Impartial-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
A
neutral
B
discriminatory
C
equitable
D
even-handed
উত্তরের বিবরণ
প্রশ্ন:
-
Impartial-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
সমাধান:
-
Impartial মানে: পক্ষপাতহীন, নিরপেক্ষ
-
বিপরীতার্থক শব্দ: discriminatory
-
অর্থ: পক্ষপাতপূর্ণ, বৈষম্যমূলক
-
অন্যান্য অপশন:
-
neutral → নিরপেক্ষ, পক্ষপাতহীন
-
equitable → ন্যায়পরায়ণ, সুবিচারপূর্ণ
-
even-handed → পক্ষপাতহীন, ন্যায়পরায়ণ
সঠিক উত্তর:
0
Updated: 1 month ago
যদি TABLE = ATELB হয়, তবে একই নিয়মে CHAIR = ?
Created: 1 month ago
A
CARIH
B
RICHA
C
HCRIA
D
HACIR
প্রশ্ন: যদি TABLE = ATELB হয়, তবে একই নিয়মে CHAIR = ?
সমাধান:
TABLE = ATELB
এখানে,
১ম ও ২য় বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৩য় ও ৫ম বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৪র্থ বর্ণ নিজের স্থানেই থাকে।
CHAIR = HCRIA
একই ভাবে,
১ম ও ২য় বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৩য় ও ৫ম বর্ণ নিজেদের মাঝে স্থান পরিবর্তন করে।
৪র্থ বর্ণ নিজের স্থানেই থাকে।
0
Updated: 1 month ago
A শীটটি ডটেট লাইন বরাবর উপরের দিকে ভাঁজ করা হলে, কোন চিত্রটি পাওয়া যায়?
Created: 1 month ago
A
1
B
2
C
3
D
4
প্রশ্ন: A শীটটি ডটেট লাইন বরাবর উপরের দিকে ভাজ করা হলে, কোন চিত্রটি পাওয়া যায়?
সমাধান:
2 নং চিত্রটি পাওয়া যাবে।
0
Updated: 1 month ago
নিম্নের প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে?
Created: 1 week ago
A
৮০
B
১১৪
C
১০৮
D
কোনটিই নয়
প্রশ্নবোধক চিহ্নে কোন সংখ্যাটি বসবে?
সমাধান:
উপরের দুইটি সংখ্যার যোগফল কে নিচের সংখ্যাটি দ্বারা গুণ করলে মাঝখানের সংখ্যাটি পাওয়া যায়।
এখানে,
৪ + ৮ = ১২ ⇒ ১২ × ৯ = ১০৮
একইভাবে,
৫ + ৪ = ৯ ⇒ ৯ × ১২ = ১০৮
সঠিক উত্তর: ১০৮
0
Updated: 1 week ago
