A
২৪
B
৩০
C
১৪
D
৪০
উত্তরের বিবরণ
প্রশ্ন:
সমাধান:
১ম চিত্রে বর্গ আছে,
১২ + ২২ = ১ + ৪ = ৫ টি
একইভাবে,
২য় চিত্রে বর্গ আছে,
১২ + ২২ + ৩২ + ৪২ = ১ + ৪ + ৯ + ১৬ = ৩০ টি

0
Updated: 1 day ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
Created: 1 day ago
A
২৮
B
৩২
C
৬৬
D
৩৪
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
সমাধান:
এখানে,
নিচের সংখ্যা দুইটির বিয়োগফলের সমান উপরের সংখ্যা।
১ম চিত্রে,
১৭ - ৮ = ৯
২য় চিত্রে,
৪০ - ২৮ = ১২
৩য় চিত্রে,
৫০ - ? = ১৬
⇒ ? = ৫০ - ১৬
∴ ? = ৩৪
∴ প্রশ্নবোধক স্থানে ৩৪ সংখ্যাটি বসবে।

0
Updated: 1 day ago
প্রদত্ত বস্তুটি টেনে তুলতে কত বল প্রয়োগ করতে হবে?
Created: 6 days ago
A
21 kg
B
42 kg
C
70 kg
D
120 kg
মানসিক দক্ষতা
পড়ন্ত বস্তু
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
No subjects available.
প্রশ্ন: প্রদত্ত বস্তুটি টেনে তুলতে কত বল প্রয়োগ করতে হবে?

সমাধান:
দেওয়া আছে,
বস্তুর ভর = 420 kg
আমরা জানি,
প্রযুক্ত বল = (বস্তুর ভর)/(ভরের সাথে যুক্ত দড়ির সংখ্যা)
= 420/6
= 70 kg

0
Updated: 6 days ago
ঘড়িতে যখন ৮ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রী হবে?
Created: 3 days ago
A
৯০°
B
৯৫°
C
১০৫°
D
১২০°
প্রশ্ন: ঘড়িতে যখন ৮ টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত ডিগ্রী হবে?
সমাধান:
মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
= | (১১ × ০ - ৬০ × ৮)/২ |
= | - ৪৮০ /২ |
= | -২৪০ |
= ২৪০°
= ৩৬০° - ২৪০° [১৮০ অপেক্ষা বড় কোণ হলে ৩৬০ থেকে বিয়োগ করতে হয়]
= ১২০°

0
Updated: 3 days ago