তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগে কোন দোষে দুষ্ট হয়?
A
গুরুচণ্ডালী দোষে
B
দুর্বোধ্যতা-দোষে
C
বাহুল্য-দোষে
D
উপমার ভুল প্রয়োগ-দোষে
উত্তরের বিবরণ
ভাষাগত দোষ ও উদাহরণ
-
গুরুচণ্ডালী দোষ
-
তৎসম + দেশীয় শব্দের ভুল সংযোগে সৃষ্টি হয়।
-
উদাহরণ:
-
গরুর গাড়ি → গরুর শকট
-
শবদাহ → শবপোড়া
-
মড়াপোড়া → মড়াদাহ
-
-
-
দুর্বোধ্যতা
-
অপ্রচলিত বা অজানা শব্দ ব্যবহারে বাক্যের যোগ্যতা হারায়।
-
উদাহরণ: তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো। (প্রপঞ্চ অপ্রচলিত)
-
-
উপমার ভুল প্রয়োগ
-
উপমা অলংকার ঠিকভাবে ব্যবহার না করলে অর্থহানি ঘটে।
-
উদাহরণ: আমার হৃদয়-মন্দিরে আশার বীজ উপ্ত হলো → সঠিক: আমার হৃদয়-ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো।
-
-
বাহুল্য-দোষ
-
প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে শব্দের যোগ্যতা কমে।
-
উদাহরণ: দেশের সব আলেমগণই এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন → সঠিক: দেশের আলেমগণ এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন।
-
0
Updated: 1 month ago
কোন দুটি তৎসম উপসর্গ?
Created: 1 month ago
A
নির, দুর
B
ইতি, ঊন
C
অজ, অনা
D
ভর, রাম
বাংলা ভাষায় উপসর্গ দুটি প্রধান শ্রেণিতে বিভক্ত, যথা তৎসম (সংস্কৃত) উপসর্গ এবং বাংলা উপসর্গ। প্রতিটি উপসর্গের সংখ্যা ও উদাহরণ নিচে দেওয়া হলো।
-
তৎসম (সংস্কৃত) উপসর্গ: মোট ২০টি।
-
উদাহরণ: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
-
-
বাংলা উপসর্গ: মোট ২১টি।
-
উদাহরণ: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
-
0
Updated: 1 month ago
নিম্নের কোনটি তৎসম শব্দ নয়?
Created: 6 days ago
A
ভবন
B
ধর্ম
C
পাত্র
D
চামার
0
Updated: 6 days ago
গিন্নি কোন শ্রেণির শব্দ?
Created: 6 days ago
A
খাঁটি বাংলা
B
দেশি
C
তৎসম
D
অর্ধ তৎসম
0
Updated: 6 days ago