A
৯টি
B
১০টি
C
১১টি
D
১২টি
উত্তরের বিবরণ
বাংলা ভাষার যতি বা ছেদ চিহ্ন হলো ১৫ টি নবম দশম শ্রেণির নতুন ব্যাকরণ অনুযায়ী। পুরাতন নবম দশম শ্রেণির ব্যাকরণ অনুযায়ী ১২টি (এটাই গ্রহণযোগ্য)। অন্যান্য ব্যাকরণে দেওয়া ১২টি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থ প্রথম যতিচিহ্নের ব্যবহার দেখান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মতে যতি বা ছেদ চিহ্ন ১৩টি।

0
Updated: 1 day ago
শব্দসংক্ষেপ এবং ক্রমনির্দেশ কাজে ব্যবহৃত হয় কোন চিহ্ন?
Created: 20 hours ago
A
বিন্দু
B
কমা
C
কোলন
D
ত্রিবিন্দু
বিন্দু ( . )
-
শব্দসংক্ষেপ, ক্রমনির্দেশ ইত্যাদি ক্ষেত্রে বিন্দুর ব্যবহার হয়।
উদাহরণ:
→ ড. মুহম্মদ শহীদুল্লাহ্
→ ভাষার প্রধান উপাদান চারটি: ১. ধ্বনি, ২. শব্দ, ৩. বাক্য, ৪. অর্থ
ত্রিবিন্দু ( … )
-
কোনো অংশ বাদ দেওয়া বা অপূর্ণতা বোঝাতে ত্রিবিন্দুর ব্যবহার হয়।
উদাহরণ:
→ তিনি রেগে গিয়ে বললেন, “তার মানে তুমি একটা …।”
→ আমাদের ঐক্য বাইরের। … এ ঐক্য জড় অকর্মক, সজীব সকর্মক নয়।
কোলন ( : )
-
বাক্যের প্রথম অংশের উক্তিকে ব্যাখ্যা করা বা উদাহরণ উপস্থাপন করার জন্য কোলনের ব্যবহার হয়।
কমা ( , )
-
সামান্য বিরতি নির্দেশ করতে কমা ব্যবহৃত হয়।
-
শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে এর ব্যবহার হয়।
উদাহরণ:
→ গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত—বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
→ নিবিড় অধ্যাবসায়, কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকলে সাফল্য আসবে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 20 hours ago
বাক্যে দাঁড়ি (।) থাকলে কতক্ষণ থাকতে হয়?
Created: 1 week ago
A
এক সেকেন্ড বিপরীত প্রয়োজন
B
এক যে সময় লাগে
C
এক বলার দ্বিগুণ সময়
D
দুই সেকেন্ড
বাক্যের পরিসমাপ্তি বোঝাতে দাঁড়ি বা পূর্ণচ্ছেদ ব্যবহার করতে হয়। যথা - চুয়াডাঙ্গায় বাংলাদেশের প্রথম ডাকঘর স্থাপতি হয়। দাঁড়ি বা পূর্ণচ্ছেদের বিরতিকাল এক সেকেন্ড। জিজ্ঞাসা চিহ্ন (?), বিস্ময় চিহ্ন (!) কোলন (:) কোলন ড্যাস (: -) ও ড্যাস (-) থাকলে এক সেকেন্ড থামতে হয়।

0
Updated: 1 week ago
সম্বোধন পদে কোন যতি চিহ্ন বসে?
Created: 1 month ago
A
কমা
B
ড্যাস
C
সেমিকোলন
D
হাইফেন
সম্বোধন পদে সাধারণত কমা (,) যতি চিহ্ন বসে। সম্বোধনের পরে কমা ব্যবহার করে বাক্যের মূল বক্তব্য থেকে সম্বোধনটিকে পৃথক করা হয়। উদাহরণস্বরূপ:
হে বন্ধু, তোমাকে দেখার অপেক্ষায় আছি।
প্রিয় শিক্ষার্থীরা, মনোযোগ সহকারে পড়বে।

0
Updated: 1 month ago