A
তুরগ
B
ভুজ
C
ভূধর
D
প্রস্তর
উত্তরের বিবরণ
সমার্থক শব্দ:
-
পর্বত = অচল, গিরি, পাহাড়, অদ্রি, ভূধর, শৈল, নগ
-
ঘোড়া = তুরগ
-
হাত = ভুজ
-
পাথর = প্রস্তর, উপল

0
Updated: 1 day ago
কোন শব্দ যুগল সমার্থক নয়?
Created: 1 week ago
A
অটবি, বিটপী
B
হেম, সুবর্ণ
C
তটিনী, ঝরনা
D
ধরা, মেদিনী
প্রতিটি বিকল্প বিশ্লেষণ
-
ক) অটবি, বিটপী → দুটিই বন বা জঙ্গলের প্রতিশব্দ। ✅ সমার্থক
-
খ) হেম, সুবর্ণ → দুটিই সোনা বোঝায়। ✅ সমার্থক
-
গ) তটিনী, ঝরনা →
-
তটিনী মানে নদী।
-
ঝরনা মানে পাহাড়ি ঝর্ণাধারা।
→ দুটো আলাদা জিনিস, তাই সমার্থক নয়। ❌
-
-
ঘ) ধরা, মেদিনী → দুটিই পৃথিবী বোঝায়। ✅ সমার্থক
✅ সঠিক উত্তর: (গ) তটিনী, ঝরনা

0
Updated: 1 week ago
‘সূর্য’- এর প্রতিশব্দ কোনটি?
Created: 3 days ago
A
সুধাংশু
B
শশাঙ্ক
C
বিধু
D
আদিত্য
সূর্য এর প্রতিশব্দ হলো - আদিত্য। শশাঙ্ক, বিধু, সুধাংশু হলো চাঁদ শব্দের প্রতিশব্দ।

0
Updated: 3 days ago
কোনটি 'অগ্নি'-র সমার্থক শব্দ নয়?
Created: 1 month ago
A
পাবক
B
বৈশ্বানর
C
সর্বশুচি
D
প্রজ্বলিত
'অগ্নি'-র সমার্থক শব্দ নয়- প্রজ্বলিত।
'প্রজ্বলিত' শব্দের অর্থ: জ্বলছে এমন, প্রদীপ্ত।
অন্যদিকে,
• ‘অগ্নি’ শব্দের সমার্থক শব্দ:
অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, শিখাবৎ, শিখিন, বায়ুসখা, হুতভুক, বিশ্বপা, সর্বশুচি, হিমারাতি, বায়ুসখা, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 month ago