'উপচয়' এর বিপরীত শব্দ কোনটি?
A
অমৃত
B
ভাটি
C
খাতক
D
অপচয়
উত্তরের বিবরণ
গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ
- 
উপচয় ↔ অপচয় 
- 
বিধি ↔ নিষেধ 
- 
সৌম্য ↔ করাল 
- 
ভীরু ↔ নির্ভীক 
- 
মহাজান ↔ খাতক 
- 
ভাটি ↔ উজান 
- 
বিষ ↔ অমৃত 
- 
সিক্ত ↔ শুষ্ক 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
'অনাবিল' শব্দের বিপরীত শব্দ কোনটি?
Created: 1 month ago
A
অননাবিল
B
আবিল
C
আবিলতা
D
অনাগত
অনাবিল স্বচ্ছ, নির্মল, অমল, অকলুষিত। আবিল - কলুষিত, মলিন, পঙ্কিল, ঘোলা। সুতরাং সঠিক উত্তর (খ)।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
‘স্বকীয়’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
Created: 3 weeks ago
A
অপর
B
নিজস্ব
C
স্বকীয়তা
D
পরকীয়
- স্বকীয় শব্দের অর্থ হলো— নিজের বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন, নিজস্ব বা ব্যক্তিগত। যেমন: তার স্বকীয় প্রতিভা আছে। 
- 
বিপরীতার্থক শব্দ হয় যে শব্দের মানে একেবারে বিপরীত। 
- 
পরকীয় মানে হলো অন্যের বা অন্যের সঙ্গে সম্পর্কিত। যেমন: পরকীয় সম্পদ ব্যবহার। 
- 
তাই, ‘স্বকীয়’ (নিজস্ব, নিজের বৈশিষ্ট্যসম্পন্ন) এর বিপরীতার্থক হলো ‘পরকীয়’ (অন্যের)। 
অন্য অপশনগুলো কেন ভুল:
- 
ক) অপর – অর্থ ভিন্ন বা অন্য, কিন্তু স্বকীয়ের সরাসরি বিপরীত নয়। 
- 
খ) নিজস্ব – এটি তো আসলে ‘স্বকীয়’ এর সমার্থক। 
- 
গ) স্বকীয়তা – এটি একটি বিশেষ্য রূপ, বিপরীত শব্দ নয়। 
সুতরাং সঠিক উত্তর ঘ) পরকীয়।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
৩০) 'যোজক' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Created: 2 months ago
A
সমষ্টি
B
স্বাশত
C
প্রণালি
D
মিত্র
বিপরীতার্থক শব্দসমূহ
- 
যোজক → প্রণালি 
- 
ব্যষ্টি → সমষ্টি 
- 
নম্বর → স্বাশত 
- 
শত্রু → মিত্র 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago