A
হলফনামা
B
প্রহসন
C
পরিপত্র
D
অবচেতন
উত্তরের বিবরণ
বাংলা পারিভাষিক শব্দ:
-
Farce = প্রহসন
-
Affidavit = হলফনামা
-
Circular = পরিপত্র
-
Subconscious = অবচেতন

0
Updated: 1 day ago
Excise duty -র পরিভাষা কোনটি?
Created: 1 month ago
A
অতিরিক্ত কর
B
আবগারি শুল্ক
C
অর্পিত দায়িত্ব
D
অতিরিক্ত কর্তব্য
'Excise duty' এর বাংলা পারিভাষা - আবগারি শুল্ক।
এছাড়া,
• 'Estate duty' এর বাংলা পারিভাষা - সম্পত্তি কর।
• 'Excise' এর বাংলা পারিভাষা - আবগারি।
• 'Excise duty' এর বাংলা পারিভাষা - আবগারি শুল্ক।
• 'Excess benefit' এর বাংলা পারিভাষা - অতিরিক্ত মঞ্জুরি।
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

0
Updated: 1 month ago
'Manifesto' এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 2 weeks ago
A
ঘোষণাপত্র
B
ইশতেহার
C
পাণ্ডুলিপি
D
প্রেরিতক-সূচি
ইংরেজি শব্দ ও বাংলা পরিভাষা
-
Manifesto = ইশতেহার
-
Manuscript = পাণ্ডুলিপি
-
Gazette = ঘোষণাপত্র
-
Invoice = চালান, প্রেরিতক-সূচি

0
Updated: 2 weeks ago
সমাস ভাষাকে -
Created: 3 months ago
A
সংক্ষেপ করে
B
বিস্তৃত করে
C
ভাষারূপ ক্ষুন্ন করে
D
অর্থবোধক করে
♦ সমাস:
- অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দ একসঙ্গে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
- সমাস অর্থ হল সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
- বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি।
- সমাসের কাজ হলো ভাষাকে সংক্ষেপ করা, নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করা, শব্দ গঠন প্রভৃতি।
- সমাস ব্যাকরণের শব্দ বা রূপতত্ত্বে আলেচিত হয়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

0
Updated: 3 months ago