কোনটি শুদ্ধ বানান?
A
ব্যূৎপত্তি
B
ভৌগলিক
C
মূর্ধন্য
D
প্রোজ্বলিত
উত্তরের বিবরণ
• শুদ্ধ বানান - মূর্ধন্য।
অন্যদিকে,
ব্যূৎপত্তি শব্দের শুদ্ধ রূপ - ব্যুৎপত্তি।
ভৌগলিক শব্দের শুদ্ধ বানান - ভৌগোলিক।
প্রোজ্বলিত এর শুদ্ধ বানান - প্রজ্বলিত।
0
Updated: 1 month ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 1 month ago
A
প্রনয়নী
B
প্রণয়নী
C
প্রণয়িনী
D
প্রণয়নি
• শুদ্ধ বানান - প্রণয়িনী।
- এটি প্রণয়ী এর স্ত্রীবাচক শব্দ।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 1 month ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 5 months ago
A
পাষাণ
B
পাষান
C
পাসান
D
পাশান
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে "পাষাণ" শব্দটি একটি বিশুদ্ধ বানানযুক্ত সংস্কৃতজাত বিশেষণ।
• শব্দটির অর্থ— হৃদয়হীন, নির্মম, নিষ্ঠুর ও নির্দয় ব্যক্তি।
• "পাষাণ" এর স্ত্রীলিঙ্গ রূপ হলো "পাষাণী", যা একটি বিশেষ্য পদ। এর অর্থ— হৃদয়হীনা, নিষ্ঠুরা বা দয়ামায়াহীনা নারী।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 5 months ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 2 weeks ago
A
বাল্মিকী
B
বাল্মীকী
C
বাল্মিকি
D
বাল্মীকি
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী ‘বাল্মীকি’ বানানটি শুদ্ধ বলে স্বীকৃত। এটি একটি সংস্কৃত শব্দ, যার গঠনমূলক উৎস ও অর্থ ব্যুৎপত্তিগতভাবে নির্ধারিত হয়েছে।
-
‘বাল্মীকি’ শব্দটি গঠিত হয়েছে বল্মীক + ই যোগে।
-
এটি সংস্কৃত ধাতু থেকে উদ্ভূত একটি শব্দ, যা মূলত ব্যুৎপত্তিগত অর্থে ‘পিঁপড়ার ঢিবি’ বা ‘বল্মীক’ থেকে আগত।
-
পরবর্তীকালে এটি রূপান্তরিত হয়ে ‘বাল্মীকি’ আকারে প্রচলিত হয়।
-
এই নাম দ্বারা মূলত রামায়ণের প্রণেতা কবি বাল্মীকি—যিনি আদিকবি হিসেবে পরিচিত—তাঁকেই বোঝানো হয়।
0
Updated: 2 weeks ago