Which one is singular?
A
Criteria
B
Criterion
C
Media
D
Data
উত্তরের বিবরণ
Correct Answer:
খ) Criterion
বিশ্লেষণ:
- 
Criterion → singular noun, অর্থ: মানদণ্ড / মাপকাঠি 
- 
Criteria → plural form of criterion 
- 
Media → medium-এর plural, অর্থ: মাধ্যম 
- 
Data → মূলত plural noun (singular form: datum), কখনও singular ও plural দুইভাবেই ব্যবহৃত হয় 
- 
সুতরাং singular শব্দটি হলো Criterion 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Which of the following words is in plural number?
Created: 2 months ago
A
Furniture
B
Information
C
Poultry
D
Poetry
Number (সংখ্যা)
সংজ্ঞা:
- 
Number হলো কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে নির্দেশ করা। 
প্রধান দুই প্রকার:
- 
Singular Number (একবচন) – এক ব্যক্তি, এক বস্তু বা এক প্রাণী 
- 
Plural Number (বহুবচন) – একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণী 
বিশেষ নিয়মাবলী:
১. সবসময় Singular হিসেবে ব্যবহৃত কিছু শব্দ:
- 
Information
- 
Furniture
- 
Scenery
- 
Poetry
- 
News
- 
Athletics
২. সবসময় Plural হিসেবে ব্যবহৃত কিছু শব্দ:
- 
Cattle
- 
People
- 
Police
- 
Folk
- 
Swine
- 
Vermin
উদাহরণ: Poultry is Plural Number
তথ্যসূত্র: Applied English Grammar and Composition – P. C. Das
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
Identify the plural number.
Created: 1 month ago
A
Army
B
Radius
C
Criteria
D
Bureau
Criteria শব্দটিকে অনেক সময় ভুলভাবে Singular হিসেবে ব্যবহার করা হয়। আসলে Criterion হলো Singular এবং এর Plural হলো Criteria। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো—
- 
Criterion [Singular] 
 English meaning: a standard by which you judge, decide about, or deal with something.
 Bangla meaning: বিচারের মাপকাঠি; মানদণ্ড।
 Plural form: criteria
অন্যদিকে কিছু বিশেষ শব্দের Singular ও Plural রূপ ভিন্ন হয়ে থাকে—
- 
Army [Singular] – সেনাবাহিনী 
 Plural form: armies
- 
Radius [Singular] – ব্যাসার্ধ 
 Plural form: radii / radiuses
- 
Bureau [Singular] – সরকারি বা পৌর দফতর/অফিস; ব্যুরো; দফতর 
 Plural form: bureaus / bureaux
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Point out the plural number.
Created: 1 month ago
A
Luggage
B
News
C
Cattle
D
Athletics
• Cattle is the Plural Number.
• Number:
কোন ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যাকে Number বলা হয়।
• Number দুই প্রকার:
01. Singular Number
02. Plural Number
• Some words that are always Singular:
Mathematics, Advice, Luggage, Furniture, Scenery, News, Ethics, Politics, Athletics, Poetry, Baggage, ইত্যাদি।
• Some words that are always Plural:
Cattle, People, Police, Folk, Swine, Vermin, Gentry, Poultry, ইত্যাদি।
Source: Applied English Grammar and Composition by P. C. Das.
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago