তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের প্রয়োগে কোন দোষে দুষ্ট হয়?
A
গুরুচণ্ডালী দোষে
B
দুর্বোধ্যতা-দোষে
C
বাহুল্য-দোষে
D
উপমার ভুল প্রয়োগ-দোষে
উত্তরের বিবরণ
ভাষাগত দোষ ও উদাহরণ
-
গুরুচণ্ডালী দোষ
-
তৎসম + দেশীয় শব্দের ভুল সংযোগে সৃষ্টি হয়।
-
উদাহরণ:
-
গরুর গাড়ি → গরুর শকট
-
শবদাহ → শবপোড়া
-
মড়াপোড়া → মড়াদাহ
-
-
-
দুর্বোধ্যতা
-
অপ্রচলিত বা অজানা শব্দ ব্যবহারে বাক্যের যোগ্যতা হারায়।
-
উদাহরণ: তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছো। (প্রপঞ্চ অপ্রচলিত)
-
-
উপমার ভুল প্রয়োগ
-
উপমা অলংকার ঠিকভাবে ব্যবহার না করলে অর্থহানি ঘটে।
-
উদাহরণ: আমার হৃদয়-মন্দিরে আশার বীজ উপ্ত হলো → সঠিক: আমার হৃদয়-ক্ষেত্রে আশার বীজ উপ্ত হলো।
-
-
বাহুল্য-দোষ
-
প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে শব্দের যোগ্যতা কমে।
-
উদাহরণ: দেশের সব আলেমগণই এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন → সঠিক: দেশের আলেমগণ এ ব্যাপারে আমাদের সমর্থন দান করেন।
-
0
Updated: 1 month ago
'মন্ত্রিপরিষদ' - শব্দটি কোন ভাষা হতে আগত?
Created: 1 month ago
A
বাংলা
B
ফারসি
C
সংস্কৃত
D
আরবি
মন্ত্রিপরিষদ শব্দটি সংস্কৃত/তৎসম উৎস থেকে আগত এবং এটি একটি বিশেষ্য পদ।
-
শব্দের অর্থ: মন্ত্রীসভা
-
তৎসম শব্দের ব্যাখ্যা: প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত এবং বাংলা ভাষায় আগত যেসব শব্দের লিখিত রূপ সংস্কৃত শব্দের অনুরূপ, সেগুলোকে তৎসম শব্দ বলা হয়।
-
উদাহরণ: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ
-
0
Updated: 1 month ago
কোন দুটি তৎসম উপসর্গ?
Created: 1 month ago
A
নির, দুর
B
ইতি, ঊন
C
অজ, অনা
D
ভর, রাম
বাংলা ভাষায় উপসর্গ দুটি প্রধান শ্রেণিতে বিভক্ত, যথা তৎসম (সংস্কৃত) উপসর্গ এবং বাংলা উপসর্গ। প্রতিটি উপসর্গের সংখ্যা ও উদাহরণ নিচে দেওয়া হলো।
-
তৎসম (সংস্কৃত) উপসর্গ: মোট ২০টি।
-
উদাহরণ: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।
-
-
বাংলা উপসর্গ: মোট ২১টি।
-
উদাহরণ: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।
-
0
Updated: 1 month ago
নিচের কোনটি তৎসম শব্দ?
Created: 1 month ago
A
চাঁদ
B
ভবন
C
বাল্তি
D
হরতাল
যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ [তৎ (তার) + সম (সমান)] = তার সমান অর্থাৎ সংস্কৃত। তৎসম শব্দ খুব গুরুগম্ভীর হয়ে থাকে।
কেননা সংস্কৃত ভাষাও অত্যন্ত গুরুগম্ভীর। তাই গুরুগম্ভীর বাংলা লিখতে গেলে তৎসম শব্দ ব্যবহার করতে হয়। বাংলা সাধু ভাষার বেশিরভাগ শব্দই তৎসম। তৎসম শব্দের উদাহরণ: চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
0
Updated: 1 month ago