A
তোষামোদকারী
B
নির্ভীক
C
সহজলভ্য
D
নির্বোধ লোক
উত্তরের বিবরণ
বাগ্ধারা ও অর্থ
-
উজানের কৈ → সহজলভ্য
-
খয়ের খাঁ → তোষামোদকারী
-
ঢেঁকি অবতার → নিষ্কর্মা ও নির্বোধ লোক
-
ডাকাবুকো → নির্ভীক

0
Updated: 1 day ago
বাগধারা বা বাগবিধি কোনো শব্দ বা শব্দগুচ্ছের–
Created: 1 week ago
A
বিশেষ অর্থ প্রকাশ করে
B
আভিধানিক অর্থ প্রকাশ করে
C
আক্ষরিক অর্থ প্রকাশ করে
D
অতিরিক্ত অর্থ প্রকাশ করে
বাগধারা বা বাগবিধি হলো কোনো ভাষার স্থায়ী রূপে ব্যবহৃত এমন কিছু শব্দ বা শব্দগুচ্ছ, যেগুলোর আক্ষরিক অর্থে বোঝানো যায় না, বরং এগুলো একটি বিশেষ অর্থ প্রকাশ করে।
যেমন:
-
পুকুর চুরি → খুব বেশি লাভ করা (এখানে সত্যি সত্যি পুকুর চুরি বোঝানো হয়নি, বরং বিশেষ অর্থে ব্যবহার হয়েছে)।
-
তিলকে তাল করা → ছোট বিষয়কে বড় করা।
অতএব, বাগধারা বা বাগবিধি মূলত শব্দের আক্ষরিক বা আভিধানিক অর্থ নয়, বরং রূপক বা বিশেষ অর্থ প্রকাশ করে।

0
Updated: 1 week ago
‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কী?
Created: 4 days ago
A
অর্থের কুপ্রভাব
B
অপচয়
C
ক্ষণস্থায়ী বস্তু
D
কৃপণের কড়ি
তামার বিষ - অর্থের কুপ্রভাব। তাসের ঘর - ক্ষণস্থায়ী বস্তু। বালির বাঁধ - অস্থায়ী বস্তু। কুল কাঠের আগুন - তীব্র জ্বালা।

0
Updated: 4 days ago
‘বিষ নেই তার কুলোপনা চক্কর ‘বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
Created: 1 day ago
A
যার কোন প্রকার ক্ষমতা নাই
B
অন্তঃসার শূন্য অবস্থা
C
ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
D
অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
বিষ নেই তার কুলোপনা চক্কর বাগধারাটির অর্থ যার কোন প্রকার ক্ষমতা নেই/ অন্তঃসার শূণ্য অবস্থা/ ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ/অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন।

0
Updated: 1 day ago