A
সবসময় সঠিক পরিকল্পনা করে কাজ করার জন্য
B
অতীত সম্পর্কে চিন্তা করার জন্য
C
দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য
D
ধীরে ধীরে সমস্যার সমাধান করার জন্য
উত্তরের বিবরণ
প্রশ্ন:
-
উপস্থিত বুদ্ধি কীসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ?
সমাধান:
-
উপস্থিত বুদ্ধি মানে হলো:
-
যেকোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নেওয়া
-
কার্যকর পদক্ষেপ গ্রহণ করা
-
সঠিক উত্তর:

0
Updated: 1 day ago
৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬,............ অনুক্রমটির দশম পদ কত?
Created: 6 days ago
A
১১
B
১৩
C
১৪
D
১৭
মানসিক দক্ষতা
দশমিক-ভগ্নাংশ (Decimal Fraction)
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
No subjects available.
প্রশ্ন: ৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬,............ অনুক্রমটির দশম পদ কত?
সমাধান:
৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬,............ অনুক্রমটির দশম পদ ১৭ ।
প্রদত্ত অনুক্রমটিতে দুইটি ভিন্ন অনুক্রম বিদ্যমান।
→ ১ম অনুক্রম,
৩, ৪, ৫, ৬, ৭, ৮, ............ (সাধারণ অন্তর ১)
→ ২য় অনুক্রম,
৫, ৮, ১১, ১৪, ১৭, ............... (সাধারণ অন্তর ৩)
→ প্রদত্ত অনুক্রমটিকে বর্ধিত করে পাই,
৩, ৫, ৪, ৮, ৫, ১১, ৬, ১৪, ৭, ১৭, ৮, .........
∴ অনুক্রমটির দশম পদ ১৭ ।

0
Updated: 6 days ago
কামাল 10 কি.মি. উত্তরে যায়। তারপর সে 15 কি.মি. পূর্বদিকে যায় এবং তারপর 10 কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে কামাল কত কি.মি. দূরত্বে আছে?
Created: 1 day ago
A
35 কি.মি.
B
25 কি.মি.
C
15 কি.মি.
D
17 কি.মি.
মানসিক দক্ষতা
মানসিক দক্ষতা (Mental skills)
সময়, দূরত্ব ও গতিবেগ (Time, distance & speed)
সাধারণ জ্ঞান
No subjects available.
প্রশ্ন: কামাল 10 কি.মি. উত্তরে যায়। তারপর সে 15 কি.মি. পূর্বদিকে যায় এবং তারপর 10 কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে কামাল কত কি.মি. দূরত্বে আছে?
সমাধান:
প্রদত্ত তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,
এখানে,
DE = DC + CE = 10 + 10 = 20 কি.মি.
এখন, যাত্রাস্থান থেকে কামালের দূরত্ব, AD = √(AE2 + DE2)
= √(152 + 202) = √(225 + 400)
= √625
= 25 কি.মি.

0
Updated: 1 day ago
৬নং গিয়ারটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে ২নং গিয়ারটি কোন দিকে ঘুরবে-
Created: 1 day ago
A
ঘড়ির কাটার দিকে
B
প্রতি ঘূর্ণনে দিক পরিবর্তন করবে
C
ঘড়ির কাটার বিপরীত দিকে
D
কোনটিই নয়
প্রশ্ন: ৬নং গিয়ারটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে ২নং গিয়ারটি কোন দিকে ঘুরবে-
সমাধান:
৬ নং গিয়ারটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরলে
- ৫ নং গিয়ারটি ঘড়ির কাটার দিকে ঘুরবে।
- ৪ নং গিয়ারটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে।
- ৩ নং গিয়ারটি ঘড়ির কাটার দিকে ঘুরবে।
- ২ নং গিয়ারটি ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরবে।

0
Updated: 1 day ago