ব্যাসল্ট ও গ্রানাইট কোন ধরনের শিলা? 

Edit edit

A

স্তরীভূত শিলা

B

পাললিক শিলা

C

আগ্নেয় শিলা

D

রূপান্তরিত শিলা

উত্তরের বিবরণ

img

 শিলা (Rocks)

  • পৃথিবীর ভূত্বক যেসব উপাদান দ্বারা গঠিত, তাদের সাধারণ নাম শিলা

  • ভূতত্ত্ববিদদের মতে, দুই বা ততোধিক খনিজ পদার্থের সংমিশ্রণে শিলার সৃষ্টি হয়।

  • ভূত্বক গঠনকারী সব ধরনের কঠিন ও কোমল পদার্থই শিলা
    যেমন: নুড়ি, কাঁকর, গ্রানাইট, কাদা, বালি প্রভৃতি।

  • গঠনপ্রণালী অনুসারে শিলাকে তিন ভাগে বিভক্ত করা হয়—
    ১) আগ্নেয় শিলা
    ২) পাললিক শিলা
    ৩) রূপান্তরিত শিলা


  আগ্নেয় শিলা (Igneous Rocks)

  • পৃথিবীর জন্মের প্রাথমিক অবস্থায় এটি ছিল উত্তপ্ত গ্যাসপিণ্ড। ক্রমে তাপ বিকিরণ ঘটিয়ে এটি তরল আকার ধারণ করে। পরে আরও তাপ বিকিরণের ফলে এর উপরিভাগ শীতল ও কঠিন হয়ে যায়।

  • এভাবে গলিত অবস্থায় থেকে শীতল হয়ে যে শিলা তৈরি হয় তাকে আগ্নেয় শিলা বলে।

  • আগ্নেয় শিলা পৃথিবীর প্রথম শিলা, তাই একে প্রাথমিক শিলা-ও বলা হয়।

  • এই শিলায় কোনো স্তর নেই, তাই এর অপর নাম অস্তরীভূত শিলা

  • আগ্নেয় শিলায় জীবাশ্ম পাওয়া যায় না।

বৈশিষ্ট্য:
১) স্ফটিকাকার
২) অস্তরীভূত
৩) কঠিন ও কম ভঙ্গুর
৪) জীবাশ্মহীন
৫) অপেক্ষাকৃত ভারী

  • ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় ভূত্বকের দুর্বল অংশে ফাটল তৈরি হলে অভ্যন্তরীণ উত্তপ্ত লাভা বেরিয়ে এসে শীতল হয়ে ব্যাসল্টগ্রানাইট জাতীয় শিলার সৃষ্টি করে।


আগ্নেয় শিলার প্রকারভেদ

(ক) বহিঃজ আগ্নেয় শিলা (Extrusive Igneous Rocks):

  • ভূগর্ভস্থ উত্তপ্ত ম্যাগমা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বা অন্য কোনো কারণে বেরিয়ে এসে শীতল হয়ে জমাট বাঁধলে বহিঃজ আগ্নেয় শিলা তৈরি হয়।

  • এদের দানা সূক্ষ্ম ও রং সাধারণত গাঢ় হয়।

  • উদাহরণ: ব্যাসল্ট, রায়োলাইট, অ্যান্ডিসাইট।

(খ) অন্তঃজ আগ্নেয় শিলা (Intrusive Igneous Rocks):

  • ভূগর্ভস্থ ম্যাগমা ভূপৃষ্ঠের বাইরে না গিয়ে ভূগর্ভেই শীতল হয়ে জমাট বাঁধলে অন্তঃজ আগ্নেয় শিলা তৈরি হয়।

  • এর দানাগুলো স্থূল ও রং অপেক্ষাকৃত হালকা হয়।

  • উদাহরণ: গ্রানাইট, গ্যাব্রো, ডলোরাইট, ল্যাকোলিথ, ব্যাথোলিথ, ডাইক, সিল।


উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি

Unfavorite

0

Updated: 1 day ago

Related MCQ

রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে- 

Created: 1 month ago

A

প্রচুর পরিমাণ অক্সিজেন সরবরাহ করে 

B

অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে 

C

নাইট্রোজেন সরবরাহ করে 

D

হাইড্রোজেন সরবরাহ করে

Unfavorite

0

Updated: 1 month ago

নারভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে? 

Created: 1 month ago

A

নেফ্রোন 

B

নিউরন 

C

থাইমাস 

D

মাস্ট সেল

Unfavorite

0

Updated: 1 month ago

পর্যায় সারণির একই গ্রুপে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার- 

Created: 1 day ago

A

বৃদ্ধি পায়

B

হ্রাস পায় 

C

হঠাৎ কমে যায়

D

অপরিবর্তিত থাকে

Unfavorite

0

Updated: 1 day ago

Links

Home

Exams

Live Exam

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD