A
শিশু + ইমন
B
শিশু + ষ্ণ্য
C
শিশু + অ
D
শৈব + শব
উত্তরের বিবরণ
- শৈশব' শব্দের প্রকৃতি-প্রত্যয় - 'শিশু+অ'।
শৈশব (বিশেষ্য):
- এটির সঠিক উচ্চারণ হচ্ছে শোই্শব্।
- এর অর্থ হচ্ছে বাল্যাবস্থা, শিশুকাল।
- 'শৈশব' -এর সঠিক প্রকতি ও প্রত্যয় শিশু+অ।
- 'শৈশব' একটি তদ্ধিতান্ত শব্দ।

0
Updated: 1 day ago
‘শ্রবণ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Created: 3 days ago
A
শ্রবণ+অ
B
√শ্রী + অন
C
√শ্ৰু + অন
D
√শ্রব + অন
অন - প্রত্যয়ান্ত শব্দগুলো সাধারণ ক্রিয়াবাচক বিশেষ্যরূপে ব্যবহৃত হয়। যেমন: শ্রবণ = √শ্রু + অন (কৃৎ প্রত্যয়)

0
Updated: 3 days ago
'আ' প্রত্যয়যোগে গঠিত তদ্ধিতান্ত শব্দ কোনটি?
Created: 1 week ago
A
বিবিয়ানা
B
পড়া
C
শোনা
D
চোরা
‘আ’ প্রত্যয়যোগে গঠিত কিছু শব্দ
মূল শব্দ | প্রত্যয় | গঠিত শব্দ | শব্দের শ্রেণি |
---|---|---|---|
চোর | আ | চোরা | তদ্ধিতান্ত |
পড়্ | আ | পড়া | কৃদন্ত |
শুন্ | আ | শোনা | কৃদন্ত |
বিবি | আনা | বিবিয়ানা | তদ্ধিতান্ত |
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)

0
Updated: 1 week ago
নিচের কোনটি ‘সৃষ্টি’- এর প্রকৃতি ও প্রত্যয়?
Created: 3 days ago
A
সৃষ্ + টি
B
সৃশ্ + তি
C
সৃজ্ + তি
D
স্রী + ষ্টি
বিশেষ্য ও বিশেষণ গঠনে "তি" প্রত্যয় হয়। যেমন - √ঘাট্ + তি = ঘাটতি, বাড়্ + তি = বাড়তি, কাট্ + তি = কাটতি, উঠ্ + তি = উঠতি।

0
Updated: 3 days ago