নিচের সিরিজে একটি সংখ্যা ভুল আছে। সেই সংখ্যাটি কত?
১, ৪, ২, ৫, ৩, ৬, ৪, ৭, ৫, ৯, ৬
A
৯
B
৮
C
১১
D
১০
উত্তরের বিবরণ
প্রশ্ন: নিচের সিরিজে একটি সংখ্যা ভুল আছে। সেই সংখ্যাটি কত?
১, ৪, ২, ৫, ৩, ৬, ৪, ৭, ৫, ৯, ৬
সমাধান:
প্রদত্ত সিরিজটি হলো- ১, ৪, ২, ৫, ৩, ৬, ৪, ৭, ৫, ৯, ৬
এখানে সিরিজটিকে দুটি ভাগ করা যায়।
প্রথম সিরিজক- ১, ২, ৩, ৪, ৫, ৬
দ্বিতীয় সিরিজ- ৪, ৫, ৬, ৭, ৯
দ্বিতীয় সিরিজটিতে- ৪, ৫, ৬, ৭-এর পর ৮ আসার কথা, কিন্তু আছে ৯।
তাই, ভুল সংখ্যাটি হলো ৯।
সঠিক উত্তর: (ক) ৯
0
Updated: 1 month ago
যদি DRIVE = 51910236 হয় তবে PROUD = ?
Created: 1 month ago
A
23918522
B
161816225
C
171916225
D
171917235
প্রশ্ন: যদি DRIVE = 51910236 হয় তবে PROUD = ?
সমাধান:
যদি DRIVE = 51910236 হয় তবে PROUD = 171916225
DRIVE শব্দটিতে বর্ণগুলোর ক্রমের সাথে 1 যোগ করে পাওয়া যায়,
D(4) + 1 = 5,
R(18) + 1 = 19,
I(9) + 1 = 10,
V(22) + 1 = 23,
E(5) + 1 = 6
অর্থাৎ DRIVE = 51910236
অনুরূপভাবে,
PROUD শব্দটিতে বর্ণগুলোর ক্রমের সাথে 1 যোগ করে পাওয়া যায়,
P(16) + 1 = 17
R(18) + 1 = 19
O(15) + 1 = 16
U(21) + 1 = 22
D(4) + 1 = 5
∴ PROUD = 171916225
0
Updated: 1 month ago
আমার কক্ষে আমি বসে ছিলাম, এমন সময় এক নিঃসন্তান বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
Created: 1 month ago
A
১২ জন
B
১৬ জন
C
১৫ জন
D
১০ জন
প্রশ্ন: আমার কক্ষে আমি বসে ছিলাম, এমন সময় এক নিঃসন্তান বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে চার দম্পতি প্রত্যেকে একজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হলো?
সমাধান:
প্রতি দম্পতিতে ২ জন করে ৫ দম্পতি = ১০ জন ও ৪ দম্পতির সাথে ১ জন করে ৪ জন সন্তান।
মোট ১০ + ৪ = ১৪ জন।
আমার ঘরে আমি সহ সর্বমোট ১৪ + ১ = ১৫ জন।
0
Updated: 1 month ago
বস্তুটিকে টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত বল প্রয়োগ করতে হবে?
Created: 1 month ago
A
25 কেজি
B
50 কেজি
C
60 কেজি
D
100 কেজি
প্রশ্ন: বস্তুটিকে টেনে তুলতে রশির মুক্ত প্রান্তে কত বল প্রয়োগ করতে হবে?
সমাধান:
কপিকলে বস্তু উপরে তুলতে প্রযুক্ত বল = বস্তুটির ওজন/(বস্তুটি যে চাকাটি/চাকাগুলোর সাথে যুক্ত আছে তার সাথে যুক্ত দড়ির সংখ্যা)
= 300/6 কেজি
= 50 কেজি
0
Updated: 1 month ago