‘মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর’- এ পঙক্তিটি কার রচনা?
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
কাজী নজরুল ইসলাম
C
শেখ ফজলুল করিম
D
শামসুর রাহমান
উত্তরের বিবরণ
‘মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেই সুরাসুর’ — এই পঙ্ক্তি ফজলল করিমের রচিত ‘স্বর্গ ও নরক’ কবিতার অন্তর্গত।
-
বাঙালি মুসলমানদের ভাষাগত সঙ্কটের সময়ে ‘বাসনা’ পত্রিকা বাংলা ভাষার পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল।
-
এই পত্রিকার প্রধান লক্ষ্য ছিল হিন্দু-মুসলমান মিলনাকাঙ্ক্ষা প্রচার করা।
-
হিন্দু-মুসলমান দ্বন্দ্বের সময়ে শেখ ফজলল করিম রচনা করেন ‘স্বর্গ ও নরক’ শিরোনামে একটি কবিতা।
কবিতাটির সংক্ষিপ্ত রূপ:
স্বর্গ ও নরক
শেখ ফজলল করিম
কোথায় স্বর্গ, কোথায় নরক, তা কে বহুদূর বলে?
মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেই সুরাসুর!
শত্রু দূর করতে যখন বিবেক জাগে আমাদের,
সেই সময় আত্মগ্লানির আগুনে পুড়ে যায় নরকের শিখা।
যখন প্রেম ও স্নেহের পবিত্র বন্ধনে আমরা মিলিত হই,
তখন আমাদের কুঁড়েঘরে স্বর্গ এসে অবস্থান নেয়।
শেখ ফজলল করিম সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি:
-
তিনি ১৮৮২ সালে রংপুর জেলার কাকিনা গ্রামে জন্মগ্রহণ করেন।
-
কবি, সাহিত্যিক ও সম্পাদক হিসেবে পরিচিত।
-
হজরত মুহাম্মদ (সা.) এর চরিত্র ও ধর্মজীবন অবলম্বনে ‘পরিত্রাণ’ শীর্ষক কাব্য রচনা করেন।
-
সাহিত্য সেবায় নদীয়া সাহিত্য সভা তাকে ১৯১৬ সালে ‘সাহিত্যবিশারদ’ ও ১৯১৭ সালে ‘কাব্যরত্নাকর’ উপাধি প্রদান করে সম্মানিত করে।
তাঁর প্রধান কবিতাসমূহ:
-
ভগ্নবীণা
-
ভক্তি পুষ্পাঞ্জলি
-
গাঁথা
-
প্রেমের স্মৃতি
-
পথ ও পাথেয়
-
উচ্ছ্বাস
প্রধান উপন্যাস:
-
লায়লী মজনু
-
হারুন-অর-রশিদ
উৎস: বাংলাপিডিয়া, ‘স্বর্গ ও নরক’ কবিতা ও শেখ ফজলল করিম।

0
Updated: 3 months ago
“তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা”- পঙক্তিটির লেখক কে?
Created: 1 month ago
A
হুমায়ুন আজাদ
B
আল মাহমুদ
C
শামসুর রাহমান
D
হুমায়ূন আহমেদ
কবিতা: তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা
কবি: শামসুর রহমান
-
যুদ্ধকালীন লেখা, মুক্তিযুদ্ধ শেষে ‘বন্দী শিবির থেকে’ গ্রন্থে প্রকাশিত
-
কবিতার কিছু অংশ:
তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা
আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়?
আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন?
তুমি আসবে বলে, হে স্বাধীনতা
শামসুর রহমান
-
বিশ শতকের দ্বিতীয়ার্ধের বাংলা সাহিত্যের অন্যতম কবি
-
জন্ম ১৯৪৩; প্রথম কবিতা ‘উনিশ শ’উনপঞ্চাশ’ প্রকাশিত
-
সাংবাদিকতা জীবন শুরু ১৯৫৭, ইংরেজি দৈনিক মর্নিং নিউজ-এর সহসম্পাদক হিসেবে
-
জনপ্রিয় কবিতা: ‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’
উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দী শিবির থেকে, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, আমি অনাহারী, প্রতিদিন ঘরহীন ঘরে, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয়

0
Updated: 1 month ago
মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।'-কার উক্তি?
Created: 2 weeks ago
A
মীর মশাররফ হোসেনের
B
ইসমাইল হোসেন সিরাজীর
C
রবীন্দ্রনাথ ঠাকুরের
D
কাজী নজরুল ইসলামের
‘মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে।’— উক্তিটি মীর মশাররফ হোসেনের আমাদের শিক্ষা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে।
মীর মশাররফ হোসেন
মীর মশাররফ হোসেন ছিলেন উনিশ শতকের একজন খ্যাতনামা ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক। তাঁকে বঙ্কিমচন্দ্র যুগের অন্যতম প্রধান গদ্যশিল্পী এবং বাঙালি মুসলমান সাহিত্যিকদের পথিকৃৎ বলা হয়।
-
জন্ম: ১৩ নভেম্বর ১৮৪৭, কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে।
-
পিতা: মীর মোয়াজ্জেম হোসেন (একজন জমিদার)।
-
শিক্ষা: শৈশবে বাড়ির মুনশির কাছে আরবি ও ফারসি শেখার মাধ্যমে শিক্ষাজীবনের সূচনা।
-
সম্পাদনা: আজিজননেহার ও হিতকরী নামে দুটি পত্রিকা সম্পাদনা করেছিলেন।
সাহিত্যকর্ম
নাটক:
-
বসন্তকুমারী
-
জমীদার দর্পণ
-
বেহুলা গীতাভিনয়
-
টালা অভিনয়
উপন্যাস:
-
বিষাদ-সিন্ধু
গ্রন্থ:
-
উদাসীন পথিকের মনের কথা
-
গাজী মিয়াঁর বস্তানী
আত্মজীবনীমূলক রচনা:
-
আমার জীবনী
-
কুলসুম জীবনী
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা — ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 2 weeks ago
“সততা হে নদ তুমি পড় মোর মনে” পঙক্তিটির রচিতা কে?
Created: 1 month ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
মাইকেল মধুসূদন দত্ত
C
কাজী নজরুল ইসলাম
D
অমিয় চক্রবর্তী
কবিতা: কপোতাক্ষ নদ
-
রচয়িতা: মাইকেল মধুসূদন দত্ত
-
অন্তর্গত: চতুর্দশপদী কবিতাবলী
-
ধরণ: সনেট
-
উল্লেখযোগ্য পঙক্তি: "সততা হে নদ তুমি পড় মোর মনে"
মাইকেল মধুসূদন দত্ত
-
মহাকবি, নাট্যকার
-
জন্ম: ১৮২৪ সালের ২৫ জানুয়ারি, সাগরদাঁড়ি, কপোতাক্ষ নদ, যশোর
-
বাংলা ভাষায় সনেটের ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক
রচিত কাব্য:
তিলোত্তমাসম্ভব কাব্য, মেঘনাদবধ কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য, চতুর্দশপদী কবিতাবলী

0
Updated: 1 month ago