"বাংলার মুখ আমি দেখিয়াছি,
তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।" - কবিতাংশটুকু কে লিখেছেন?
A
সুফিয়া কামাল
B
দ্বিজেন্দ্রলাল রায়
C
জীবনানন্দ দাশ
D
জসীম উদ্দীন
উত্তরের বিবরণ
জীবনানন্দ দাশের ‘রূপসী বাংলা’ ও কবিতা
১. কবিতার উদাহরণ: বাংলার মুখ
বাংলার মুখজীবনানন্দ দাশ“বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপখুঁজিতে যাই না আর : অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছেচেয়ে দেখি ছাতার মতো বড় পাতাটির নিচে বসে আছেভোরের দয়েলপাখি – চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপজাম-বট-কাঁঠালের-হিজলের-অশথের করে আছে চুপ।”
-
কবিতাটিতে বাংলার গ্রামীণ প্রকৃতি, নদীনালা, পশু-পাখি ও উদ্ভিদ চিত্রায়িত হয়েছে।
-
জীবনানন্দ দাশ বাংলার রূপের সৌন্দর্যকে কেন্দ্র করে প্রকৃতি এবং গ্রামীণ জীবন তুলে ধরেছেন।
২. কাব্যগ্রন্থ: রূপসী বাংলা
-
লেখক: জীবনানন্দ দাশ
-
প্রকাশ: ১৯৫৭ সালে
-
রূপ: অধিকাংশ কবিতা সনেট আকারে রচিত
-
বিষয়বস্তু: বাংলার গ্রাম-প্রকৃতি, নদীনালা, পশু-পাখি, উৎসব ও অনুষ্ঠান
-
বিখ্যাত কবিতা:
-
‘আবার আসিব ফিরে’
-
‘বাংলার মুখ’
-
0
Updated: 1 month ago
কোন বাক্যে 'মাথা' শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত?
Created: 5 months ago
A
তিনিই সমাজের মাথা
B
মাথা খাটিয়ে কাজ করবে
C
লজ্জায় আমার মাথা কাটা গেল
D
মাথা নেই তার মাথা ব্যথা
• 'মাথা খাটিয়ে কাজ কর' বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত।
অন্যদিকে,
• 'তিনিই সমাজের মাথা' বাক্যে ‘মাথা’ শব্দটি প্রধান ব্যক্তি অর্থে ব্যবহৃত।
• 'লজ্জায় আমার মাথা কাটা গেল' বাক্যে ‘মাথা’ শব্দটি সম্মান অর্থে ব্যবহৃত।
• 'মাথা নেই তার মাথা ব্যাথা' বাক্যে উভয় ‘মাথা’ই মাথা অর্থে ব্যবহৃত।
উৎস: অভিগম্য অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 5 months ago
'পল্লিজননী' কবিতার রচয়িতা কে?
Created: 5 months ago
A
কাজী নজরুল ইসলাম
B
মাইকেল মধুসূদন দত্ত
C
জসীম উদ্দীন
D
জীবনানন্দ দাশ
'পল্লিজননী' কবিতাটি জসীম উদ্দীন রচিত 'রাখালী' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
-
'রাখালী' ছিল তাঁর প্রথম কাব্যগ্রন্থ।
-
এটি প্রকাশিত হয় ১৯২৭ সালে।
-
এই কাব্যগ্রন্থেই অন্তর্ভুক্ত রয়েছে তাঁর বিখ্যাত 'কবর' কবিতাটি।
জসীম উদ্দীন সম্পর্কে কিছু তথ্য:
-
তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
-
তিনি পল্লিকবি হিসেবে পরিচিত।
-
তাঁর রচিত বিখ্যাত গাথাকাব্য 'নক্সী কাঁথার মাঠ' ১৯২৯ সালে প্রকাশিত হয়।
-
১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
জসীম উদ্দীনের জনপ্রিয় খণ্ডকবিতার সংকলনসমূহ:
-
রাখালী
-
বালুচর
-
রূপবতী
-
ধানখেত
-
মাটির কান্না
-
সুচয়নী
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 5 months ago
”কুহেলি উত্তরীতলে মাঘের সন্ন্যাসী”- পঙ্ক্তিটি কোন কবিতার অন্তর্গত?
Created: 1 month ago
A
উদাত্ত পৃথিবী
B
কেয়ার কাঁটা
C
তাহারেই পড়ে মনে
D
মন ও পৃথিবী
”তাহারেই পড়ে মনে” কবিতা
-
রচয়িতা: বেগম সুফিয়া কামাল
-
কাব্যগ্রন্থ: সাঝোঁর মায়া
-
প্রকাশকাল: ১৯৩৫ সাল
-
ছন্দ: অক্ষরবৃত্ত ছন্দ
-
উল্লেখযোগ্য পঙ্ক্তি: “কুহেলি উত্তরীতলে মাঘের সন্ন্যাসী”
বেগম সুফিয়া কামাল
-
জন্ম: ১৯১১ সালের ২০ জুন, বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে।
-
তিনি ছিলেন স্বশিক্ষিত ও সুশিক্ষিত।
-
পারিবারিক উর্দুভাষার পরিবেশে থেকেও নিজ উদ্যোগে বাংলা শিখেছিলেন।
-
প্রথম গল্প: ‘সৈনিক বধূ’ (১৯২৩ সালে বরিশালের তরুণ পত্রিকায় প্রকাশিত)।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ
-
মায়া কাজল
-
মন ও জীবন
-
উদাত্ত পৃথিবী
-
অভিযাত্রিক
-
(এছাড়া আরও অনেক প্রবন্ধ, কবিতা ও গল্পগ্রন্থ রচনা করেছেন)।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago