A
তুলা
B
শুকনো
C
পড়িল
D
সহিত
উত্তরের বিবরণ
সাধু - চলিত
তুলা - তুলো
শুকনা - শুকনো
সহিত - সাথে
পড়িল - পড়ল

0
Updated: 1 day ago
সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
অব্যয়
B
সম্বোধন পদ
C
সর্বনাম
D
ক্রিয়া
সাধু ও চলিত রীতিতে অভিন্নরূপে ব্যবহৃত অব্যয়গুলোর মধ্যে প্রধান কিছু নিম্নে উল্লেখ করা হলো: এবং, অথচ, কেন, কিন্তু, তবে, যদিও, যদি, তাই, বরং, অথবা।

0
Updated: 1 month ago
কোনটি চলিত রীতির শব্দ?
Created: 17 hours ago
A
মাথা
B
শুকনা
C
জুতা
D
সহিত
চলিতরীতির শব্দ: মাথা
সাধুরূপ: মস্তক
সাধু ও চলিত ভাষায় বিশেষ্য ও সর্বনাম পদের কিছু রূপ:
সাধু | চলিত |
---|---|
আসিয়া | এসে |
জুতা | জুতো |
তুলা | তুলো |
শুষ্ক / শুকনা | শুকনো |
সহিত | সঙ্গে / সাথে |
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)

0
Updated: 17 hours ago
নিচের কোন বানানটি প্রমিত?
Created: 3 weeks ago
A
কঙ্কন
B
কনকন
C
কঙ্কণ
D
কনকণ
• ণ-ত্ব বিধান:
তৎসম শব্দের বানানে ণ-ত্ব বিধান মেনে চলা আবশ্যক।
উদাহরণ: মাণিক্য, গণ, লবণ, বেণু, কঙ্কণ, কল্যাণ, শোণিত, মণি ইত্যাদি।
• অতৎসম বা বিদেশি শব্দে:
এ ধরনের শব্দে ণ-এর পরিবর্তে ন ব্যবহার করা হয়।
উদাহরণ: অঘ্রান, কান, গুনতি, ঝরনা, ইরান, কুরান ইত্যাদি।
উৎস: প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি অভিধান।

0
Updated: 3 weeks ago