'যা দমন করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ কী হবে?
A
অনিবার্য
B
দুর্দমনীয়
C
দুর্নিবার
D
অদম্য
উত্তরের বিবরণ
যা দমন করা কষ্টকর → দুর্দমনীয়
যা দমন করা যায় না → অদম্য
যা নিবারণ করা কষ্টকর → দুর্নিবার
কোন ভাবেই যা নিবারণ করা যায় না → অনিবার্য
0
Updated: 1 month ago
‘উপকারীর অপকার করে যে’- নিচের কোনটি শুদ্ধ?
Created: 1 month ago
A
কৃতজ্ঞ
B
বেঈমান
C
কৃতঘ্ন
D
কৃতগ্ন
উপাকারীর উপকার স্বীকার করে যে - কৃতজ্ঞ। ঈমান নেই যার - বৈঈমান। উপকারীর অপকার করে যে - কৃতঘ্ন।
0
Updated: 1 month ago
'মাথার খুলি' এক কথায় বলে-
Created: 2 months ago
A
করেণু
B
করোটি
C
কর্কট
D
কিরীট
• 'মাথার খুলি' এক কথায় বলে - করোটি।
অন্যদিকে,
• 'করেণু' অর্থ- হস্তী, হাতি, গজ।
• 'কর্কট' অর্থ- দেহে জীব-কোষের নিয়ন্ত্রণহীন বৃদ্ধিজনিত দুরারোগ্য ব্যাধি, ক্যানসার।
• 'কিরীট' অর্থ- মুকুট, শিরোভূষণ।
উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াত মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 2 months ago
'আত্মাকে অধিকার করে' এর এক কথায় প্রকাশ -
Created: 3 weeks ago
A
আচারনিষ্ঠ
B
আত্মভোলা
C
আস্তাবল
D
অধ্যাত্ম
‘আত্মাকে অধিকার করে’ এর এক কথায় প্রকাশ হলো অধ্যাত্ম। এই শব্দ দ্বারা বোঝানো হয় যে ব্যক্তি বা বিষয় নিজের আত্মসংযম বা আত্মজ্ঞান দ্বারা প্রভাবিত বা নিয়ন্ত্রিত।
অন্যদিকে—
-
অশ্ব রাখার স্থান — আস্তাবল
-
আপনাকে ভুলে থাকে যে — আত্মভোলা
-
আচারে নিষ্ঠা আছে যার — আচারনিষ্ঠ
0
Updated: 3 weeks ago