He along with his friends ____ going to the fair.
A
is
B
are
C
were
D
have
উত্তরের বিবরণ
Correct Answer:
He along with his friends is going to the fair.
বিশ্লেষণ:
-
মূল subject: He → singular
-
“along with his friends” → parenthetical phrase, subject-এর number পরিবর্তন করে না
-
Verb → singular (is) ব্যবহার করতে হবে
-
তাই সঠিক verb: is
বিকল্পগুলো:
-
(খ) are → plural verb, subject singular হওয়ায় ভুল
-
(গ) were → past tense, এখানে present tense প্রয়োজন
-
(ঘ) have → verb form ভুল, সাথে প্রয়োজনীয় object অনুপস্থিত
0
Updated: 1 month ago
In a formal letter, what is typically written just below the salutation?
Created: 2 months ago
A
Signature
B
Subject
C
Date
D
Greeting
Formal Letter: Salutation এর ঠিক নিচে কী লেখা হয়
সঠিক উত্তর: C) Subject
ব্যাখ্যা:
-
Formal চিঠিতে Salutation/সম্ভাষণের ঠিক নিচে Subject লেখা হয়।
-
Subject অংশে চিঠির মূল বিষয় সংক্ষেপে উল্লেখ করা হয়, যাতে পাঠক দ্রুত বুঝতে পারে চিঠির উদ্দেশ্য।
-
এটি চিঠির গুরুত্বপূর্ণ অংশ কারণ এটি পাঠকের মনোযোগ আকর্ষণ করে এবং চিঠির প্রধান বিষয়বস্তু সম্পর্কে ধারণা দেয়।
চিঠির অন্যান্য অংশ:
-
Heading (শিরোনাম):
-
লেখকের পূর্ণ ঠিকানা ও তারিখ চিঠির ডানদিকে, উপরের দিকে লেখা হয়।
-
-
Salutation (সম্ভাষণ/সম্বোধন):
-
যার কাছে চিঠি লেখা হচ্ছে তাকে সম্বোধন করে লেখা হয়।
-
উদাহরণ:
-
আত্মীয়: My dear Father,
-
বন্ধু: My dear Karim,
-
অপরিচিত: Sir, Madam,
-
ব্যবসায়ী/সরকারি: Dear Sir, Gentlemen,
-
-
-
Subject (চিঠির মূল বিষয়):
-
Salutation-এর ঠিক নিচে লেখা হয়।
-
সংক্ষেপে চিঠির মূল বক্তব্য উল্লেখ করা হয়।
-
-
Body of the Letter (মূল অংশ):
-
বিস্তারিত বক্তব্য থাকে, এক বা একাধিক paragraph-এ লেখা হয়।
-
-
Subscription (বিদায় বক্তব্য):
-
মূল চিঠি শেষ হলে লেখা হয়, লেখকের দস্তখতের ঠিক উপরে।
-
উদাহরণ: Yours sincerely, Your affectionate son, ইত্যাদি।
-
-
Signature (স্বাক্ষর):
-
Subscription-এর নিচে, ডানদিকে লেখা হয়।
-
-
Superscription (প্রাপকের ঠিকানা):
-
প্রাপকের পূর্ণ নাম, উপাধি ও ঠিকানা উল্লেখ করা হয়।
-
সুত্র: BBS Program, Bangladesh Open University.
0
Updated: 2 months ago
It was they whom we ______ (see) at the concert.
Created: 1 month ago
A
seen
B
seeing
C
to see
D
saw
Be Verb (যেমন: am, is, are, was, were ইত্যাদি) ব্যবহারের সময় সবসময় Pronoun-এর Subjective Form ব্যবহার করা হয়।
-
Relative Pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে, Verb বসানোর নিয়ম নির্ভর করে Antecedent (Relative pronoun-এর পূর্বের Noun/Pronoun) এবং Tense-এর ওপর।
-
প্রদত্ত বাক্যে whom এর পূর্বে they (subjective form) বসবে এবং Tense অনুসারে Verb হবে saw।
Correct Sentence: It was they whom we saw at the concert.
0
Updated: 1 month ago
Three-fourths of the work ______ finished
Created: 4 days ago
A
have been
B
had
C
has been
D
were
এই বাক্যে "three-fourths of the work" বলতে একটি গণনা নির্দেশ করা হচ্ছে, যা সংখ্যার দিক থেকে একক কাজ হিসেবে বিবেচিত হয়। এখানে "work" একটি একবচন শব্দ, তাই এর সাথে সঠিক ক্রিয়া হিসেবে "has been" ব্যবহার করা হবে।
-
বাক্যটি ইংরেজি ব্যাকরণ অনুসারে, কোনো একক কাজ বা বিষয়কে বর্ণনা করার সময় যখন তার পরিমাণ উল্লেখ করা হয় (যেমন তিন-চতুর্থাংশ), তখন সে কাজটি একবচনে গণ্য হয় এবং এর সাথে "has" ব্যবহৃত হয়।
-
"Has been" বর্তমান পূর্ণতাকে বা একটি নির্দিষ্ট কাজের সম্পন্ন হওয়া বিষয়টিকে প্রকাশ করে, যা এখানে "finished" (সম্পন্ন) হিসেবে দেওয়া হয়েছে।
তাহলে সঠিক উত্তর হবে: গ) has been.
ব্যাখ্যা:
-
এখানে "three-fourths" একটি সংখ্যা হলেও এটি একটি একক কাজকে নির্দেশ করছে, তাই এর সাথে has been ব্যবহৃত হয়।
-
বাক্যটি সম্পূর্ণভাবে বোঝায় যে কাজটি এখনো চলমান ছিল, কিন্তু এখন এর একটি উল্লেখযোগ্য অংশ সম্পন্ন হয়ে গেছে।
0
Updated: 4 days ago