২৮০ মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ৩০ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
A
৩২০ মিটার
B
৩৫০ মিটার
C
২৬০ মিটার
D
৪০০ মিটার
উত্তরের বিবরণ
প্রশ্ন: ২৮০ মিটার দীর্ঘ একটি মালবাহী ট্রেন ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ৩০ সেকেন্ড একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত?
সমাধান:
ট্রেনের বেগ = ৭২ কিলোমিটার/ঘণ্টা
= (৭২ × ১০০০)/৩৬০০ মিটার/সেকেন্ড
= ২০ মিটার/সেকেন্ড
∴ ১ সেকেন্ডে যায় = ২০ মিটার
∴ ৩০ সেকেন্ডে যায় (২০ × ৩০) = ৬০০ মিটার
∴ সেতুর দৈর্ঘ্য = ৬০০ - ২৮০ = ৩২০ মিটার
0
Updated: 1 month ago
একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ৮৫ জন ছাত্রের মধ্যে ৬৮ জন ছাত্র ফেল করলে পাশের হার কত?
Created: 1 month ago
A
২৫%
B
১৭%
C
২০%
D
১৫%
প্রশ্ন: একটি স্কুলের বার্ষিক পরীক্ষায় ৮৫ জন ছাত্রের মধ্যে ৬৮ জন ছাত্র ফেল করলে পাশের হার কত?
সমাধান:
দেওয়া আছে,
মোট ছাত্র = ৮৫ জন
ফেল করে = ৬৮ জন
∴ পাশ করে = ৮৫ - ৬৮ = ১৭ জন
এখন,
৮৫ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৭ জন
∴ ১ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৭/৮৫) জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৭ × ১০০)/৮৫ জন = ২০ জন
∴ পাশের হার = ২০%
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
Created: 1 month ago
A
6
B
5
C
3
D
2
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে? 
সমাধান:
১ম ও ৩য় পায়ের সংখ্যার যোগফল থেকে ২য় ও ৪র্থ পায়ের যোগফল বিয়োগ করলে লেজের সংখ্যাটি পাওয়া যায়।
১ম চিত্রে, 8 + 2 = 10
5 + 1 = 6
10 - 6 = 4
২য় চিত্রে, 11 + 3 = 14
6 + 5 = 11
14 - 11 = 3
∴ প্রশ্নবোধক স্থানে 3 বসবে।
0
Updated: 1 month ago
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কী বসবে?
Created: 1 month ago
A
B
C
D
প্রশ্ন: প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কী বসবে?
সমাধান:
এখানে, ইংরেজি বর্ণমালার অবস্থান বুঝানো হয়েছে।
সঠিক উত্তর 
0
Updated: 1 month ago