A
Painter
B
Poet
C
Writer
D
Singer
উত্তরের বিবরণ
প্রশ্ন:
-
Sword : Warrior :: Pen : ?
সমাধান:
-
Sword : Warrior → তলোয়ার : যোদ্ধা
-
অনুরূপভাবে, Pen : Writer → কলম : লেখক
কারণ:
-
যোদ্ধার হাতিয়ার হলো তলোয়ার
-
লেখকের হাতিয়ার হলো কলম
অর্থ:
সঠিক উত্তর:

0
Updated: 1 day ago
একটি চিড়িয়াখানায় কিছু বাঘ এবং কিছু উটপাখি আছে। চিড়িয়াখানা কর্মী ১৫টি মাথা এবং ৫০টি পা গণনা করলেন। সেখানে কতটি উটপাখি ছিল?
Created: 1 day ago
A
৬ টি
B
১০ টি
C
১২ টি
D
৫ টি
প্রশ্ন: একটি চিড়িয়াখানায় কিছু বাঘ এবং কিছু উটপাখি আছে। চিড়িয়াখানা কর্মী ১৫টি মাথা এবং ৫০টি পা গণনা করলেন। সেখানে কতটি উটপাখি ছিল?
সমাধান:
ধরি,
বাঘের সংখ্যা x এবং উটপাখির সংখ্যা y
যেহেতু প্রতিটি প্রাণীর একটি করে মাথা থাকে এবং মোট মাথার সংখ্যা ১৫,
∴ x + y = ১৫ ....... (১)
আবার,
বাঘের ৪টি পা এবং উটপাখির ২টি পা থাকে, এবং মোট পায়ের সংখ্যা ৫০,
∴ ৪x + ২y = ৫০ ...... (২)
এখন সমীকরণ (১) নং হতে পাই,
x = ১৫ - y
সমীকরণ (১) নং হতে পাই,
৪(১৫ - y) + ২y = ৫০
⇒ ৬০ - ৪y + ২y = ৫০
⇒ ২y = ৬০ - ৫০
⇒ y = ১০/২
∴ y = ৫
∴ উটপাখির সংখ্যা = ৫ টি।

0
Updated: 1 day ago
উপর্যুক্ত চিত্রটিকে ভাজ করলে কোন চিত্রটি পাওয়া যাবে?
Created: 6 days ago
A
1
B
2
C
3
D
4
মানসিক দক্ষতা
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
No subjects available.
প্রশ্ন: 
উপর্যুক্ত চিত্রটিকে ভাজ করলে কোন চিত্রটি পাওয়া যাবে?

সমাধান:
সঠিক চিত্রটি হলো- ঘ) 4 
প্রদত্ত চিত্রটিকে ডান দিকে ভাজ করলে (4) নং চিত্রটি পাওয়া যাবে।

0
Updated: 6 days ago
A, B-এর উত্তর দিকে এবং B, C-এর পূর্বদিকে অবস্থিত। C বিন্দুর সাপেক্ষে A বিন্দুর অবস্থান কোনদিকে?
Created: 6 days ago
A
উত্তর-পশ্চিম
B
উত্তর-পূর্ব
C
পশ্চিম
D
দক্ষিণ-পশ্চিম
মানসিক দক্ষতা
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
No subjects available.
প্রশ্ন: A, B-এর উত্তর দিকে এবং B, C-এর পূর্বদিকে অবস্থিত। C-এর সাপেক্ষে A-এর অবস্থান কোনদিকে?
সমাধান:
C-এর সাপেক্ষে A-এর অবস্থান উত্তর-পূর্ব দিকে।

A এর অবস্থান B এর উত্তর দিকে এবং B, C-এর পূর্বদিকে অবস্থিত।
C এর অবস্থান B এর পশ্চিম দিকে।
C এর সাপেক্ষে A এর অবস্থান হবে উত্তর-পূর্ব দিকে।

0
Updated: 6 days ago