'সিংহাসন' - কোন সমাস?
A
দ্বন্দ্ব সমাস
B
কর্মধারয় সমাস
C
নিত্য সমাস
D
তৎপুরুষ সমাস
উত্তরের বিবরণ
• মধ্যপদলোপী কর্মধারয় সমাস:
- ব্যাসবাক্যের মাঝের পদ লোপ পেয়ে যে কর্মধারয় সমাস হয় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
যেমন:
- সিংহাসন = সিংহ চিহ্নিত আসন,
- আয়কর = আয়ের উপর কর।
0
Updated: 1 month ago
‘চাঁদের ন্যায় মুখ’ = চাঁদমুখ কোন প্রকার কর্মধারয় সমাস?
Created: 3 weeks ago
A
রূপক
B
উপমিত
C
উপমান
D
মধ্যপদলোপী
চাঁদের ন্যায় মুখ = চাঁদমুখ – উপমান কর্মধারয় সমাস। মুখ চাঁদের ন্যায় = চাঁদমুখ – উপমিত কর্মধারয় সমাস। চাঁদমুখ-এর ব্যাসবাক্য 'চাঁদ রূপ মুখ' করা হলে এটি হবে রূপক কর্মধারয় সমাস।
0
Updated: 3 weeks ago
'গায়ে হলুদ' কোন সমাস?
Created: 3 weeks ago
A
বহুব্রীহি সমাস
B
কর্মধারয় সমাস
C
অলুক তৎপুরুষ সমাস
D
নিত্য সমাস
বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি, ২০১৮ সংস্করণ) বইয়ের ৬৬ ও ৬৮ নম্বর পৃষ্ঠায় “গায়ে-হলুদ” পদটি অলুক বহুব্রীহি এবং মধ্যপদলোপী বহুব্রীহি — উভয় ধরনের সমাস হিসেবে উল্লেখ রয়েছে।
মধ্যপদলোপী বহুব্রীহি সেই সমাস, যার ব্যাখ্যামূলক বাক্যের কোনো অংশ সমস্ত পদে লোপ পায়। অর্থাৎ, বাক্যের একটি অংশ বাদ পড়লেও অর্থ সম্পূর্ণ থাকে। উদাহরণস্বরূপ—
-
বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর = বিড়ালচোখী
-
হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি
এইভাবে “গায়ে হলুদ” এবং “মেনিমুখো” — দুটিকেই মধ্যপদলোপী বহুব্রীহি হিসেবে গণ্য করা হয়।
অন্যদিকে, অলুক বহুব্রীহি হলো সেই বহুব্রীহি সমাস যেখানে পূর্ব বা পরপদের কোনো রূপান্তর ঘটে না। এই ধরনের সমাসে সমস্ত পদটি বিশেষণ হিসেবে কাজ করে। উদাহরণ—
-
মাথায় পাগড়ি যার = মাথায়পাগড়ি
-
গলায় গামছা যার = গলায় গামছা
এভাবেই “গায়ে-হলুদ”, “হাতেখড়ি”, “হাতে-ছড়ি”, “কানে-কলম”, “গায়ে-পড়া”, “হাতে-বেড়ি”, “মাথায়-ছাতা”, “মুখে-ভাত”, “কানে-খাটো” প্রভৃতি উদাহরণ অলুক বহুব্রীহি সমাস হিসেবে বিবেচিত হয়।
0
Updated: 3 weeks ago
কোন শব্দে সমাস-ঘটিত অশুদ্ধি ঘটেছে?
Created: 3 weeks ago
A
কৃপণতা
B
সুবুদ্ধিমান
C
স্বতন্ত্রতা
D
অধৈর্যতা
সমাস-ঘটিত অশুদ্ধি হলো সুবুদ্ধিমান, যার শুদ্ধ রূপ হলো সুবুদ্ধি। এই ক্ষেত্রে ‘মান’ যুক্ত করা অনর্থক ও অপ্রয়োজনীয়।
অন্যদিকে—
-
‘তা’ প্রত্যয় ঘটিত অপপ্রয়োগ হয়েছে অধৈর্যতা শব্দে। এর শুদ্ধ রূপ হলো অধৈর্য বা ধীরতা।
-
স্বতন্ত্রতা এবং কৃপণতা শব্দগুলোর প্রয়োগ শুদ্ধ।
0
Updated: 3 weeks ago