যদি A, B-এর মা হন এবং B, D-এর বাবা হন তাহলে A এবং D-এর সম্পর্ক কী?
A
বোন
B
দাদি
C
চাচি
D
মা
উত্তরের বিবরণ
প্রশ্ন:
-
যদি A হয় B-এর মা এবং B হয় D-এর বাবা, তাহলে A এবং D-এর সম্পর্ক কী?
সমাধান:
-
A → B-এর মা
-
অর্থাৎ A হলেন B-এর জন্মদাত্রী।
-
-
B → D-এর বাবা
-
অর্থাৎ B হলেন D-এর জন্মদাতা।
-
-
সুতরাং, A → B-এর মা এবং B → D-এর বাবা, এর মানে A হলেন D-এর দাদি।
উত্তর:
0
Updated: 1 month ago
যদি × অর্থ ভাগ, - অর্থ গুন, ÷ অর্থ যোগ এবং + অর্থ বিয়োগ হয় তাহলে (3 - 15 ÷ 19) × 8 + 6 = ?
Created: 1 month ago
A
- 1
B
2
C
4
D
8
মানসিক দক্ষতা
দৈনন্দিন জীবনে পদার্থবিজ্ঞান
বিবিধ মানসিক দক্ষতা (Miscellaneous)
মানসিক দক্ষতা (Mental skills)
প্রশ্ন: যদি × অর্থ ভাগ, - অর্থ গুন, ÷ অর্থ যোগ এবং + অর্থ বিয়োগ হয় তাহলে (3 - 15 ÷ 19) × 8 + 6 = ?
সমাধান:
দেওয়া আছে,
× = ÷
- = ×
÷ = +
+ = -
∴ (3 - 15 ÷ 19) × 8 + 6
= (3 × 15 + 19) ÷ 8 - 6 [শর্ত অনুযায়ী]
= (45 + 19) ÷ 8 - 6
= 64 ÷ 8 - 6
= 8 - 6
= 2
0
Updated: 1 month ago
৮, ৭, ৪, ৯, ৩, ৭, ৬, ১, ২, ৩ প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর যোগফলকে ৭ দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকবে?
Created: 4 weeks ago
A
০
B
৩
C
১
D
২
প্রশ্ন: ৮, ৭, ৪, ৯, ৩, ৭, ৬, ১, ২, ৩ প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর যোগফলকে ৭ দ্বারা
0
Updated: 4 weeks ago
যদি ROSE-কে লেখা হয় 6821, CHAIR-কে লেখা হয় 73456 এবং PREACH-কে লেখা হয় 961473, তাহলে SEARCH-এর কোড কত?
Created: 1 month ago
A
246173
B
214673
C
214763
D
216473
প্রশ্ন: যদি ROSE-কে লেখা হয় 6821, CHAIR-কে লেখা হয় 73456 এবং PREACH-কে লেখা হয় 961473, তাহলে SEARCH-এর কোড কত?
প্রদত্ত কোডিং প্যাটার্নটি অক্ষরগুলোকে নির্দিষ্ট সংখ্যার সঙ্গে মানায়। প্রতিটি অক্ষরের মান আলাদা হলেও বিভিন্ন শব্দে একই থাকে। সমস্যাটির সমাধান নিচের মতো বিশ্লেষণ করা যায়:
প্রথমে প্রতিটি অক্ষরের মান নির্ধারণ করা হলো:
-
R ⇒ 6
-
O ⇒ 8
-
S ⇒ 2
-
E ⇒ 1
-
C ⇒ 7
-
H ⇒ 3
-
A ⇒ 4
-
I ⇒ 5
-
P ⇒ 9
এরপর SEARCH শব্দের প্রতিটি অক্ষরের মান বসানো হলো:
-
S ⇒ 2
-
E ⇒ 1
-
A ⇒ 4
-
R ⇒ 6
-
C ⇒ 7
-
H ⇒ 3
সুতরাং SEARCH-এর কোড হলো 214673।
0
Updated: 1 month ago