A
ক্রেতা
B
বিপদ
C
ক্ষণকাল
D
কাপড় বিশেষ
উত্তরের বিবরণ
শব্দ ও অর্থ (বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে):
-
খদ্দর = কাপড় বিশেষ
-
খতর = বিপদ
-
খদ্দের = ক্রেতা
-
খনেক = ক্ষণকাল

0
Updated: 1 day ago
‘শীকর’ শব্দের অর্থ—
Created: 1 month ago
A
রাজস্ব
B
মেনে নেওয়া
C
জলকণা
D
গাছের মূল
যে পদ সর্বদা অপরিবর্তনীয় থেকে কখনো বাক্যের শোভা বর্ধন করে, কখনো একাধিক পদের, বাক্যাংশের বা বাক্যের সংযোগ বা বিয়োগ ঘটায়, তাকে অব্যয় পদ বলে। সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয় অব্যয় পদ।

0
Updated: 1 month ago
অপলাপ শব্দের অর্থ কি?
Created: 1 month ago
A
অস্বীকার
B
মিথ্যা
C
প্রলাপ
D
অসদালাপ
অপলাপ (বিশেষ্য পদ)
-
এটি সংস্কৃত ভাষা থেকে আগত একটি শব্দ।
অর্থসমূহ:
-
অবজ্ঞা বা অবমাননা।
-
গোপনীয়তা বা রহস্য।
-
মিথ্যা বলা বা সত্যের প্রতি বৈপরীত্য (যেমন: সত্যের অপলাপ)।
-
অস্বীকার বা প্রত্যাখ্যান (উদাহরণ: “তুমি সম্পূর্ণ পরিণয় পর্যন্ত অপলাপ করিতেছ” — ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

0
Updated: 1 month ago
"ডেকে ডেকে হয়রান হচ্ছি।" - এ বাক্যে 'ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে?
Created: 2 weeks ago
A
পৌনঃপুনিকতা
B
কালের বিস্তার
C
বিরক্তি
D
অনুভূতি
দ্বিরুক্তি শব্দের উদাহরণ
-
পৌনঃপুনিকতা বোঝাতে:
-
ডেকে ডেকে হয়রান হয়েছি।
-
-
বিশেষণ রূপে:
-
এ দিকে রোগীর তো যায় যায় অবস্থা।
-
-
স্বল্পকাল স্থায়ী বোঝাতে:
-
দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেলো।
-
-
ক্রিয়া বিশেষণ বোঝাতে:
-
দেখে দেখে যেও।
-
-
অনুভূতি বা ভাব বোঝাতে:
-
ভয়ে গা ছম ছম করছে।
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 2 weeks ago