প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
A
২৮
B
৩২
C
৬৬
D
৩৪
উত্তরের বিবরণ
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
সমাধান:
এখানে,
নিচের সংখ্যা দুইটির বিয়োগফলের সমান উপরের সংখ্যা।
১ম চিত্রে,
১৭ - ৮ = ৯
২য় চিত্রে,
৪০ - ২৮ = ১২
৩য় চিত্রে,
৫০ - ? = ১৬
⇒ ? = ৫০ - ১৬
∴ ? = ৩৪
∴ প্রশ্নবোধক স্থানে ৩৪ সংখ্যাটি বসবে।
0
Updated: 1 month ago
একটি ছেলেকে দেখিয়ে রিমি বলল, "সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।" ছেলেটি রিমির কী হয়?
Created: 1 month ago
A
ভাই
B
বাবা
C
মামা
D
নানা
প্রশ্ন: একটি ছেলেকে দেখিয়ে রিমি বলল, "সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।" ছেলেটি রিমির কী হয়?
সমাধান:
রিমির মামার বাবা হলো রিমির নানা
রিমির নানার একমাত্র মেয়ে রিমির মা
রিমির মায়ের ছেলে হলো রিমির ভাই
- ছেলেটি রিমির ভাই হয়।
0
Updated: 1 month ago
নিম্নলিখিত সংখ্যা শ্রেণির প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে?
৪১, ৪০, ৩৮, ৩৫, ৩১, ?
Created: 1 month ago
A
২৫
B
২৯
C
২১
D
২৬
প্রশ্ন: নিম্নলিখিত সংখ্যা শ্রেণির প্রশ্নবোধক স্থানের সংখ্যাটি কত হবে?
৪১, ৪০, ৩৮, ৩৫, ৩১, ?
সমাধান:
এখানে,১ম পদ = ৪১
২য় পদ = ৪১ - ১ = ৪০
৩য় পদ = ৪০ - ২ = ৩৮
৪র্থ পদ = ৩৮ - ৩ = ৩৫
৫ম পদ = ৩৫ - ৪ = ৩১
৬ষ্ঠ পদ = ৩১ - ৫ = ২৬
0
Updated: 1 month ago
"COMMODITY" শব্দটির বাংলা পরিভাষা কী?
Created: 1 month ago
A
পদালি
B
পণ্য
C
ধূমকেতু
D
অঙ্গীকারবদ্ধ
COMMODITY শব্দটির বাংলা পরিভাষা হলো পণ্য।
অন্যদিকে:
-
CADRE: পদালি
-
COMET: ধূমকেতু
-
COMMITTED: অঙ্গীকারবদ্ধ
উৎস:
0
Updated: 1 month ago