UNWORTHY শব্দটিকে পানিতে কেমন দেখাবে?
A
1
B
2
C
3
D
4
উত্তরের বিবরণ
প্রশ্ন: UNWORTHY শব্দটিকে পানিতে কেমন দেখাবে?
সমাধান:
সঠিক উত্তর - 1 নং

0
Updated: 1 day ago
ভোরবেলায় ঘুম থাকে উঠে সূর্যকে পিছনে রেখে এক ব্যক্তি হাঁটা শুরু করলেন। ১০ মিনিট পর তিনি বামদিকে ঘুরলেন, তার ২০ মিনিট পর আবার বামদিকে ঘুরলেন। কিছুক্ষন পর তিনি আবার ডানদিকে ঘুরলেন। তিনি এখন কোন দিকে মুখ করে আছেন?
Created: 6 days ago
A
পশ্চিম
B
পূর্ব
C
উত্তর
D
দক্ষিণ
মানসিক দক্ষতা
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
No subjects available.
প্রশ্ন: ভোরবেলায় ঘুম থাকে উঠে সূর্যকে পিছনে রেখে এক ব্যক্তি হাঁটা শুরু করলেন। ১০ মিনিট পর তিনি বামদিকে ঘুরলেন, তার ২০ মিনিট পর আবার বামদিকে ঘুরলেন। কিছুক্ষন পর তিনি আবার ডানদিকে ঘুরলেন। তিনি এখন কোন দিকে মুখ করে আছেন?
সমাধান:
তিনি এখন দক্ষিণ দিকে মুখ করে আছেন।

ভোরবেলায় সূর্যকে পিছনে রেখে হাঁটা শুরু করলে ঐ ব্যক্তি পশ্চিম দিকে মুখ করে হাঁটছেন। (a থেকে b তে )
১০ মিনিট পর বামদিকে ঘুরলেন অর্থাৎ দক্ষিণ দিকে ঘুরলেন।(b থেকে c তে)
২০ মিনিট হাঁটার পর আবার বামদিকে ঘুরলেন অর্থাৎ পূর্বদিকে ঘুরলেন।(c থেকে d তে)
কিছুক্ষন পর আবার ডানদিকে ঘুরলেন অর্থাৎ দক্ষিণ দিকে ঘুরলেন।(d থেকে e তে)
অর্থাৎ ঐ ব্যক্তি এখন দক্ষিণ দিকে মুখ করে আছেন।

0
Updated: 6 days ago
০.৪ × ০.০২ × ০.০৮ = ?
Created: 3 days ago
A
০.০০০৬৪
B
৬.৪০০০০
C
০.৬৪০০০
D
০.০৬৪০০
প্রশ্ন: ০.৪ × ০.০২ × ০.০৮ = ?
সমাধান:
০.৪ × ০.০২ × ০.০৮ = ০.০০০৬৪

0
Updated: 3 days ago
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?
Created: 6 days ago
A
ক)
B
খ)
C
গ)
D
ঘ)
মানসিক দক্ষতা
প্রশ্নবোধক বাক্য
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
No subjects available.
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?

সমাধান:
এখানে দুইটি অনুক্রম বিদ্যমান রয়েছে।
১ম অনুক্রমটি,
D(4) + 4 = H (8)
H(8) + 5 = M (13)
M(13) + 6 = S (19)
২য় অনুক্রমটি,
14 + 4 = 18
18 + 5 = 23
23 + 6 = 29
সম্পূর্ণ অনুক্রমটি হবে,


0
Updated: 6 days ago