ান মদিনা
0
Updated: 1 month ago
‘টালত মোর ঘর নাহি পড়বেষী।
হাড়ীত ভাত নাঁহি নিতি আবেশী।।’-পদটির রচয়িতা কে?
Created: 1 month ago
A
ভুসুকুপা
B
ঢেণ্ডণপা
C
সরহপা
D
কঙ্কণপা
চর্যাপদ – ঢেণ্ডণপা
পদ:
‘টালত মোর ঘর নাহি পড়ambresী।
হাড়ীত ভাত নাঁহি নিতি আবেশী।’
-
চর্যাপদ ৩৩ নং পদ।
-
রচয়িতা: ঢেণ্ডণপা
অর্থ:
লোকশূন্য স্থানে প্রতিবেশীহীন আমার বাড়ি। হাঁড়িতে ভাত নেই, অথচ প্রেমিক এসে ভিড় করে।
এ পদে বাঙালি জীবনের চিরায়ত দারিদ্র্যের চিত্র সুন্দরভাবে ফুটে উঠেছে।
ঢেণ্ডণপা সম্পর্কে:
-
নবম শতকের কবি।
-
পেশায় তাঁতি ছিলেন।
-
চর্যাপদে তাঁর রচিত পদসংখ্যা: ১টি (৩৩ নং পদ)।
চর্যাপদে উল্লেখিত প্রবাদবাক্য ৬টি:
১. আপণা মাংসে হরিণা বৈরী (ভুসুকুপা, ৬ নং পদ)
২. দুহিল দুধু কি বেন্টে সামায় (ঢেণ্ডণপা, ৩৩ নং পদ)
৩. হাতের কাঙ্কণ মা লোউ দাপন (সরহপা, ৩২ নং পদ)
৪. হাড়ীত ভাত নাহি নিতি আবেশী (ঢেণ্ডণপা, ৩৩ নং পদ)
৫. বর সুন গোহালী কি মো দুঠ্য বলংদেঁ (সরহপা, ৩৯ নং পদ)
৬. আন চাহন্তে আন বিনধা (কঙ্কণপা, ৪৪ নং পদ)
0
Updated: 1 month ago
‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থের প্রথম প্রকাশিত কবিতা কোনটি?
Created: 1 month ago
A
বিদ্রোহী
B
প্রলয়োল্লাস
C
ধূমকেতু
D
কামাল পাশা
অগ্নিবীণা হলো কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, যা বাংলা সাহিত্যে নতুন ধারার সূচনা করে। এ গ্রন্থের প্রথম কবিতা হলো প্রলয়োল্লাস এবং এর জনপ্রিয়তম কবিতা হলো বিদ্রোহী। বিদ্রোহী কবিতার জন্যই তিনি চিরকাল ‘বিদ্রোহী কবি’ নামে পরিচিত। এই কাব্যগ্রন্থটি তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেছিলেন।
অগ্নিবীণা কাব্যের কবিতাসমূহ:
-
প্রলয়োল্লাস
-
বিদ্রোহী
-
রক্তাম্বর-ধারিণী মা
-
আগমণী
-
ধূমকেতু
-
কামাল পাশা
-
আনোয়ার
-
রণভেরী
-
শাত-ইল-আরব
-
খেয়াপারের তরণী
-
কোরবানী
-
মহররম
অতিরিক্ত তথ্য: অগ্নিবীণা কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯২২ সালে। এ গ্রন্থের কবিতাগুলোতে কবির বিপ্লবী চেতনা, সাম্যবাদী দৃষ্টিভঙ্গি ও মানবমুক্তির আহ্বান স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এজন্যই একে বাংলা সাহিত্যে বিদ্রোহ ও স্বাধীনতার প্রতীকধর্মী কাব্যগ্রন্থ হিসেবে গণ্য করা হয়।
0
Updated: 1 month ago
'শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।'- উক্তিটি কোন গল্পের অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
সমাপ্তি
B
পোস্টমাস্টার
C
দেনা-পাওনা
D
সুভা
✦ ছোটগল্প: সমাপ্তি
লেখক: রবীন্দ্রনাথ ঠাকুর
সংকলন: গল্পগুচ্ছ
প্রধান চরিত্র: মৃন্ময়ী
বিশেষ তথ্য / বিখ্যাত উক্তি:
-
“শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।”
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
‘সমাপ্তি’ ছোটগল্প
0
Updated: 1 month ago