'কৃদন্ত' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
A
কৃ + দন্ত
B
কৃৎ + অন্ত
C
কৃ +অন্ত
D
কৃঃ +অন্ত
উত্তরের বিবরণ
কৃদন্ত সন্ধি
-
কৃদন্ত = কৃত্ + অন্ত
সন্ধির সূত্র
👉 ক, চ, ট, ত্, প্ + স্বরধ্বনি → যথাক্রমে রূপ নেয়: গ্, জ্, ড্ (ড়), দ্, ব্
-
পরবর্তী স্বরধ্বনি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়।
উদাহরণ:
-
দিক্ + অন্ত = দিগন্ত
-
ণিচ্ + অন্ত = ণিজন্ত
-
ষট্ + আনন = ষড়ানন
-
তৎ + অবধি = তদবধি
-
সুপ্ + অন্ত = সুবন্ত
আরও উদাহরণ
-
বাগীশ = বাক্ + ঈশ
-
তদন্ত = তৎ + অন্ত
-
বাগাড়ম্বর = বাক্ + আরম্বর
-
কৃদন্ত = কৃত্ + অন্ত
-
সদানন্দ = সৎ + আনন্দ
-
সদুপায় = সৎ + উপায়
-
সদুপদেশ = সৎ + উপদেশ
-
জগদিন্দ্র = জগত্ + ইন্দ্র
0
Updated: 1 month ago
"পরীক্ষাচ্ছলে" শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
পরিক্ষা + চ্ছলে
B
পরীক্ষা + ছলে
C
পরীক্ষা + চ্ছলে
D
পরিক্ষা + ছলে
• সন্ধির নিয়ম:
- স্বরধ্বনির পরে ছ্ থাকলে ছ্ স্থানে চ্ছ হয়।
যেমন:
- বৃক্ষ + ছায়া = বৃক্ষচ্ছায়া,
- কথা + ছলে = কথাচ্ছলে,
- পরীক্ষা + ছলে = পরীক্ষাচ্ছলে,
- প্রতি + ছবি = প্রতিচ্ছবি।
0
Updated: 1 month ago
'শিরশ্ছেদ' শব্দের সন্ধিবিচ্ছেদ -
Created: 3 months ago
A
শির + ছেদ
B
শিরঃ + ছেদ
C
শিরশ্ + ছেদ
D
শির + উচ্ছেদ
• 'শিরশ্ছেদ' শব্দের সন্ধিবিচ্ছেদ - 'শিরঃ + ছেদ'।
• বিসর্গ সন্ধির নিয়ম:
বিসর্গের পর অঘােষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শিশ ধ্বনি হয়, অঘােষ অল্পপ্রাণ কিংবা অঘােষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়, অঘােষ অল্পপ্রাণ কিংবা অঘােষ মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জনের স্থলে দন্ত্য শিশ ধ্বনি হয়।
যেমন:
• সূত্র: ( ঃ + চ / ছ = শ + চ / ছ),
- নিঃ + চয় = নিশ্চয়।
- শিরঃ + ছেদ = শিরশ্ছেদ।
• সূত্র: (ঃ + ট / ঠ = ষ + ট/ ঠ),
- ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার।
- নিঃ + ঠুর = নিষ্ঠুর।
• সূত্র: (ঃ + ত / থ = স + ত / থ),
- দুঃ +তর = দুস্তর।
- দুঃ +থ = দুস্থ।
0
Updated: 3 months ago
সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে কী বলে?
Created: 4 weeks ago
A
সন্ধি
B
প্রত্যয়
C
বচন
D
সমাস
বাংলা ব্যাকরণে — সন্ধি হলো দুটি সন্নিহিত (পাশাপাশি) ধ্বনির মিলন বা পরিবর্তনের প্রক্রিয়া।
উদাহরণ:
-
দে + আল = দেয়াল
-
মহা + ঋষি = মহর্ষি
এখানে দুটি ধ্বনি (অক্ষর/অক্ষরের উচ্চারণ) মিলে নতুন রূপ ধারণ করেছে।
-
-
প্রত্যয় হলো শব্দের শেষে যোগ হওয়া অংশ। যেমন: বই + য়ালা = বইওয়ালা।
-
বচন হলো একবচন/বহুবচন প্রকাশ। যেমন: ছেলে → ছেলেরা।
-
সমাস হলো দুটি বা ততোধিক শব্দের মিলনে নতুন একটি শব্দ গঠন। যেমন: রাজা + পুরুষ = রাজপুরুষ।
তাই সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলা হয়।
0
Updated: 4 weeks ago