A
বাহুল্য দোষ
B
উপমার ভুল প্রয়োগ
C
গুরুচন্ডালী দোস
D
অপ্রচলিত শব্দের ব্যবহার
উত্তরের বিবরণ
বাক্যটি বাহুল্য দোষে দুষ্ট। সঠিক হবে - 'দেশের সকল আলেম এখানে উপস্থিত'।

0
Updated: 1 day ago
'উজবুক' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
Created: 1 month ago
A
ফার্সি
B
তুর্কি
C
পর্তুগিজ
D
আরবি
✅ তুর্কি ভাষা থেকে আসা শব্দ
এই শব্দগুলো তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে:
-
কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক,
-
কোর্মা, তুরুক, বন্দুক, তোশক,
-
বেগম, বাবা, বিবি
✅ আরবি ভাষা থেকে আগত শব্দ
আরবি ভাষা থেকে বাংলায় যেসব শব্দ এসেছে, তার মধ্যে কিছু হলো:
-
কুমকুম, আমানত, আমামা, আমিন,
-
আমির, আমিরাত, আম্বর, আয়াত,
-
আয়েশ, আরশ, আর্জি, আলামত,
-
আলিশান, আলেম, আশেক, আসর
✅ ফারসি ভাষা থেকে আগত শব্দ
নিচের শব্দগুলো ফারসি ভাষা থেকে এসেছে:
-
কুলফি, কুস্তি, কোফতা, গ্রেপ্তারি,
-
গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা,
-
আসমান, কাজি, খোয়াব, চেহারা,
-
কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ
✅ পর্তুগিজ ভাষা থেকে আসা শব্দ
পর্তুগিজ ভাষা থেকে যেসব শব্দ বাংলায় এসেছে:
-
আনারস, কামরা, গির্জা, গুদাম,
-
চাবি, জানালা, তোয়ালে, পাউরুটি,
-
পাদরি, পেয়ারা, বালতি, বোতল, বোতাম

0
Updated: 1 month ago
‘গিন্নি’ কোন শব্দ?
Created: 1 week ago
A
তৎসম
B
অর্ধতৎসম
C
তদ্ভব
D
বিদেশী
বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিৎ পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়। এগুলোকে বলে অর্ধ - তৎসম শব্দ। তৎসম মানে সংস্কৃত । আর অর্ধ - তৎসম মানে আধা সংস্কৃত। উদাহরণ: জ্যোছনা, ছেনাদ্দ, গিন্নী, বোষ্টম, কুচ্ছিত - এ শব্দগুলো যথাক্রমে সংস্কৃত জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, কুৎসিত শব্দ থেকে আগত।

0
Updated: 1 week ago
প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয়?
Created: 1 day ago
A
বাংলা ভাষায়
B
অবস্থানকারী দেশের ভাষায়
C
প্রেরকের নিজের ভাষায়
D
ইংরেজি ভাষায়
প্রবাসী বন্ধুকে চিঠি লেখার সময় কতগুলো নিয়ম অনুসরণ করতে হয়। তার মধ্যে ইংরেজী - ভাষায় ঠিকানা লেখা একটি। ইংরেজি তে ঠিকানা লিখলে এটি প্রবাসী কারো কাছে লেখা এটা বুঝতে সুবিধা হয়।

0
Updated: 1 day ago