'যা দমন করা কষ্টকর' এর এক কথায় প্রকাশ কী হবে?
A
অনিবার্য
B
দুর্দমনীয়
C
দুর্নিবার
D
অদম্য
উত্তরের বিবরণ
যা দমন করা কষ্টকর → দুর্দমনীয়
যা দমন করা যায় না → অদম্য
যা নিবারণ করা কষ্টকর → দুর্নিবার
কোন ভাবেই যা নিবারণ করা যায় না → অনিবার্য
0
Updated: 1 month ago
'অতি উচ্চ ধ্বনি' এর এক কথায় প্রকাশ কী হবে?
Created: 3 weeks ago
A
অত্যাসন্ন
B
উতরোল
C
মহানাদ
D
অট্টহাস্য
‘অতি উচ্চ ধ্বনি’-এর এক কথায় প্রকাশ হলো মহানাদ। এই শব্দ দ্বারা অত্যন্ত জোরালো বা তীব্র শব্দ বা ধ্বনিকে বোঝানো হয়, যা সাধারণত দূর পর্যন্ত শোনা যায়।
অন্যদিকে—
-
অতি উচ্চ বিকট হাসি — অট্টহাস্য
-
অতি উচ্চ রোল — উতরোল
-
অতি আসন্ন — অত্যাসন্ন
0
Updated: 3 weeks ago
“যিনি ন্যায়শাস্ত্র জানেন” এর এককথায় প্রকাশিত রূপ হলাে-
Created: 1 month ago
A
ন্যায়বাগীশ
B
নৈয়ায়িক
C
ন্যায়পাল
D
ন্যায়ঋদ্ধ
এক কথায় প্রকাশের ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তির বা বৈশিষ্ট্যের নাম/শব্দের অর্থ বোঝানো হয়। গুরুত্বপূর্ণ উদাহরণগুলো হলো:
-
ন্যায় শাস্ত্র জানেন যিনি – নৈয়ায়িক
-
ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি – ঋত্বিক
-
যুদ্ধে স্থির থাকেন যিনি – যুধিষ্ঠির
-
মায়া জানে না যে – অমায়িক
-
বিবাদ করে যে – বিবাদমান
-
বচনে কুশল – বাগ্মী
-
বিদ্যা আছে যার – বিদ্বান
-
বেদ সম্বন্ধীয় – বৈদিক
-
বেশি কথা বলে যে – বাচাল
0
Updated: 1 month ago
বসে আছে যে' এক কথায় বলে-
Created: 2 weeks ago
A
উপবিষ্ট
B
উদ্বায়ী
C
উপবাসক
D
উপ্ত
‘বসে আছে যে’ এক কথায় – আসীন, উপবিষ্ট।
অন্য উদাহরণসমূহ:
-
বাতাসে উবে যায় এমন – উদ্বায়ী
-
না খেয়ে আছে এমন – উপবাসক
-
বপন করা হয়েছে – উপ্ত
0
Updated: 2 weeks ago