‘দেশের সকল আলেমগণই সভায় উপস্থিত ছিলেন।’ বাক্যটি কোন দোষে দুষ্ট?
A
বাহুল্য দোষ
B
উপমার ভুল প্রয়োগ
C
গুরুচন্ডালী দোস
D
অপ্রচলিত শব্দের ব্যবহার
উত্তরের বিবরণ
বাক্যটি বাহুল্য দোষে দুষ্ট। সঠিক হবে - 'দেশের সকল আলেম এখানে উপস্থিত'।
0
Updated: 1 month ago
অনুকার দ্বিত্বের উদাহরণ কোনটি?
Created: 1 month ago
A
চকচক
B
থকথকে
C
লুচিফুচি
D
ভটভট
বাংলা ভাষায় অনুকার দ্বিত্ব হলো এমন শব্দ গঠন যেখানে পরপর দুটি কাছাকাছি চেহারার শব্দ ব্যবহৃত হয়। এতে প্রথম শব্দটি সাধারণত অর্থপূর্ণ হলেও, দ্বিতীয় শব্দটি প্রায়শই অর্থহীন হয়ে থাকে এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়। দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, ব, ম, শ ইত্যাদি ধ্বনি যুক্ত হয়ে শব্দকে খানিকটা অনির্দিষ্ট, সাধারণ বা গুরুত্বহীন করে।
-
উদাহরণ: অঙ্ক-টঙ্ক, অল্পসল্প, কেক-টেক, কচর-মচর, চাকর-বাকর, ছাগল-টাগল, ঝাল-টাল, হেন-তেন, লুচিফুচি, আগড়ম-বাগড়ম, এলোমেলো, ব্যাপার-স্যাপার, বুঝে-সুঝে
অনুকার দ্বিত্বে অনেক সময় স্বরের পরিবর্তনও ঘটে।
-
উদাহরণ: আড়াআড়ি, ঘোরাঘুরি, চুপচাপ, ঠেকাঠেকি, তাড়াতাড়ি, দলাদলি, দামাদামি, পাকাপাকি, বাড়াবাড়ি, মোটামুটি, ধারধোর
ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ:
চকচক, থকথকে, ভটভট
উৎস:
0
Updated: 1 month ago
কোন বাক্যটি গুরচণ্ডালী দোষমুক্ত?
Created: 1 month ago
A
সে এখন স্কুলে যাবে
B
তার বাহিরে যাবার সময় হয়েছে
C
তার বিবাহ হয় নাই
D
তাহারা রওয়ানা হল
সাধু ও চলিত ভাষার সংমিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলে। সাধু ও চলিত ভাষার মিশ্রণের ফলে ভাষা প্রকৃতিগত বৈশিষ্ট্য হারিয়ে কলুষিত হয়ে পড়ে।
0
Updated: 1 month ago
নিচের কোনটি আরবি শব্দ?
Created: 1 month ago
A
বান্দা
B
তসবি
C
রোজা
D
পরহেজগার
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• তসবি আরবি শব্দ।
আরবি শব্দ:
- আল্লাহ, ইসলাম, ইমান, অজুহাত, আদালত, বাকি, ওযু, কোরবানী, কিয়ামত, জান্নাত, জাহান্নাম ,তসবি, হজ, যাকাত, হালাল, হারাম, কানুন, খবর, তারিখ, মৌলবি, উকিল ইত্যাদি।
অন্যদিকে,
- বান্দা, রোজা, পরহেজগার ফারসি শব্দ।
উৎস:
0
Updated: 1 month ago