A
অপদার্থ
B
মূর্খ
C
নিরেট বোকা
D
নিষ্ক্রিয় দর্শক
উত্তরের বিবরণ
সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ নিষ্ক্রিয় দর্শক বা যার কোন ভূমিকা নেই।

0
Updated: 1 day ago
‘পুকুর চুরি’ বাগধারাটির অর্থ-
Created: 1 week ago
A
অবাস্তব বস্তু
B
বড়ো ধরনের চুরি
C
পুকুর চুরি করা
D
লোপাট
কাঁঠালের আমসত্ত্ব বাগধারার অর্থ - অবাস্তব বস্তু, পুকুর চুরি বাগধারার অর্থ - বেপরোয়া চুরি বা বড় ধরনের চুরি।

0
Updated: 1 week ago
“ফাঁকা আওয়াজে কাজ আদায়”-এর সমার্থক বাগধারা কোনটি?
Created: 1 day ago
A
কলকাঠি নাড়া
B
কুপোকাৎ
C
কথায় চিড়া ভেজা
D
কালে ভদ্রে
কথায় চিড়া ভিজা - একটি বাগধারা যার মানে ফাঁকা আওয়াজে কাজ আদায় বা ফাঁকা বুলিতে কার্যসাধন।

0
Updated: 1 day ago
'হাত-ভারি' বাগধারার অর্থ-
Created: 1 month ago
A
দাতা
B
কম খরচে
C
দরিদ্র
D
কৃপণ
'হাত-ভারি' বাগ্ধারার অর্থ 'কৃপণ'।
বাক্য গঠন: তাঁর মত হাতভারি লোক আমি কমই দেখেছি।
আরও কিছু বাগ্ধারার এবং এর অর্থ-
- 'হাত ধরা' বাগ্ধারার অর্থ বশীভূত।
- 'হাড় হাভাতে' বাগ্ধারার অর্থ হতভাগ্য,
- 'হাল ছাড়া' বাগ্ধারার অর্থ হতাশ হওয়া।
- 'হাত পাকান' বাগ্ধারার অর্থ দক্ষতা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago