নিচের কোনটি রক্তরসের জৈব পদার্থ?
A
ক্যালসিয়াম
B
লেসিথিন
C
আয়োডিন
D
সোডিয়াম
উত্তরের বিবরণ
রক্তরস বা প্লাজমা
-
রক্তের তরল অংশকে রক্তরস বা প্লাজমা বলে।
-
রক্তরসের প্রায় ৯০% পানি, আর বাকি ১০% জৈব ও অজৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে।
অজৈব পদার্থ
-
বিভিন্ন খনিজ পদার্থের আয়ন যেমন: সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, আয়োডিন।
-
গ্যাসীয় পদার্থ যেমন: O₂, CO₂, N₂।
জৈব পদার্থ
১. খাদ্যসার → গ্লুকোজ, অ্যামিনো এসিড, স্নেহপদার্থ, ভিটামিন।
২. রেচন পদার্থ → ইউরিয়া, ইউরিক এসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন।
৩. প্রোটিন → ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, প্রোথ্রম্বিন।
৪. প্রতিরক্ষামূলক পদার্থ → অ্যান্টিটক্সিন, অ্যাগ্লুটিনিন।
৫. হরমোন → অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত বিভিন্ন হরমোন।
৬. অন্যান্য যৌগ → কোলেস্টেরল, লেসিথিন, বিলিরুবিন ইত্যাদি।
রক্তরসের কাজ
-
খাদ্যসারকে রক্তকোষসহ দেহের বিভিন্ন অংশে পরিবহণ করা।
-
টিস্যু থেকে বর্জ্য পদার্থ সংগ্রহ করে বৃক্কে পৌঁছে দেওয়া।
-
শ্বসনকালে কোষ থেকে উৎপন্ন CO₂ কে বাইকার্বনেট আকারে ফুসফুসে বহন করা।
-
রক্ত জমাট বাঁধার জন্য প্রয়োজনীয় উপাদান পরিবহণ করা।
-
হরমোন, এনজাইম, লিপিড ইত্যাদি দেহের বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়া।
-
রক্তের অম্ল-ক্ষার ভারসাম্য বজায় রাখা।
উৎস: বিজ্ঞান (নবম–দশম শ্রেণি)
0
Updated: 1 month ago
বিষধর সাপে কামড়ালে ক্ষতস্থানে থাকে-
Created: 3 months ago
A
পাশাপাশি দুটো দাঁতের দাগ
B
অনেকগুলো ছোট ছোট দাঁতের দাগ
C
ক্ষতস্থান থেকে প্রচুর রক্ষপাত হতে থাকে
D
ক্ষতস্থানে প্রচুর বিষ লেগে থাকে
বিষধর সাপে কাটা গেলে শরীরে যে লক্ষণগুলো দেখা দিতে পারে তা শনাক্ত করা জরুরি। সাধারণভাবে বিষধর সাপের দুটি বিষ দাঁত থাকে। এই দাঁতের দংশনের ফলে শরীরে বিষক্রিয়া শুরু হয় এবং কিছু নির্দিষ্ট উপসর্গ দেখা দেয়, যেমন:
-
দংশিত স্থানে দুটি সূক্ষ্ম দাঁতের চিহ্ন স্পষ্টভাবে দেখা যায়,
-
ক্ষতস্থান থেকে রক্তপাত হতে থাকে এবং তা অস্বাভাবিকভাবে ফুলে যায় ও তীব্র ব্যথা অনুভূত হয়,
-
কখনো কখনো পুরো শরীরে ফোলা দেখা দিতে পারে,
-
আক্রান্ত ব্যক্তি খাবার বা পানি গিলতে কষ্ট পায়, শ্বাস নিতে সমস্যা হয়, চোখে ঝাপসা দেখে এবং চোখের পাতা ভারী হয়ে আসে বা বন্ধ হয়ে যায়।
উৎস: দৈনিক প্রথম আলো পত্রিকা।
0
Updated: 3 months ago
পাথফাইন্ডার-এর মঙ্গলে অবতরণ সাল-
Created: 1 month ago
A
১৯৯০
B
১৯৯৫
C
১৯৯৭
D
২০০০
মার্স পাথফাইন্ডার ১৯৯৬ সালের ৪ ডিসেম্বর উৎক্ষেপণ করা হয় এবং ১৯৯৭ সালের ৪ জুলাই মঙ্গল গ্রহের এরেস ভ্যালিস-এ অবতরণ করে।
এটি সফলভাবে একটি যন্ত্রযুক্ত ল্যান্ডার এবং সোজার্নার রোভার সরবরাহ করে, যা ছিল মঙ্গল গ্রহে অবতরণ করা এবং পরিচালিত প্রথম রোবোটিক রোভার।
পাথফাইন্ডার তখন পর্যন্ত অভূতপূর্ব পরিমাণ তথ্য পৃথিবীতে প্রেরণ করে এবং তার প্রাথমিক নকশা জীবনের চেয়েও বেশি সময় ধরে সক্রিয় ছিল।
Key facts

উৎস: নাসা।
0
Updated: 1 month ago
রাসায়নিক অগ্নিনির্বাপক কাজ করে অগ্নিতে-
Created: 3 months ago
A
প্রচুর পরিমাণ অক্সিজেন সরবরাহ করে
B
অক্সিজেন সরবরাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে
C
নাইট্রোজেন সরবরাহ করে
D
হাইড্রোজেন সরবরাহ করে
ড্রাই কার্বন-ডাই-অক্সাইড: একটি কার্যকর ও নিরাপদ অগ্নিনির্বাপক উপাদান
অগ্নি নির্বাপণে বহুল ব্যবহৃত একটি নির্ভরযোগ্য উপাদান হলো ড্রাই কার্বন-ডাই-অক্সাইড। যখন এই গ্যাসভর্তি নির্বাপণ যন্ত্রের ভালভ খোলা হয়, তখন তরল অবস্থায় সংরক্ষিত কার্বন-ডাই-অক্সাইড দ্রুত সম্প্রসারিত হয়ে গ্যাসে পরিণত হয়।
এই গ্যাসটি অক্সিজেনের তুলনায় ভারী হওয়ায়, এটি আগুনের আশেপাশে ছড়িয়ে পড়ে এবং জ্বালানির চারপাশ থেকে অক্সিজেন সরিয়ে ফেলে। অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলে আগুন নিভে যায়, কারণ আগুন জ্বলার জন্য অক্সিজেন অপরিহার্য।
রাসায়নিক শ্রেণির এই অগ্নিনির্বাপক উপাদানটি মূলত আগুনের সঙ্গে অক্সিজেনের সংযোগ বিচ্ছিন্ন করে কাজ করে, ফলে দাহ্যতা বন্ধ হয়ে যায়।
উৎস: National Emergency Service
0
Updated: 3 months ago