A
যার কোন প্রকার ক্ষমতা নাই
B
অন্তঃসার শূন্য অবস্থা
C
ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
D
অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
উত্তরের বিবরণ
বিষ নেই তার কুলোপনা চক্কর বাগধারাটির অর্থ যার কোন প্রকার ক্ষমতা নেই/ অন্তঃসার শূণ্য অবস্থা/ ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ/অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন।

0
Updated: 1 day ago
‘একাদশে বৃহস্পতি’ অর্থ-
Created: 1 week ago
A
সুসময়
B
দুঃসময়
C
অলীক বস্তু
D
শেষ রক্ষা
বাংলা প্রাচীন জ্যোতিষশাস্ত্র মতে, ‘একাদশে বৃহস্পতি’ মানে কারো জন্মছকে (কুন্ডলীতে) বৃহস্পতি যদি একাদশ ঘরে থাকে, তবে তাকে অত্যন্ত সৌভাগ্যবান ধরা হয়। তখন তার জীবনে ধন, মান, যশ, সুস্বাস্থ্য ও সাফল্য আসে।
এই কারণে ‘একাদশে বৃহস্পতি’ বলতে সুসময়, সৌভাগ্য বা কল্যাণকর অবস্থা বোঝানো হয়।
উদাহরণ:
“পরীক্ষার আগেই চাকরির খবর পেলো—এ যেন একাদশে বৃহস্পতি।” অর্থাৎ জীবনে সৌভাগ্যের সময় এসেছে।

0
Updated: 1 week ago
‘কেতা দুরস্ত’ বাগধারার অর্থ কী?
Created: 3 days ago
A
অলস
B
পরিশ্রমী
C
পরিপাটি
D
দীর্ঘজীবী
'কেতা দুরস্ত' - বাগধারার অর্থ 'পরিপাটি। ইতুনিদ কুঁড়ে অর্থ 'অলস' । কলুর বলদ অর্থ নির্বিকারে পরিশ্রম করা ।কাকভুষণ্ডী অর্থ দীর্ঘজীবী।

0
Updated: 3 days ago
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ
Created: 1 month ago
A
সাহায্যকারী
B
তোষামুদে
C
বাদক
D
স্বাস্থ্যহীন লোক
• 'ঢাকের কাঠি' – এই বাগ্ধারাটি সাধারণত চাটুকার বা তোষামুদে ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত হয়।
বাক্য: ঢাকের কাঠির মতো লোকদের কথায় অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো বুদ্ধিমানের কাজ নয়।
• 'ঢাকের বাঁয়া' – এ শব্দবন্ধটি অকেজো বা নিরর্থক কিছু বোঝাতে ব্যবহৃত হয়।
বাক্য: দায়িত্ব ভাগ করে দেওয়া হলেও লাভ কী, মামুন তো ঢাকের বাঁয়া—কোনো কাজে লাগে না।
• 'ঢেঁকির কুমির' – এই বাগ্ধারাটি বোঝায় এমন লোকদের, যারা একেবারেই অযোগ্য বা নিরুদ্যম।
বাক্য: যারা ঢেঁকির কুমির, তারা চেষ্টা না করেই ব্যর্থতায় ডুবে থাকে।
• 'ঢাক পেটানো' – এর মাধ্যমে কোনো কিছুর ব্যাপক প্রচার বা প্রকাশ বোঝানো হয়।
বাক্য: মেয়েটির বয়স সতেরো—তা নিয়ে ঢাক পেটানোর মতো কিছু নেই।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি — ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago