A
বিয়োজন বিক্রিয়া
B
দহন বিক্রিয়া
C
পানি যোজন বিক্রিয়া
D
প্রশমন বিক্রিয়া
No subjects available.
উত্তরের বিবরণ
রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ
1️⃣ প্রশমন বিক্রিয়া (Neutralization Reaction)
-
সংজ্ঞা: এসিড এবং ক্ষার দ্রবণ মিশলে রাসায়নিক বিক্রিয়া ঘটে, যার ফলে লবণ ও পানি উৎপন্ন হয়।
-
প্রক্রিয়া:
-
এসিড জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন (H⁺) প্রদান করে।
-
ক্ষার জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন (OH⁻) প্রদান করে।
-
H⁺ এবং OH⁻ যুক্ত হয়ে পানি (H₂O) তৈরি করে।
-
-
উদাহরণ:
2️⃣ পানি যোজন বিক্রিয়া (Hydration Reaction)
-
সংজ্ঞা: আয়নিক যৌগের কেলাস গঠনের সময় এক বা একাধিক পানির অণু সংযুক্ত হওয়া।
-
পানি কেলাস: কেলাসে যুক্ত থাকা পানি।
3️⃣ বিয়োজন বিক্রিয়া (Decomposition Reaction)
-
সংজ্ঞা: সংযোজন বিক্রিয়ার বিপরীত।
-
প্রক্রিয়া: যৌগের অণু ভেঙ্গে এক বা একাধিক মৌল বা যৌগে পরিণত হয়।
-
উদাহরণ:
4️⃣ দহন বিক্রিয়া (Combustion Reaction)
-
সংজ্ঞা: কোনো মৌল বা যৌগকে বায়ুর অক্সিজেনের সঙ্গে জ্বালিয়ে, তা অক্সাইডে রূপান্তরিত করা।
-
উদাহরণ:
উৎস: রসায়ন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 day ago
লাল আলোতে নীল রঙের বস্তু কেমন দেখায়?
Created: 1 month ago
A
বেগুনী
B
সবুজ
C
হলুদ
D
কালো
লাল আলোতে নীল বা হলুদ রঙের জিনিসগুলো কালো দেখায়।
-
কারণ, কোনো বস্তুর রঙ তার নিজের রঙের আলো ছাড়া অন্য রঙের আলো শোষণ করে নেয়।
-
তাই, লাল আলোতে হলুদ রঙের বস্তু লাল আলো শোষণ করে নেয়।
-
এতে করে কোনো আলো প্রতিফলিত হয় না।
-
ফলে, লাল আলোতে হলুদ বস্তু কালো দেখায়।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 month ago
[প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক ছিলো] সবচেয়ে শক্তিশালী সৌরচুল্লি তৈরি করা হয়েছে কোন দেশে?
Created: 1 month ago
A
যুক্তরাষ্ট্র
B
ভারত
C
জাপান
D
নেপাল
ফ্রান্সে বিশ্বের সবচেয়ে বড় এবং শক্তিশালী সৌর রিঅ্যাক্টর, যার নাম ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর (আইটিইআর), তৈরি হচ্ছে।
এই প্রকল্পে ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও ভারতসহ অনেক দেশ অংশ নিচ্ছে।
এর প্রধান উদ্দেশ্য হলো বড় পরিমাণে শক্তি উৎপাদনের জন্য নিউক্লিয়ার ফিউশনের সক্ষমতা পরীক্ষা করা।

0
Updated: 1 month ago
রঙিন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
Created: 1 month ago
A
মৃদু রঞ্জন রশ্মি
B
বিটা রশ্মি
C
গামা রশ্মি
D
কসমিক রশ্মি
রঙিন টেলিভিশন থেকে কিছু ক্ষুদ্র পরিমাণের ক্ষতিকর রঞ্জন রশ্মি নির্গত হয়।
রঙিন অনুষ্ঠান সম্প্রচারের জন্য ব্যবহৃত মৌলিক যন্ত্রপাতিগুলো সাদাকালো অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রেও একই রকমই ব্যবহৃত হয়।
তবে রঙিন চিত্র প্রেরণ ও গ্রহণের জন্য রঙিন টেলিভিশনে অতিরিক্ত কিছু বিশেষ যন্ত্রের প্রয়োজন হয়।
রঙিন টেলিভিশনের ক্যামেরায় লাল, নীল এবং সবুজ—এই তিনটি মূল রঙের জন্য পৃথক পৃথক ইলেকট্রন টিউব থাকে।
গ্রাহকের টেলিভিশন সেটেও এই তিনটি রংয়ের জন্য তিনটি ইলেকট্রন গান ব্যবহার করা হয়।
পর্দাটিও তিন রকমের ফসফর দানার সমন্বয়ে গঠিত।
যখন ইলেকট্রন গান থেকে নির্গত ইলেকট্রন বিম ফসফর দানার ওপর পড়ে, তখন সেই নির্দিষ্ট রঙের ফসফরই আলোকিত হয়।
ফলস্বরূপ, পর্দায় একযোগে লাল, নীল ও সবুজ রঙের বিন্দু তৈরি হয়, এবং এদের মিশ্রণে টেলিভিশনের পর্দায় বিভিন্ন রঙিন ছবি ফুটে ওঠে।
পর্দার ফসফরগুলো ইলেকট্রন আঘাতের ফলে ক্ষুদ্র পরিমাণের মৃদু রঞ্জন রশ্মি উৎপন্ন করে, যা অত্যন্ত নগণ্য হওয়ায় সাধারণত গুরুত্ব দেয়া হয় না।
উৎস: সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 month ago