‘বিষ নেই তার কুলোপনা চক্কর ‘বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
A
যার কোন প্রকার ক্ষমতা নাই
B
অন্তঃসার শূন্য অবস্থা
C
ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ
D
অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন
উত্তরের বিবরণ
বিষ নেই তার কুলোপনা চক্কর বাগধারাটির অর্থ যার কোন প্রকার ক্ষমতা নেই/ অন্তঃসার শূণ্য অবস্থা/ ক্ষমতাশালীর দম্ভ প্রকাশ/অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন।
0
Updated: 1 month ago
‘ছাই চাপা আগুন' কী অর্থ প্রকাশ করে?
Created: 1 month ago
A
গোপন গুণ
B
গোপন দোষ
C
প্রতিশোধের আগুন
D
ক্রোধ দেখানো
বাগধারা এবং অর্থ:
-
ছাই চাপা আগুন → অপ্রকাশিত প্রতিভা, গোপন গুণ
-
বাক্য: মানিক হচ্ছে ছাই চাপা আগুন, তার উন্নতি হবেই।
-
অন্যান্য গুরুত্বপূর্ণ বাগধারা:
-
কালে ভদ্রে → কদাচিৎ
-
ডাকাবুকো → নির্ভীক
-
পায়া ভারি → অহঙ্কার
-
কানকাটা → বেহায়া
-
বকধার্মিক → ভণ্ড
-
ঝিঙেফুল → আয়ু ফুরিয়ে আসা
0
Updated: 1 month ago
'কুলকাঠের আগুন' বাগধারাটির অর্থ কী?
Created: 2 months ago
A
অসম্ভব বস্তু
B
তীব্র জ্বালা
C
অসাবধান
D
সামান্য
• 'কুল কাঠের আগুন' বাগধারাটির সঠিক অর্থ- 'তীব্র জ্বালা'।
বাক্য গঠন: তোমার কথার খোঁচায় আমার সারা দেহে কুল কাঠের আগুন জ্বলছে।
অন্যদিকে,
- 'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য ।
- 'কাছা ঢিলা' বাগধারাটির অর্থ - অসাবধান।
- 'বাঘের দুধ' বাগধারাটির অর্থ - 'অসম্ভব বস্তু'।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
0
Updated: 2 months ago
‘তামার বিষ’ বাগধারাটির অর্থ কোনটি?
Created: 1 month ago
A
অহংকার
B
ক্ষণস্থায়ী
C
অর্থের কুপ্রভাব
D
টনক নড়া
তামার বিষ এটি একটি বাগধারা যার অর্থ হলো অর্থের কুপ্রভাব অপশনে অন্য গুলোর কোনো অর্থ নেই। সুতরাং সঠিক উত্তর - অর্থের কুপ্রভাব।
0
Updated: 1 month ago