‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A
মোহাম্মদ আকরম খাঁ
B
তফাজ্জল হোসেন
C
নাসিরুদ্দীন
D
সিকানদার আবু জাফর
উত্তরের বিবরণ
‘সমকাল’ পত্রিকা
১৯৫৭ সালে ঢাকা থেকে সিকান্দার আবু জাফর সম্পাদনায় প্রকাশিত মাসিক সাহিত্য পত্রিকা ‘সমকাল’। এর সহকারী সম্পাদক হিসেবে ছিলেন হাসান হাফিজুর রহমান। পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের আধুনিক সাহিত্যের ভিত্তিপ্রস্তর গঠনে ‘সমকাল’ পত্রিকার ভূমিকা অস্বীকারযোগ্য নয়।
পঞ্চাশ ও ষাটের দশকের বাংলাভাষী বাংলাদেশের প্রভাবশালী লেখকদের মধ্যে এমন কেউ ছিলেন না, যিনি ‘সমকাল’ পত্রিকায় লেখেননি। ‘সমকাল’ ছিল লেখকদের জন্য গর্বের বিষয়। সম্পাদক সিকান্দার আবু জাফর একজন সংগঠক হিসাবে বাংলাভাষী লেখকদের বিকাশে ‘সমকাল’ পত্রিকাকে সামনে নিয়ে গিয়েছিলেন।
এছাড়া তিনি দৈনিক ইত্তেফাক ও দৈনিক মিল্লাত পত্রিকার সহযোগী সম্পাদক হিসেবেও কাজ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 5 months ago
'সবুজপত্র' পত্রিকার সম্পাদক কে?
Created: 2 days ago
A
ঈশ্বর গুপ্ত
B
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
C
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
D
প্রমথ চৌধুরী
‘সবুজপত্র’ পত্রিকা বাংলা সাহিত্যে এক নতুন যুগের সূচনা করেছিল। এই পত্রিকার সম্পাদক ছিলেন প্রমথ চৌধুরী, যিনি বাংলা গদ্যকে আধুনিক ও সহজভাবে প্রকাশের পথ দেখিয়েছিলেন। তাঁর সম্পাদনায় ‘সবুজপত্র’ শুধুমাত্র একটি সাহিত্যপত্রই নয়, বরং একটি নতুন সাহিত্য আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। নিচে এই বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
• প্রমথ চৌধুরীর ভূমিকা: প্রমথ চৌধুরী (১৮৬৮–১৯৪৬) ছিলেন বাংলা সাহিত্যের এক বিশিষ্ট প্রাবন্ধিক, সমালোচক ও ভাষাসংস্কারক। তিনি ‘সবুজপত্র’ পত্রিকার মাধ্যমে ‘কল্লোল যুগ’ ও ‘আধুনিক বাংলা সাহিত্য’-এর পথ প্রস্তুত করেন। তাঁর সম্পাদনায় সাহিত্যচর্চা হয়ে ওঠে মুক্ত, যুক্তিনির্ভর ও মানবিক চিন্তায় সমৃদ্ধ।
• সবুজপত্রের সূচনা: ‘সবুজপত্র’ প্রথম প্রকাশিত হয় ১৯১৪ সালে, কলকাতা থেকে। এটি ছিল এক প্রকার আধুনিক চিন্তার সাহিত্যপত্র, যেখানে নতুন লেখক ও আধুনিক ভাবধারার সাহিত্যকে স্থান দেওয়া হতো।
• উদ্দেশ্য ও বৈশিষ্ট্য: এই পত্রিকার মূল উদ্দেশ্য ছিল বাংলা গদ্য ও সাহিত্যকে প্রচলিত রীতিনীতির বাইরে এনে বাস্তববাদী দৃষ্টিভঙ্গিতে প্রকাশ করা। এতে **“চলিত ভাষা”**র প্রচলন বিশেষভাবে গুরুত্ব পায়। প্রমথ চৌধুরী প্রচলিত সংস্কৃতনির্ভর ভাষার পরিবর্তে সহজ, জীবন্ত, কথ্যভাষাকে সাহিত্যভাষা হিসেবে প্রতিষ্ঠা করেন।
• বিখ্যাত লেখকদের অংশগ্রহণ: ‘সবুজপত্র’-এর সঙ্গে যুক্ত ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সজনীকান্ত দাস, মোহিতলাল মজুমদার, নরেশচন্দ্র সেনগুপ্ত প্রমুখ সাহিত্যিক। এর মাধ্যমে একটি নতুন সাহিত্যগোষ্ঠীর সৃষ্টি হয়, যাদের বলা হয় ‘সবুজপত্র গোষ্ঠী’।
• বাংলা গদ্যে পরিবর্তন: প্রমথ চৌধুরীর সম্পাদনায় ‘সবুজপত্র’ গদ্যরীতিতে এক বিপ্লব ঘটায়। তাঁর লেখা ‘বঙ্গভাষা’, ‘বিলেতফেরত’, ও ‘আত্মপ্রকাশ’ প্রবন্ধে বাংলা গদ্যকে এক নতুন রূপ দেওয়া হয়।
• সাহিত্য আন্দোলনের সূচনা: ‘সবুজপত্র’-এর মাধ্যমে যে সাহিত্য আন্দোলন শুরু হয়, তা পরবর্তীকালে ‘কল্লোল যুগ’-এর প্রেরণা হয়ে দাঁড়ায়। এটি বাংলা সাহিত্যে আধুনিকতা, ব্যক্তিস্বাধীনতা ও নতুন রুচির বীজ বপন করে।
• প্রভাব: এই পত্রিকা বাংলা সাহিত্যে ভাষার সরলীকরণ, বাস্তববোধ এবং স্বাধীন চিন্তার বিকাশে গভীর প্রভাব ফেলেছিল। প্রমথ চৌধুরীর সম্পাদনা সাহিত্যজগতে নতুন দিগন্ত উন্মোচন করে।
সব মিলিয়ে বলা যায়, ‘সবুজপত্র’ পত্রিকার সম্পাদক হিসেবে প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যকে এক নতুন রূপ দিয়েছেন। তাঁর নেতৃত্বে এই পত্রিকা হয়ে উঠেছিল বাংলা আধুনিক গদ্যের জন্মভূমি, যা আজও সাহিত্য ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।
0
Updated: 2 days ago
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন -
Created: 2 months ago
A
মুন্সী মেহেরুল্লাহ
B
সঞ্জয় ভট্টাচার্য
C
কামিনী রায়
D
মোজাম্মেল হক
'পূর্বাশা' পত্রিকা
-
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য।
-
এটি প্রথমে কুমিল্লা থেকে ১৯৩২ সালে প্রকাশিত হয়।
-
সাত বছর চালু থাকার পর বন্ধ হয়ে যায়, পরে ১৯৪৩ সালে আবার কলকাতা থেকে প্রকাশ শুরু হয়।
-
শেষ পর্যন্ত ১৯৭১ সালে এই পত্রিকাটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।
-
এটি একটি মাসিক পত্রিকা ছিল।
-
বাংলা সাহিত্যের অনেক নামী লেখক এই পত্রিকায় লেখালেখি করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা – ড. সৌমিত্র শেখর
0
Updated: 2 months ago
'মোসলেম ভারত' পত্রিকার সম্পাদক কে?
Created: 2 months ago
A
মোহাম্মদ মোজাম্মেল হক
B
নাসির উদ্দীন ইউসুফ
C
মীর মশাররফ হোসেন
D
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
‘মোসলেম ভারত’ পত্রিকা:
-
কবি মোহাম্মদ মোজাম্মেল হক এর সম্পাদনায় কলকাতা থেকে ১৩২৭ বঙ্গাব্দের বৈশাখ (১৯২০) মাসে মাসিক ‘মোসলেম ভারত’ প্রকাশিত হয়।
-
প্রথম বছরে এটি নিয়মিতভাবে প্রকাশিত হলেও পরবর্তী বছর অনিয়মিতভাবে প্রকাশিত হয়। মোট মাত্র ১৭টি সংখ্যা প্রকাশিত হয়েছে।
-
রবীন্দ্রনাথের বাণী প্রতি সংখ্যার সূচনায় প্রকাশিত হতো।
-
‘মোসলেম ভারত’ নজরুলের সাহিত্যিক প্রতিষ্ঠা ও বিকাশে প্রধান সহায়ক হিসেবে কাজ করেছে।
-
প্রতি সংখ্যায় নজরুলের একাধিক রচনা প্রকাশিত হয়।
-
নজরুলের বিভিন্ন লেখা যেমন কামাল পাশা, মোহররম, সাত ইল বিদ্রোহী, বাঁধন-হারা আরব, বিদ্রোহী (উপন্যাস, কিস্তিতে) ইত্যাদি এই পত্রিকার পৃষ্ঠায় ছড়িয়ে আছে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
0
Updated: 2 months ago