'মহকুমা' কোন ভাষার শব্দ?
A
ফারসি
B
হিন্দি
C
তুর্কি
D
আরবি
উত্তরের বিবরণ
• 'গীতিকা' - ক্ষুদ্রার্থে 'ইকা' প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ।
অন্যদিকে,
বালিকা, নায়িকা, অধ্যাপিকা- ক্ষুদ্রার্থে 'ইকা' প্রত্যয়যোগে স্ত্রীবাচক নয়।
• ক্ষুদ্রার্থে 'ইকা' প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ।
- নাটক - নাটিকা;
- মালা - মালিকা;
- গীত - গীতিকা;
- পুস্তক - পুস্তিকা।
(এগুলো স্ত্রী প্রত্যয় নয়, ক্ষুদ্রার্থক প্রত্যয়।)
0
Updated: 1 month ago
'হাঙ্গামা' কোন ভাষার শব্দ?
Created: 2 months ago
A
ফারসি
B
আরবি
C
হিন্দি
D
উর্দু
হাঙ্গামা (বিশেষ্য পদ)
মূল শব্দ: ফারসি
অর্থ:
-
মারামারি
-
দাঙ্গা
-
বিপত্তি
-
হট্টগোল
-
বিশৃঙ্খলা
-
জটিলতা
ফারসি ভাষার অন্যান্য প্রচলিত শব্দ:
-
খোদা, গুনাহ, দোজখ, ফেরেশতা, আমদানি, জিন্দা, রপ্তানি, বেহেশত, নমুনা, রোজা, হাঙ্গামা
সূত্র: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 2 months ago
গ্রিক শব্দ কোনটি?
Created: 6 days ago
A
তুফান
B
লুঙ্গি
C
কুশন
D
দাম
0
Updated: 6 days ago
'ডিপো' শব্দটি কোন ভাষা থেকে আগত?
Created: 2 months ago
A
পর্তুগিজ
B
ফরাসি
C
ইংরেজি
D
ওলন্দাজ
ডিপো (Depot)
-
উৎস: ফরাসি ভাষা থেকে আগত
-
পদ: বিশেষ্য
-
অর্থ:
-
পণ্যদ্রব্য রাখার স্থান
-
গুদাম
-
আড়ত
-
উদাহরণ:
-
পণ্যগুলো ডিপোতে রাখা হয়েছে।
-
কৃষকের ধান ডিপোতে পৌঁছে দেওয়া হলো।
0
Updated: 2 months ago