The word ‘homogeneous’ means:
A
Of the same kind
B
Of the same place
C
Of the same race
D
Of the same density
উত্তরের বিবরণ
Homogeneous (adjective)
English Meaning: Things that are of the same nature, kind, or type; composed of elements or parts that are alike.
Bangla Meaning: একই প্রকার বা প্রকৃতির অংশ নিয়ে গঠিত; সমজাতীয়, সমঘন, সমমাত্র।
সমার্থক শব্দ (Synonyms):
-
Identical (এক; অভিন্ন)
-
Similar (সদৃশ; অনুরূপ)
-
Alike (একই রকম; সদৃশ)
-
Equivalent (সমতুল্য)
-
Fungible (বিনিময়যোগ্য)
বিপরীত শব্দ (Antonyms):
-
Heterogeneous (অসমসত্ত; বৈচিত্র্যময়)
-
Different (ভিন্ন; অন্য রকম)
-
Dissimilar (অসদৃশ; বিসদৃশ)
-
Diverse (বৈচিত্র্যপূর্ণ)
-
Mixed (মিশ্রিত)
অন্যান্য রূপ (Other Forms):
-
Noun: Homogeneity (সমজাতীয়তা; সমঘনত্ব)
-
Verb (transitive): Homogenize / Homogenise — কিছু সমঘন বা সমজাতীয় করে তোলা; বিশেষ করে দুধের চর্বিকণাকে একরূপভাবে মিশিয়ে দেওয়া যাতে তা সমানভাবে বিতরণ হয়।
উদাহরণ বাক্য (Example Sentences):
-
If we want to reduce traffic jams and slowdowns, creating homogeneous traffic is essential.
-
Building a homogeneous workforce does not guarantee organisational success.
তথ্যসূত্র (Sources):
-
Live MCQ Lecture
-
Oxford Learner's Dictionary
-
বাংলা একাডেমির Accessible Dictionary
0
Updated: 5 months ago
Let us beging by looking at the minutes of the meeting. Here the underlined word means-
Created: 2 months ago
A
time record
B
time frame
C
written record
D
written analysis
Minutes (মিনিটস)
English Meaning: A written record of what was said during a meeting.
Bangla Meaning: কোনও বৈঠকে বলা কথার বা দেওয়া নির্দেশ, মন্তব্য ও মতামতের লিখিত রেকর্ড; দাপ্তরিক লেখ্যপ্রমাণ।
Example Sentences:
-
Harry will take the minutes.
-
Let us begin by looking at the minutes of the meeting.
Source: Accessible Dictionary by Bangla Academy & Oxford Learner’s Dictionary
“Minutes” বলতে বোঝায় সেই লিখিত নথি যা বৈঠকে আলোচিত বিষয়, মন্তব্য বা সিদ্ধান্তগুলো সংরক্ষণ করে। এটি মূলত অফিসিয়াল বা প্রশাসনিক ব্যবহারের জন্য তৈরি হয়।
0
Updated: 2 months ago
What is the meaning of the word "Jocular"?
Created: 2 months ago
A
Boring and dull
B
Angry and rude
C
Silent and thoughtful
D
Humorous and playful
Correct Answer: Humorous and playful
Jocular (adjective)
English Meaning:
-
Humorous
-
Enjoying making people laugh
Bangla Meaning:
রসিকতাপ্রিয়; রসিক।
Synonyms: Cheerful (আনন্দমুখর), Jolly (প্রফুল্ল), Jovial (উৎফুল্ল), Amusing (চিত্তাকর্ষক), Comic (হাস্যকর)।
Antonyms: Serious (গুরুগম্ভীর), Humourless (রসহীন), Gloomy (বিষণ্ন), Depressed (হতাশ), Demoralized (অবদমিত)।
Other Forms:
-
Jocularly (adverb)
-
Jocularity (noun)
Example Sentences:
-
She explained in a jocular fashion that I was the problem.
Bangla Meaning: তিনি রসিকভাবে ব্যাখ্যা করলেন যে সমস্যা আমার। -
She sighed and turned her head to look behind her and gave him a jovial smile.
Bangla Meaning: তিনি নিশ্বাস ছাড়লেন, মাথা ঘুরিয়ে পেছনে তাকালেন এবং তাকে একটি প্রফুল্ল হাসি দেখালেন।
Source: Live MCQ lecture
0
Updated: 2 months ago
Maiden speech means-
Created: 3 months ago
A
First speech
B
Last speech
C
Late speech
D
Early speech
Maiden Speech
English Meaning:
-
একজন রাজনীতিক যখন প্রথমবার সংসদের সদস্য হিসেবে বক্তব্য রাখেন, তখন সেটিকে ‘maiden speech’ বলা হয়।
-
ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্স বা হাউস অব লর্ডসে কোনো সদস্যের প্রথম আনুষ্ঠানিক বক্তব্যকেই ‘maiden speech’ বলা হয়ে থাকে।
Bangla Meaning:
-
প্রথম বক্তৃতা বা প্রারম্ভিক ভাষণ।
Example Sentences:
-
এই বিতর্কে আমার প্রথম বক্তৃতার সুযোগ পেয়ে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
-
আমার প্রথম বক্তৃতায় আমি গণভোট নিয়ে কথা বলেছিলাম এবং পরে আরও কয়েকবার এই বিষয়ে বক্তব্য রেখেছি।
সারসংক্ষেপ:
Maiden speech অর্থ—প্রথম বক্তৃতা।
তথ্যসূত্র: Cambridge Dictionary, Collins Dictionary, ও বাংলা একাডেমির Accessible Dictionary।
0
Updated: 3 months ago