ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক কোনটি?
A
একুশে ফেব্রুয়ারি
B
আরেক ফাল্গুন
C
কবর
D
নিষিদ্ধ লোবান
উত্তরের বিবরণ
কবর নাটক (মুনীর চৌধুরী)
-
পটভূমি: ১৯৫২ সালের ভাষা আন্দোলন। (ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম নাটক)
-
রচনার সময়: ১৯৫৩ সালে, জেলে বন্দি অবস্থায়।
-
প্রেক্ষাপট: ২১ ফেব্রুয়ারির হত্যাকাণ্ড ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে গ্রেফতার → জেলে বন্দি অবস্থায় রচনা।
-
অনুপ্রেরণা: বামপন্থী লেখক রণেশ দাশগুপ্ত তাঁকে নাটক লিখতে বলেন।
-
প্রথম মঞ্চায়ন: জেলের মধ্যেই, বন্দিদের দ্বারা।
-
অনুসৃত নাটক: মার্কিন নাট্যকার Irwin Shaw-এর Bury The Dead।
সংশ্লিষ্ট তথ্য
-
ভাষা আন্দোলনভিত্তিক প্রথম সংকলন → একুশে ফেব্রুয়ারি।
-
ভাষা আন্দোলন ও জাতীয়তাবাদভিত্তিক উপন্যাস → জহির রায়হান-এর আরেক ফাল্গুন।
-
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস → সৈয়দ শামসুল হক-এর নিষিদ্ধ লোবান।
0
Updated: 1 month ago
প্রথম মৌলিক মধুরান্তিক বাংলা নাটক কোনটি?
Created: 1 month ago
A
কীর্তিবিলাস
B
কুলীনকুলসর্বস্ব
C
ভদ্রার্জুন
D
কৃষ্ণকুমারী
'ভদ্রার্জুন' নাটকটি ১৮৫২ সালে তারাচরণ শিকদার রচিত এবং এটি মৌলিক নাটক হিসেবে প্রকাশিত হয়। নাটকটি ইংরেজি ও সংস্কৃতের যুক্ত আদর্শে রচিত প্রথম মৌলিক মধুরান্তিক বাংলা নাটক। কাহিনিটি অর্জুন কর্তৃক সুভদ্রা হরণকে কেন্দ্র করে, যা মহাভারত থেকে সংগৃহীত হলেও বাঙালি সমাজের বাস্তব পরিবেশ এতে প্রতিফলিত হয়েছে।
-
১৮৫২ সালে প্রকাশিত প্রথম ট্রাজেডি নাটক: 'কীর্তিবিলাস', রচয়িতা যোগেন্দ্রচন্দ্র গুপ্ত
-
'কুলীনকুলসর্বস্ব' নাটকের রচয়িতা: রামনারায়ণ তর্করত্ন
-
১৮৬১ সালে প্রকাশিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক: 'কৃষ্ণকুমারী', রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত
0
Updated: 1 month ago
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 'ভ্রান্তিবিলাস' কোন নাটকের গদ্য অনুবাদ?
Created: 1 week ago
A
মার্চেন্ট অব ভেনিস
B
কমেডি অব এররস
C
অ্যা মিডসামার নাইটস ড্রিম টেমিং অব দ্য শ্রুনাইটস ড্রিম
D
টেমিং অব দ্য শ্রু
ভ্রান্তিবিলাস
- ভ্রান্তিবিলাস রচিত হয় ১৮৬৯ সালে, বিদ্যাসাগরের প্রথম রচনা বেতালপঞ্চবিংশতির বাইশ বছর পরে।
- ভ্রান্তিবিলাস বিশ্বখ্যাত নাট্যকার শেক্সপীয়রের 'কমেডি অব এররস' নাটক অবলম্বনে রচিত।
- বইয়ের 'বিজ্ঞাপন' শিরোনাম অংশে তিনি লিখেছেন:
'কিছু দিন পূর্বে, ইংলন্ডের অদ্বিতীয় কবি শেক্সপীয়রের প্রণীত ভ্রান্তিপ্রহসন পড়িয়া আমার বোধ হইয়াছিল, এতদীয় উপাখ্যানভাগ বাঙ্গালাভাষায় সঙ্কলিত হইলে লোকের চিত্তরঞ্জন হইতে পারে। তদনুসারে ঐ প্রহসনের উপাখ্যানভাগ বাঙ্গালাভাষায় সঙ্কলিত ও ভ্রান্তিবিলাস নামে প্রচারিত হইল।'
- এরপরে তিনি বলেছেন যে এই নাটকের কাব্য-অংশ শেক্সপীয়রের অন্যান্য নাটকের চেয়ে 'নিকৃষ্ট', কিন্তু এর কাহিনী-অংশ কৌতুকপূর্ণ। সেজন্য তিনি এই নাটকটি বাংলাভাষায় রূপান্তরের অনুপ্রেরণা পেয়েছেন।
-------------------------
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'ঈশ্বরচন্দ্র শর্মা' নামেও স্বাক্ষর করতেন।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। তিনি প্রথম গদ্যে যতিচিহ বা বিরামচিহ্নের ব্যবহার শুরু করেন।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)। এই গ্রন্থে তিনি প্রথম যতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন।
- ভ্রান্তিবিলাস বিশ্বখ্যাত নাট্যকার শেক্সপীয়রের 'কমেডি অব এররস' নাটক অবলম্বনে রচিত।
- বইয়ের 'বিজ্ঞাপন' শিরোনাম অংশে তিনি লিখেছেন:
'কিছু দিন পূর্বে, ইংলন্ডের অদ্বিতীয় কবি শেক্সপীয়রের প্রণীত ভ্রান্তিপ্রহসন পড়িয়া আমার বোধ হইয়াছিল, এতদীয় উপাখ্যানভাগ বাঙ্গালাভাষায় সঙ্কলিত হইলে লোকের চিত্তরঞ্জন হইতে পারে। তদনুসারে ঐ প্রহসনের উপাখ্যানভাগ বাঙ্গালাভাষায় সঙ্কলিত ও ভ্রান্তিবিলাস নামে প্রচারিত হইল।'
- এরপরে তিনি বলেছেন যে এই নাটকের কাব্য-অংশ শেক্সপীয়রের অন্যান্য নাটকের চেয়ে 'নিকৃষ্ট', কিন্তু এর কাহিনী-অংশ কৌতুকপূর্ণ। সেজন্য তিনি এই নাটকটি বাংলাভাষায় রূপান্তরের অনুপ্রেরণা পেয়েছেন।
-------------------------
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'ঈশ্বরচন্দ্র শর্মা' নামেও স্বাক্ষর করতেন।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। তিনি প্রথম গদ্যে যতিচিহ বা বিরামচিহ্নের ব্যবহার শুরু করেন।
- তাঁর প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি (১৮৪৭)। এই গ্রন্থে তিনি প্রথম যতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন।
• বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম:
- শকুন্তলা,
- সীতার বনবাসের,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।
• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।
- আখ্যান মঞ্জরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।
0
Updated: 1 week ago
বাংলা নাটকে অ্যাবসার্ড ধারার প্রচলন করেন কে?
Created: 1 month ago
A
সেলিম আল দীন
B
সাঈদ আহমদ
C
মামুনুর রশীদ
D
আবদুল্লাহ আল মামু
বাংলা নাটকে অ্যাবসার্ড ধারার প্রবর্তক হলেন সাঈদ আহমদ, যিনি বাংলা নাট্যচর্চায় নতুন দিশা দেখিয়েছেন। তিনি স্যামুয়েল ব্যাকেটের নাটক দেখে এই ধারার সঙ্গে পরিচিত হন এবং তা বাংলায় প্রবর্তন করেন।
-
সাঈদ আহমদ (১৯৩১-২০১০) ছিলেন নাট্যকার, চিত্রসমালোচক ও শিক্ষাবিদ। তিনি ১ জানুয়ারি ১৯৩১ সালে পুরানো ঢাকার ইসলামপুরে জন্মগ্রহণ করেন।
-
বাংলা সাহিত্যের একজন প্রতিভাবান নাট্যকার হিসেবে তিনি সুপরিচিত।
-
১৯৫৪ সালে লন্ডনে স্যামুয়েল ব্যাকেটের নাটক দেখার পর তিনি অ্যাবসার্ড নাটকের প্রতি আকৃষ্ট হন এবং বাংলায় এই ধারার প্রচলন করেন।
উল্লেখযোগ্য রচিত নাটকসমূহ: কালবেলা, মাইলপোস্ট, তৃষ্ণায়, প্রতিদিন একদিন, শেষ নবাব
বিশেষ তথ্য:
১৯৭৫ সালে তিনি অ্যাবসার্ড ধারার বাইরে এসে দেশের আর্থ-সামাজিক অবস্থা নিয়ে ‘প্রতিদিন একদিন’ নাটকটি রচনা করেন।
0
Updated: 1 month ago