'শৈশব' এর প্রকৃতি- প্রত্যয় কোনটি?
A
শিশু + ইমন
B
শিশু + ষ্ণ্য
C
শিশু + অ
D
শৈব + শব
উত্তরের বিবরণ
- শৈশব' শব্দের প্রকৃতি-প্রত্যয় - 'শিশু+অ'।
শৈশব (বিশেষ্য):
- এটির সঠিক উচ্চারণ হচ্ছে শোই্শব্।
- এর অর্থ হচ্ছে বাল্যাবস্থা, শিশুকাল।
- 'শৈশব' -এর সঠিক প্রকতি ও প্রত্যয় শিশু+অ।
- 'শৈশব' একটি তদ্ধিতান্ত শব্দ।
0
Updated: 1 month ago
”দোলনা” শব্দের সঠিক প্রকৃত-প্রত্যয় কোনটি?
Created: 2 months ago
A
√দুল্ + অন
B
√দুল্ + অনা
C
√দল্ + ওনা
D
√দুল্ + আন
• ”অনা”- কৃৎ প্রত্যয় যোগে বাংলা শব্দ গঠন:
- √দুল্ + অনা= দুলনা> দোলনা।
- √খেল্ + অনা =খেলনা।
উল্লেখ্য,
- ধাতুর সঙ্গে যখন কোনো ধ্বনি বা ধ্বনি-সমষ্টি যুক্ত হয়ে বিশেষ্য বা বিশেষণ পদ তৈরি হয়, তখন ক্রিয়ামূল বা ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি বা প্রকৃতি, আর ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে কৃৎ-প্রত্যয়।
যেমন-
- চল্ (ক্রিয়া প্রকৃতি)+ অন (কৃৎ-প্রত্যয়) = চলন (বিশেষ্য পদ)।
- চল (ক্রিয়া প্রকৃতি) + অন্ত (কৃৎ-প্রত্যয়) = চলন্ত (বিশেষণ পদ)।
0
Updated: 2 months ago
ক্ষত্রিয়' শব্দের শুদ্ধ স্ত্রীবাচক শব্দ কোনটি?
Created: 2 weeks ago
A
ক্ষত্রিয়িনী
B
ক্ষত্রিয়া
C
ক্ষত্রিয়ান
D
ক্ষত্রিয়নী
আনী-প্রত্যয় যোগ করে বিশেষ্য গঠনের উদাহরণ এবং অর্থের পার্থক্য নিম্নরূপ:
-
ইন্দ্র + আনী = ইন্দ্রানী
-
মাতুল + আনী = মাতুলানী
-
আচার্য + আনী = আচার্যানী (কিন্তু আচার্যের কর্মে নিয়োজিত অর্থে আচার্য)
এরূপ কিছু অন্যান্য উদাহরণ:
-
শূদ্র → শূদ্রা (শূদ্রজাতির নারী), শূদ্রানী (শূদ্রের স্ত্রী)
-
ক্ষত্রিয় → ক্ষত্রিয়া / ক্ষত্রিয়ানী
আনী-প্রত্যয় যোগে কখনো অর্থের পার্থক্যও সৃষ্টি হয়:
-
অরণ্য → অরণ্যানী (বৃহৎ অরণ্য)
-
হিম → হিমানী (জমানো বরফ)
0
Updated: 2 weeks ago
'পালনীয়' — শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
√ পালন্ + নীয়
B
√ পাল্ + নীয়
C
√ পাল্ + অনীয়
D
√ পালি + অনীয়
কৃৎ প্রত্যয় -অনীয় যোগের মাধ্যমে যে শব্দগুলো গঠিত হয়, সেগুলো সাধারণত যোগ্য বা কর্তব্যবোধসম্পন্ন বিশেষণ নির্দেশ করে। এই ধরনের শব্দগুলি মূল ক্রিয়া বা ধাতুর সঙ্গে -অনীয় যুক্ত করে তৈরি হয় এবং সাধারণত কিছু করার যোগ্যতা বা প্রয়োজনীয়তা প্রকাশ করে।
-
√কৃ + অনীয় = করণীয়
-
√দৃশ্ + অনীয় = দর্শনীয়
-
√শুচ + অনীয় = শোচনীয়
-
√স্মৃ + অনীয় = স্মরণীয়
-
√পাল্ + অনীয় = পালনীয়
-
√বৃ + অনীয় = বরণীয়
অন্যান্য উদাহরণ: মাননীয়, পূজনীয়, পানীয়, গ্রহণীয়, রমণীয়
0
Updated: 1 month ago