কামাল 10 কি.মি. উত্তরে যায়। তারপর সে 15 কি.মি. পূর্বদিকে যায় এবং তারপর 10 কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে কামাল কত কি.মি. দূরত্বে আছে?
A
35 কি.মি.
B
25 কি.মি.
C
15 কি.মি.
D
17 কি.মি.
উত্তরের বিবরণ
প্রশ্ন: কামাল 10 কি.মি. উত্তরে যায়। তারপর সে 15 কি.মি. পূর্বদিকে যায় এবং তারপর 10 কি.মি. উত্তরে যায়। যাত্রাস্থান থেকে কামাল কত কি.মি. দূরত্বে আছে?
সমাধান:
প্রদত্ত তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,
এখানে,
DE = DC + CE = 10 + 10 = 20 কি.মি.
এখন, যাত্রাস্থান থেকে কামালের দূরত্ব, AD = √(AE2 + DE2)
= √(152 + 202) = √(225 + 400)
= √625
= 25 কি.মি.
0
Updated: 1 month ago
নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
FL, IO, LR, ?, RX
Created: 1 month ago
A
NV
B
MY
C
PT
D
OU
প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
FL, IO, LR, ?, RX
সমাধান:
এখানে দুটি ধারা বিদ্যমান।
প্রথম ধারা- F, I, L, ?, R
F এর পরে তৃতীয় বর্ণ I
I এর পরে তৃতীয় বর্ণ L
L এর পরে তৃতীয় বর্ণ O
O এর পরে তৃতীয় বর্ণ R
দ্বিতীয় ধারা L, O, R, ?, X
L এর পরে তৃতীয় বর্ণ O
O এর পরে তৃতীয় বর্ণ R
R এর পরে তৃতীয় বর্ণ U
U এর পরে তৃতীয় বর্ণ X
∴ প্রশ্নবোধক স্থানে OU বসবে।
0
Updated: 1 month ago
নিচের কোনটি মৌলিক সংখ্যা?
Created: 1 month ago
A
১২৩
B
১৪১
C
১৪৩
D
১৫১
প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ১৫১ একটি মৌলিক সংখ্যা, কারণ এটি শুধুমাত্র ১ এবং ১৫১ দ্বারা বিভাজ্য।
-
১২৩ = ৩ × ৪১ (মৌলিক নয়)
-
১৪১ = ৩ × ৪৭ (মৌলিক নয়)
-
১৪৩ = ১১ × ১৩ (মৌলিক নয়)
-
১৫১ = ১ × ১৫১ (মৌলিক)
অতএব, প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ১৫১ মৌলিক।
0
Updated: 1 month ago
সূর্যের সাথে সৌরশক্তির যে সম্পর্ক, আগুনের সাথে তেমন সম্পর্ক
Created: 1 month ago
A
ধোঁয়ার
B
অন্ধকারের
C
তাপের
D
আলোর
প্রশ্ন: সূর্যের সাথে সৌরশক্তির যে সম্পর্ক, আগুনের সাথে তেমন সম্পর্ক কী?
সমাধান:
-
সূর্য থেকে সৌরশক্তি উৎপন্ন হয়
-
আগুন থেকে তাপ উৎপন্ন হয়
সঠিক উত্তর: গ) তাপের
0
Updated: 1 month ago