Find the error in the given sentence:
She is one of the best girl in the class.
A
is
B
of
C
girl
D
class
উত্তরের বিবরণ
Correct Answer:
গ) girl
বিশ্লেষণ:
-
“one of the best” → অর্থ: সর্বোত্তমদের একজন
-
“best” → একাধিক ব্যক্তিকে বোঝায়, তাই এর পর plural noun ব্যবহার করতে হবে
-
সঠিক রূপ: girls
-
বাক্য হবে: She is one of the best girls in the class.
বিকল্পগুলো:
-
(ক) is → সঠিক, কারণ subject “She” একবচন
-
(খ) of → সঠিক, “one of” phrase-এর অংশ
-
(ঘ) class → সঠিক, “in the class” ঠিক ব্যবহার হয়েছে
0
Updated: 1 month ago
Qs. (31-35) In the following questions, some of the sentences have errors and some have none. Find out which part of a sentence has an error. If there is no error, mark your answer as "No error".
She (a) is devoted to sincerely help (b) the needy and underprivileged people (c) in her community. (d) No error.
Created: 2 weeks ago
A
a
B
b
C
c
D
d
সাধারণভাবে to-এর পর verb-এর base form ব্যবহৃত হয়, তবে কিছু কিছু নির্দিষ্ট শব্দগুচ্ছ বা phrase-এর পর verb + ing ব্যবহৃত হয়।
১. যে শব্দগুচ্ছগুলোর পর verb + ing হয়:
-
With a view to
-
With an eye to
-
Accustomed to
-
Be averse to
-
Adverse to
-
Addicted to
-
Committed to
-
Confess to
-
Devote to
-
Look forward to
-
Conducive to
-
Be used to
-
Get used to
২. ব্যাখ্যা:
প্রদত্ত বাক্যে devote to-এর পরে help (verb) ব্যবহৃত হয়েছে। কিন্তু devote to-এর পরে সর্বদা verb + ing form বসে।
৩. সঠিক বাক্য:
She is devoted to sincerely helping the needy and underprivileged people in her community.
0
Updated: 2 weeks ago
"Incapable of committing an error" is-
Created: 1 month ago
A
Impossible
B
Incorrigible
C
Infallible
D
Indelible
"Incapable of committing an error" শব্দটির অর্থ হলো Infallible। এটি এমন একটি বিশেষণ যা বোঝায় যে কেউ বা কিছু ভুল করতে বা ভুল প্রমাণিত হতে পারে না।
-
Infallible (Adjective):
-
English meaning: Incapable of committing an error or being wrong
-
Bangla meaning: ভুল বা অন্যায় করতে অসমর্থ; ভুলভ্রান্তির ঊর্ধ্বে; অভ্রান্ত; অপ্রমাদী
-
-
Other options:
-
Impossible (অসম্ভব): incapable of being or of occurring
-
Incorrigible (অশোধনীয়): incapable of being corrected or amended
-
Indelible (অমোচনীয়): that cannot be removed, washed away, or erased
-
0
Updated: 1 month ago
(a) They would have (b) succeed in the project (c) if they had worked together efficiently. (d) No error.
Created: 2 weeks ago
A
a
B
b
C
c
D
d
Third Conditional বাক্য সাধারণত অতীতের কোনো কাল্পনিক বা অসম্ভব ঘটনার কথা বোঝাতে ব্যবহৃত হয়। এ ধরনের বাক্যে সাধারণত দুটি clause থাকে — একটি If clause এবং অন্যটি main clause।
১. নিয়ম:
-
দুটি clause-এর যেকোনো একটির শুরুতে If বা Had বসে।
-
If/Had clause থাকে Past Perfect Tense-এ।
-
অপর clause-এ থাকে Past Perfect Conditional, অর্থাৎ would have / could have / should have / might have + verb-এর past participle form।
-
ক্রিয়ার ক্ষেত্রে verb-এর past participle form ব্যবহার বাধ্যতামূলক।
২. ব্যাখ্যা:
প্রদত্ত বাক্যে প্রথম clause-এ would have-এর পরে succeed ব্যবহৃত হয়েছে, কিন্তু Third Conditional এর নিয়ম অনুযায়ী এখানে succeed না হয়ে succeeded (past participle) হবে।
৩. সঠিক বাক্য:
They would have succeeded in the project if they had worked together efficiently.
0
Updated: 2 weeks ago