A
দ্বন্দ্ব সমাস
B
কর্মধারয় সমাস
C
নিত্য সমাস
D
তৎপুরুষ সমাস
উত্তরের বিবরণ
• মধ্যপদলোপী কর্মধারয় সমাস:
- ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে কর্মধারয় সমাস হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
যেমন:
- সিংহাসন = সিংহ চিহ্নিত আসন,
- আয়কর = আয়ের উপর কর।

0
Updated: 1 day ago
সমাসের রীতি কোন ভাষা থেকে আগত?
Created: 1 month ago
A
আরবি
B
ফারসি
C
সংস্কৃত
D
ইংরেজি
সমাস হল দুটি বা তার অধিক শব্দকে একত্র করে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়া। এই রীতি প্রাচীন সংস্কৃত ভাষা থেকে এসেছে এবং বাংলা ভাষাতেও তা অনুসরণ করা হয়।

0
Updated: 1 month ago
সমাস নিষ্পন্ন পদকে কি বলে?
Created: 1 week ago
A
সমস্যমান পদ
B
সমস্ত পদ
C
ব্যাস বাক্য
D
বিগ্রহ বাক্য
ব্যাসবাক্য: সমাসের অর্থ প্রকাশ করার জন্য যে বাক্য বা বাক্যাংশ ব্যবহূত হয়, তাকে ব্যাসবাক্য বলে। যেমন: বিলাত হতে ফেরত = বিলাতফেরত। এখানে ‘বিলাত হতে ফেরত’ হলো ব্যাসবাক্য। সমস্যমান পদ: যে কয়েকটি পদ মিলে সমাস হয় তাদের সমস্যমান পদ বলে।
যেমন: বিলাত হতে ফেরত = বিলাতফেরত। এখানে ‘বিলাত’ ও ‘ফেরত’ পদ দুটি সমস্যমান পদ। সমস্ত পদ: সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলে। যেমন: বিলাত হতে ফেরত = বিলাতফেরত। এখানে ‘বিলাত ফেরত’ পদটি সমস্ত পদ।

0
Updated: 1 week ago
পূর্বপদ প্রধান সমাস কোনটি?
Created: 1 month ago
A
দ্বন্ধ
B
অব্যয়ীভাব
C
তৎপুরুষ
D
বহুব্রীহি
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থের প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়। যেমন জানু পর্যন্ত (পর্যন্ত শব্দের অব্যয় আ) = আজানুলম্বিত (বাহু), মরণ পর্যন্ত = আমরণ।

0
Updated: 1 month ago