A
বিজ্ঞপ্তি
B
অভিযোগ পত্র
C
চুক্তিপত্র
D
প্রতিবেদন
উত্তরের বিবরণ
প্রতিবেদন - প্রতিবেদন হচ্ছে কোন নির্দিষ্ট বিষয়ের তথ্য ভিত্তিক বর্ণনা। চুক্তিপত্র - অংশিদারী প্রতিষ্ঠানের চুক্তির বিষয়বস্তু যে দলিলে লিপিবদ্ধ থাকে, তাকে চুক্তিপত্র বলে অভিযোগপত্র - অভিযোগ লেখা থাকে যে পত্রে। বিজ্ঞাপন - বিশেষভাবে জানা বা জ্ঞাপন, সংবাদপত্রের শিরোনাম

0
Updated: 1 day ago
কোনটির অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়?
Created: 1 day ago
A
প্রেরকের ঠিকানা
B
প্রাপকের ঠিকানা
C
পত্র গর্ভ
D
স্বাক্ষর ও তারিখ
প্রাপকের ঠিকানার অভাবে চিঠি লেখার উদ্দেশ্য ব্যর্থ হয়। কারণ প্রাপকের ঠিকানার অভাবে চিঠি উপযুক্ত স্থানে পৌঁছাবে না। এইজন্য প্রাপকের ঠিকানার অভাবে চিঠিকে "ডেড লেটার" বলা হয়।

0
Updated: 1 day ago
'কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যাবেলায় দ্বীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো' - বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?
Created: 3 days ago
A
নৌকাডুবি
B
চোখের বালি
C
যোগাযোগ
D
শেষের কবিতা
উক্তি “কিন্তু আরম্ভের পূর্বেও আরম্ভ আছে। সন্ধ্যা বেলায় দ্বীপ জ্বালার আগে সকাল বেলায় সলতে পাকানো” রবীন্দ্রনাথ ঠাকুরের ‘যোগাযোগ’ উপন্যাস থেকে নেওয়া।
‘যোগাযোগ’ উপন্যাস সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য:
-
প্রথমে এটি তিন পুরুষ নামের মাসিক পত্রিকায় প্রকাশিত হয়, পরে উপন্যাসের নাম হয় যোগাযোগ।
-
কাহিনির কেন্দ্রবিন্দু হলো নায়িকা কুমুদিনী ও নায়ক মধুসূদন-এর ব্যক্তিত্বের তীব্র বৈপরীত্য।
-
উপন্যাসের সমাপ্তি কুমুদিনীর স্বামীর প্রতি দ্বিধান্বিত সমর্পণে হলেও, তার মধ্যে বিদ্রোহী নারীর রূপ স্পষ্টভাবে দেখা যায়।
অন্যান্য উল্লেখযোগ্য রবীন্দ্রনাথের উপন্যাস
-
‘নৌকাডুবি’
-
সামাজিক উপন্যাস।
-
প্রকাশ: ১৩১০-১১ বঙ্গাব্দে বঙ্গদর্শন পত্রিকা।
-
কাহিনি ঘিরে আছে জটিল পারিবারিক সম্পর্ক।
-
প্রধান চরিত্র: রমেশ, হেমনলিনী, কমলা, অন্নদাবাবু, নলিনাক্ষ।
-
-
‘চোখের বালি’
-
বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস।
-
প্রকাশ: ১৯০৩।
-
প্রধান চরিত্র: বিনোদিনী, মহেন্দ্র, আশালতা, বিহারী, রাজলক্ষী।
-
বিনোদিনীর আশা, আকাঙ্খা ও দুঃখ কাহিনিকে এগিয়ে নিয়ে যায়।
-
-
‘শেষের কবিতা’
-
প্রকাশ: ১৯২৯ (প্রবাসী পত্রিকায় ১৯২৮ সালে)।
-
ভাষার সৌন্দর্য ও কবিত্বের দীপ্তির জন্য স্বতন্ত্র।
-
প্রধান চরিত্র: অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল।
-
রবীন্দ্রনাথ ঠাকুর সংক্ষিপ্ত পরিচিতি
-
জন্ম: ১৮৬১, কলকাতা, জোড়াসাঁকোর ধনাঢ্য পিরালী ব্রাহ্মণ পরিবার।
-
বাংলা সাহিত্যের ছোট গল্পের জনক।
-
প্রথম লেখা উপন্যাস: করুণা, প্রথম প্রকাশিত উপন্যাস: বৌঠাকুরানীর হাট।
-
বিখ্যাত উপন্যাস: ঘরে-বাইরে, চোখের বালি, শেষের কবিতা, যোগাযোগ, নৌকাডুবি, দুই বোন, মালঞ্চ, গোরা, রাজর্ষি, চার অধ্যায়।
উৎস: যোগাযোগ উপন্যাস, বাংলাপিডিয়া।

0
Updated: 3 days ago
কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?
Created: 1 week ago
A
জবাবদিহি
B
মিথস্ক্রিয়া
C
অধীনস্থ
D
গৌরবিত
প্রত্যয়ের অপপ্রয়োগ-জনিত অশুদ্ধি
প্রত্যয়ের অপপ্রয়োগের ফলে শব্দগঠন বা বাক্যে পদ ব্যবহারের সময় বানানে যে সব ভুল হয় সেরকম কিছু শব্দের তালিকা নিচে দেওয়া হলো:
• অশুদ্ধ শব্দ - শুদ্ধ শব্দ:
- আবশ্যকীয় - আবশ্যক;
- একত্রিত - একত্র;
- অধীনস্থ - অধীন;
- করিতকর্মী - করিতকর্মা;
- গণ্যনীয় - গণনীয়;
- জ্ঞানমান - জ্ঞানবান;
- ঘূর্ণীয়মান - ঘূর্ণায়মান;
- পুজ্য - পূজ্য;
- বাহ্যিক - বাহ্য।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 week ago