Meaning of the word: “Reluctant” is:
A
Unwilling
B
Eager
C
Fast
D
Ready
উত্তরের বিবরণ
Correct Answer:
ক) Unwilling
Reluctant
-
Bangla Meaning: অনিচ্ছুক; বিমুখ; অনীহ; নারাজ
-
English Meaning: feeling or showing aversion, hesitation, or unwillingness
সঠিক উত্তর:
-
Unwilling
-
Bangla Meaning: অনিচ্ছুক
-
English Meaning: not willing
-
বিকল্পগুলো:
-
(খ) Eager → উৎসুক, আগ্রহান্বিত
-
(গ) Fast → দৃঢ়, অটল
-
(ঘ) Ready → প্রস্তুত, তৈরি
0
Updated: 1 month ago
Antonym of 'Prodigal' is:
Created: 1 month ago
A
Extravagant
B
Parsimonious
C
Ephemeral
D
Whimsical
সঠিক উত্তর হলো Parsimonious।
Prodigal একটি Adjective বা বিশেষণ। এটি এমন ব্যক্তিকে বোঝায় যে ব্যক্তি অর্থ বা সম্পদ অত্যধিকভাবে, অবাধে এবং অনুচিতভাবে ব্যয় করে; অর্থাৎ অপব্যয়ী ও অমিতব্যয়ী।
-
বাংলা অর্থ: অতিব্যয়ী; অপব্যয়ী; অপচেতা; বজ্রপদ; অকৃপণ; মুক্তহন্ত।
-
উদাহরণ: a prodigal administration; prodigal habits।
-
(খ্রিস্টের বাণীতে দৃষ্টান্তরূপে) অপব্যয়ী ও অপরিণামদর্শী ব্যক্তি, যাকে পরে তার কার্যকলাপের জন্য অনুশোচনা করতে হয়; অমিতব্যয়ী পুত্র।
-
-
সমার্থক শব্দ: Wasteful (অপচয়ী), Extravagant (অপব্যয়কর), Spendthrift (অমিতব্যয়ী বা অপব্যয়ী লোক), Waster (অমিতব্যয়ী), Spendthrift (খরুচে)।
-
বিপরীতার্থক শব্দ: Thrifty (মিতব্যয়ী), Parsimonious (ব্যয়কুণ্ঠ; কৃপণ), Mean (সংকীর্ণমনা), Miserly (কৃপণ), Tight-fisted (ব্যয়কুণ্ঠ)।
-
উদাহরণ বাক্য:
১. Go hard on those sugar farmers, or should I say, go hard on that prodigal federal government.
২. The million-dollar lottery winner was such a prodigal that his windfall was exhausted after only a few years.
অন্য বিকল্প শব্দগুলোর অর্থ:
-
Ephemeral (Adjective):
-
ইংরেজি অর্থ: Lasting for only a short time।
-
বাংলা অর্থ: স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।
-
-
Whimsical (Adjective):
-
ইংরেজি অর্থ: Unusual and strange in a way that might be funny or annoying।
-
বাংলা অর্থ: বাতিকগ্রস্ত; খেয়ালি; অদ্ভুত।
-
0
Updated: 1 month ago
What is the meaning of the idiom 'A wet blanket'?
Created: 2 months ago
A
A person who enjoys the rain
B
A person who is brave and fearless
C
A person who keeps everything clean
D
A person who ruins other people’s fun
• A wet blanket means: A person who ruins other people’s fun
Bangla Meaning: প্রস্তাবিত পরিকল্পনা বা ব্যবস্থা-সম্বন্ধে যে নিরুৎসাহিত করে
English Meaning: A person who ruins other people’s fun
Example Sentences:
-
Don't be such a wet blanket, come on and join the fun!
-
The rain was a wet blanket on the outdoor concert
• Other options:
ক) A person who enjoys the rain
-
যে ব্যক্তি বৃষ্টি উপভোগ করে
খ) A person who is brave and fearless
-
সাহসী ও নির্ভীক ব্যক্তি
গ) A person who keeps everything clean
-
যে ব্যক্তি সব কিছু পরিষ্কার রাখে
Source: Live MCQ Lecture
0
Updated: 2 months ago
"Die in harness" means -
Created: 2 months ago
A
Die while working
B
Die at home peacefully
C
Die after long illness
D
Die before retirement
Die in Harness
-
Correct Answer: ক) Die while working
-
Meaning (English): to die on duty / die before retirement
-
Meaning (Bangla): কাজ করতে করতে মারা যাওয়া
-
Example Sentence:
-
She doesn't want to retire; she'd rather die in harness.
-
Bangla Meaning: সে অবসর নিতে চায় না; বরং কাজ করতে করতে মৃত্যুকে আলিঙ্গন করাই তার কাছে শ্রেয়।
-
Source: Live MCQ Lecture
0
Updated: 2 months ago