সৃষ্টিজগতের সবচেয়ে শক্তিশালী বল কোনটি? 

A

দুর্বল নিউক্লীয় বল

B

মহাকর্ষ বল

C

সবল নিউক্লীয় বল

D

তড়িৎ চৌম্বক বল

উত্তরের বিবরণ

img

বল (Force)

  • সংজ্ঞা: যে বস্তু স্থির অবস্থায় থাকা অন্য কোনো বস্তুকে গতি দিতে চায় বা করতে সক্ষম, অথবা যে বস্তু গতিশীল তার গতিতে পরিবর্তন আনে, তাকে বল বলে।

  • বল সবসময় জোড়ায় জোড়ায় ক্রিয়া করে।

  • প্রকৃতিতে মোট চার ধরনের মৌলিক বল আছে:
    ১) মহাকর্ষ বল
    ২) তড়িৎ-চৌম্বক বা বিদ্যুৎ-চৌম্বকীয় বল
    ৩) দুর্বল নিউক্লীয় বল
    ৪) সবল নিউক্লীয় বল


1️⃣ মহাকর্ষ বল (Gravitational Force)

  • সংজ্ঞা: সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে আকর্ষণ করে, সেটি মহাকর্ষ বল।

  • উদাহরণ:

    • গ্যালাক্সির মধ্যে নক্ষত্র ঘোরে।

    • সূর্যকে ঘিরে পৃথিবী এবং পৃথিবীকে ঘিরে চাঁদ ঘোরে।

  • পৃথিবীর মহাকর্ষ বলকে মধ্যাকর্ষণ বল বলা হয়।

  • এটি মানুষকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানে, যার ফলে আমরা ওজন অনুভব করি।

  • যেকোনো ভরযুক্ত বস্তু অন্য বস্তুকে মহাকর্ষ বল প্রয়োগ করে।


2️⃣ তড়িৎ-চৌম্বক বল (Electromagnetic Force)

  • দুটি আহিত কণা তাদের আধানের কারণে একে অপরকে যে আকর্ষণ বা বিকর্ষণ করে, সেটি তড়িৎ-চৌম্বক বল।


3️⃣ দুর্বল নিউক্লীয় বল (Weak Nuclear Force)

  • এটি তড়িৎ-চৌম্বক বলের তুলনায় প্রায় ট্রিলিয়ন গুণ দুর্বল, কিন্তু মহাকর্ষ বলের তুলনায় দুর্বল নয়।

  • মহাকর্ষ ও তড়িৎ-চৌম্বক বল দূরত্বের বড় পরিসরে কাজ করতে পারে, কিন্তু দুর্বল নিউক্লীয় বল খুবই অল্প দূরত্বে (~10⁻¹⁸ মিটার) কার্যকর।


4️⃣ সবল নিউক্লীয় বল (Strong Nuclear Force)

  • এটি সৃষ্টিজগতের সবচেয়ে শক্তিশালী বল

  • তড়িৎ-চৌম্বক বলের তুলনায় প্রায় ১০০ গুণ বেশি শক্তিশালী, কিন্তু দুর্বল নিউক্লীয় বলের মতো খুব অল্প (~10⁻¹⁵ মিটার) দূরত্বে কাজ করে।

  • সূর্য থেকে প্রাপ্ত আলো ও তাপ এই বলের কারণে উৎপন্ন হয়।


উৎস: বিজ্ঞান, নবম–দশম শ্রেণি

Unfavorite

0

Updated: 1 month ago

Related MCQ

সূর্যে শক্তি উৎপন্ন হয়- 

Created: 3 months ago

A

পরমাণুর ফিশন পদ্ধতিতে 

B

পরমাণুর ফিউশন পদ্ধতিতে

C

 রাসায়নিক বিক্রিয়ার ফলে 

D

তেজস্ক্রিয়তার ফলে

Unfavorite

0

Updated: 3 months ago

কোনো বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? 

Created: 3 months ago

A

খনির ভেতর 

B

পাহাড়ের ওপর 

C

মেরু অঞ্চলে 

D

বিষুব অঞ্চলে

Unfavorite

0

Updated: 3 months ago

আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ- 

Created: 3 months ago

A

গাছপালা পরিবেশের ভারসাম্য নষ্ট করে 

B

গাছপালা O₂ ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীব জগতকে বাঁচায় 

C

দেশের অর্থনৈতিক উন্নয়নে কোনো অবদান নেই 

D

ঝড় ও বন্যার আশঙ্কা বাড়িয়ে দেয়

Unfavorite

0

Updated: 3 months ago

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD