A
অধ্যাপিকা
B
গীতিকা
C
বালিকা
D
নায়িকা
উত্তরের বিবরণ
ইকা (–িকা) প্রত্যয় ব্যবহার
১. ক্ষুদ্রার্থক ইকা
-
কোনো বস্তু বা বিষয়কে ছোট বা ক্ষুদ্র আকারে বোঝাতে ইকা যোগ করা হয়।
-
এটি নারীবাচক নয়।
-
উদাহরণ: নাটিকা, মালিকা, গীতিকা, পুস্তিকা।
২. স্ত্রীবাচক শব্দ
-
বালিকা, নায়িকা, অধ্যাপিকা ইত্যাদি।
-
এগুলো নারীর জন্য ব্যবহৃত হয় এবং ক্ষুদ্রার্থক নয়।
সারসংক্ষেপে:
নাটিকা, গীতিকা, পুস্তিকা → ক্ষুদ্রার্থক, নারীবাচক নয়।
বালিকা, নায়িকা, অধ্যাপিকা → নারীবাচক, ক্ষুদ্রার্থক নয়।

0
Updated: 1 day ago
‘মানব’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Created: 3 days ago
A
মনু + ষ্ণ
B
মনু + অব
C
মা + নব
D
মান + অব
'মানব' শব্দের প্রকৃতি ও প্রত্যয় 'মনু + ষ্ণ' । এটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এরুপ - যাদব (যদু + ষ্ণ), শৈশব (শিশু + ষ্ণ), কৈশোর (কিশোর + ষ্ণ)

0
Updated: 3 days ago
কোনটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ?
Created: 1 week ago
A
ঢাকা + ই
B
মিশ্ + উক
C
চোর + আ
D
সোনা + আলি
মিশ্ + উক = মিশুক। এটি কৃৎ প্রত্যয়ের উদাহরণ। শব্দ বা ধাতুর পরে অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে প্রত্যয় বলে। যেমন, বাঘ + আ = বাঘা, কৃ + তব্য = কর্তব্য। শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কে তদ্ধিতান্ত শব্দ বলে। যেমন, বাঘ + আ = বাঘা, – এখানে ‘আ’ প্রত্যয় যোগে নতুন শব্দ তৈরি হয়েছে। এবং বাঘা হলো তদ্ধিতান্ত শব্দ । অন্যদিকে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে কৃৎ প্রত্যয়। কৃৎ প্রত্যয় সাধিত শব্দকে কৃদান্ত শব্দ বলে।

0
Updated: 1 week ago
‘পাঠক’ শব্দের যথার্থ প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Created: 1 week ago
A
√পাঠ + অক
B
√পঠ + অক
C
√পা + ঠক
D
√পাঠ + টক
কর্তৃবাচ্য ধাতুর পরে 'অক' প্রত্যয় যোগ হয়ে রুট পঠ + অক = পাঠক শব্দটি গঠিত হয়েছে। উদাহরণ: পঠ + অক = পাঠক, দিন + ইক = দৈনিক। এখানে, 'অক' ও ইক' তদ্ধিত প্রত্যয় এবং 'পঠ' ও 'দৈনিক' হলো তদ্ধিতান্ত শব্দ।

0
Updated: 1 week ago