'শৈশব' এর প্রকৃতি- প্রত্যয় কোনটি?
A
শিশু + ইমন
B
শিশু + ষ্ণ্য
C
শিশু + অ
D
শৈব + শব
উত্তরের বিবরণ
- শৈশব' শব্দের প্রকৃতি-প্রত্যয় - 'শিশু+অ'।
শৈশব (বিশেষ্য):
- এটির সঠিক উচ্চারণ হচ্ছে শোই্শব্।
- এর অর্থ হচ্ছে বাল্যাবস্থা, শিশুকাল।
- 'শৈশব' -এর সঠিক প্রকতি ও প্রত্যয় শিশু+অ।
- 'শৈশব' একটি তদ্ধিতান্ত শব্দ।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
'মেছো' শব্দের প্রকৃতি-প্রত্যয় কী?
Created: 3 months ago
A
মাছ + ও
B
মেছ + ও
C
মাছি + উয়া > ও
D
মাছ + উয়া > ও
মাছ + উয়া > ও = মাছুয়া > মেছো।
• তদ্ধিত প্রত্যয়ের নিয়ম:
(উয়া > ও) তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দগুলো হলো:
- গাছ + উয়া = গাছুয়া > গেছো;
- গাঁ + উয়া = গাঁউয়া > গেঁয়ো;
- ঝড় + উয়া = ঝড়ুয়া > ঝড়ো;
- বন + উয়া = বনুয়া > বউন্যা > বুনো;
-  টাক + উয়া = টাকুয়া > টেকো;
- মাছ + উয়া = মাছুয়া > মেছো।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 months ago
‘নয়ন’- শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয়-
Created: 2 months ago
A
নী + অন
B
নে + অন
C
নৌ + অন
D
নয় + ন
'নয়ন' শব্দটির সঠিক প্রত্যয় নির্ণয় - নী + অন। এরুপ - অন প্রত্যয়ে গঠিত শব্দ - গমন (গম + অন), শয়ন (শী + অন), চরণ (চর + অন)।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago
'বর্ধমান' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
Created: 1 month ago
A
√বিধ + মান
B
বুদ্ধি + মান
C
√বৃধ্ + মান
D
বর্ধন + মান
বর্ধমান' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় হলো √ বৃধ + মান
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago