ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কোনটি?
A
একুশে ফেব্রুয়ারি
B
আরেক ফাল্গুন
C
কবর
D
নিষিদ্ধ লোবান
উত্তরের বিবরণ
কবর নাটক (মুনীর চৌধুরী)
-
পটভূমি: ১৯৫২ সালের ভাষা আন্দোলন। (ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক)
-
রচনার সময়: ১৯৫৩ সালে, জেলে বন্দি অবস্থায়।
-
প্রেক্ষাপট: ২১ ফেব্রুয়ারির হত্যাকাণ্ড ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে গ্রেফতার → জেলে বন্দি অবস্থায় রচনা।
-
অনুপ্রেরণা: বামপন্থী লেখক রণেশ দাশগুপ্ত তাঁকে নাটক লিখতে বলেন।
-
প্রথম মঞ্চায়ন: জেলের মধ্যেই, বন্দিদের দ্বারা।
-
অনুসৃত নাটক: মার্কিন নাট্যকার Irwin Shaw-এর Bury The Dead।
সংশ্লিষ্ট তথ্য
-
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সংকলন → একুশে ফেব্রুয়ারি।
-
ভাষা আন্দোলন ও জাতীয়তাবাদভিত্তিক উপন্যাস → জহির রায়হান-এর আরেক ফাল্গুন।
-
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস → সৈয়দ শামসুল হক-এর নিষিদ্ধ লোবান।
0
Updated: 1 month ago
প্রথম বাংলা সার্থক ট্র্যাজেডি নাটক রচনা করেন কে?
Created: 5 months ago
A
মাইকেল মধুসূদন দত্ত
B
দীনবন্ধু মিত্র
C
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
D
দ্বিজেন্দ্রলাল রায়
• বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী।
• কৃষ্ণকুমারী:
- 'কৃষ্ণকুমারী' (১৮৬১) নাটকের কাহিনি উইলিয়াম টডের 'রাজস্থান' নামক গ্রন্থথেকে সংগৃহীত।
- এই নাটকে মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি রচনা করেন। এজন্য নাটকটি বিশেষভাবে উল্লেখযোগ্য।
- এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র হলো: কৃষ্ণকুমারী, মদনিকা, ভীম- সিংহ, জগৎসিংহ, ধনদাস প্রমুখ।
- ১৮৬১ সালে প্রকাশিত হলেও নাটকটি রচিত হয়েছিল ১৮৬০ সালে।
• তাঁর রচিত নাটক:
- শর্মিষ্ঠা,
- পদ্মাবতী,
- কৃষ্ণকুমারী,
- মায়াকানন,
• মাইকেল মধুসূদন দত্ত:
- তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা ভাষায় সনেটের প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- তিনি প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন তাঁর 'পদ্মাবতী' নাটকে। (দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্কে)
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত
• তাঁর রচিত প্রহসন:
- একেই কি বলে সভ্যত
- বুড় সালিকের ঘাড়ে রোঁ
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- তিলোত্তমাসম্ভব কাব্য,
- মেঘনাদবধ কাব্য,
- ব্রজাঙ্গনা কাব্য,
- বীরাঙ্গনা কাব্য,
- চতুর্দশপদী কবিতাবলী।
উৎস: বাংলা ভাষা সাহিত্য ও জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
1
Updated: 5 months ago
কবর নাটকটি সর্বপ্রথম কোথায় অভিনীত হয়?
Created: 1 month ago
A
বাংলা টেলিভিশনে
B
কেন্দ্রীয় শহীদ মিনারে
C
ঢাকা কেন্দ্রীয় কারাগারে
D
রমনা বটমূলে
কবর’ নাটক:
-
পটভূমি: ১৯৫২ সালের ভাষা আন্দোলন
-
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক
-
লেখা: মুনীর চৌধুরী, জেলে বন্দি থাকা অবস্থায় ১৯৫৩ সালে
-
প্রেক্ষাপট: বামপন্থী রণেশ দাশগুপ্ত জেলখানায় ২১ ফেব্রুয়ারি উদযাপনের জন্য মুনীর চৌধুরীকে নাটক রচনার অনুরোধ করেন
-
প্রথম অভিনয়: রাজবন্দীদের দ্বারা জেলখানায়
মুনীর চৌধুরীর মৌলিক নাটকসমূহ:
-
রক্তাক্ত প্রান্তর
-
চিঠি
-
কবর
-
দন্ডকারণ্য
অনুবাদ নাটকসমূহ:
-
কেউ কিছু বলতে পারে না
-
রূপার কৌটা
-
মুখরা রমণী বশীকরণ
0
Updated: 1 month ago
বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে?
Created: 3 months ago
A
মধুসূদন দত্ত
B
দীনবন্ধু মিত্র
C
জ্যোতিন্দ্রনাথ ঠাকুর
D
তারাচরণ শিকদার
বাংলা সাহিত্যে মৌলিক নাটকের সূচনা ঘটে ১৮৫২ খ্রিষ্টাব্দে, যখন তারাচরণ শিকদার রচনা করেন ‘ভদ্রার্জুন’ নামক একটি প্রহসনধর্মী নাটক। এই নাটকের মাধ্যমে বাংলা ভাষায় মৌলিক নাট্যচর্চার পথপ্রদর্শক হিসেবে আবির্ভূত হন তিনি।
একই বছরে, ১৮৫২ সালে, বাংলা সাহিত্যে প্রথম ট্রাজেডি নাটক ‘কীর্তিবিলাস’ প্রকাশিত হয়, যার রচয়িতা ছিলেন যোগেন্দ্রচন্দ্র গুপ্ত। এটি ছিল বাংলা নাটকে শোকাত্মক আবহ সৃষ্টির প্রাথমিক প্রয়াস।
এর প্রায় এক দশক পর, ১৮৬১ সালে, মাইকেল মধুসূদন দত্তের লেখনীতে জন্ম নেয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক ‘কৃষ্ণকুমারী’, যা সাহিত্যিক ও নাট্যপ্রেমী মহলে গভীর প্রভাব ফেলে।
তথ্যসূত্র: বাংলা সাহিত্যের ইতিহাস, ড. মাহবুবুল আলম।
0
Updated: 3 months ago