নিচের কোনটি চলিত রীতির শব্দ?
A
তুলা
B
শুকনো
C
পড়িল
D
সহিত
উত্তরের বিবরণ
সাধু - চলিত
তুলা - তুলো
শুকনা - শুকনো
সহিত - সাথে
পড়িল - পড়ল
0
Updated: 1 month ago
নিচের কোনটি প্রমিত বানান?
Created: 1 month ago
A
কর্ণেল
B
স্বয়ম্বর
C
একান্নবর্তী
D
সুচিষ্মিতা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী কিছু শুদ্ধ ও অশুদ্ধ বানানের ব্যবহার নির্দিষ্ট করা হয়েছে। সঠিক বানান জানা আমাদের সঠিকভাবে লেখালেখি ও উচ্চারণে সহায়তা করে। নিচে উদাহরণ দেওয়া হলো–
-
সঠিক বানান: একান্নবর্তী
-
পদ: বিশেষ্য পদ
-
অর্থ: একসঙ্গে আহার ও বসবাস করে এমন পরিবার, যৌথ পরিবার (joint family)
অশুদ্ধ ও শুদ্ধ বানানের কিছু উদাহরণ:
-
অশুদ্ধ: কর্ণেল → শুদ্ধ: কর্নেল
-
অশুদ্ধ: স্বয়ম্বর → শুদ্ধ: স্বয়ংবর
-
অশুদ্ধ: সুচিষ্মিতা → শুদ্ধ: শুচিস্মিতা
0
Updated: 1 month ago
বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
Created: 1 month ago
A
প্রমথ চৌধুরী
B
রবীন্দ্রনাথ ঠাকুর
C
মোতাহার হোসেন চৌধুরী
D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। ‘বীরবলের হালখাতা’ তাঁর প্রথম চলিত রীতিতে লিখিত গ্রন্থ। এটি ১৯০২ সালে প্রথম ‘ভারতী’ পত্রিকায় প্রকাশিত হয়। প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকা (১৯১৪) চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে।
0
Updated: 1 month ago
বাংলা একাডেমির 'প্রমিত বাংলা বানানের নিয়ম' কত সালে প্রণীত হয়?
Created: 5 days ago
A
১৯৯০
B
১৯৯২
C
১৯৯৪
D
১৯৯৬
বাংলা একাডেমি ১৯৯২ সালে প্রমিত বানানের নিয়ম প্রণয়ন করে।
-
বাংলা একাডেমি ড. আনিসুজ্জামানকে সভাপতি করে একটি কমিটি গঠন করে, যা বানানের নিয়মগুলি সূত্রবদ্ধ করে।
-
এই কমিটি বিশ্বভারতী, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রবর্তিত বানানরীতির সমন্বয় করে।
-
এর মাধ্যমে একটি অভিন্ন বানান নিয়ম তৈরি করা হয়, যা 'বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম' নামে পরিচিত।
-
প্রথম প্রকাশ ১৯৯২ সালের ডিসেম্বর এবং পরিমার্জিত সংস্করণ ১৯৯৪ সালের জানুয়ারিতে প্রকাশিত হয়।
-
একই কমিটির সদস্য জামিল চৌধুরী পরবর্তী সময়ে ‘বাংলা বানান-অভিধান’ প্রণয়ন করেন।
-
১৯৯৪ সালের জুনে বাংলা একাডেমি এই অভিধানটি প্রকাশ করে।
-
এই বানান রীতিকে বাংলাদেশের সমসাময়িক সাহিত্য এবং পত্র-পত্রিকায় 'প্রমিত' হিসেবে গণ্য করা হয়, যাতে বিভ্রান্তি এড়ানো যায়।
এছাড়াও, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ১৯৮৮ সালে বাংলা বানানের নিয়ম প্রণয়ন করে।
বাংলা একাডেমি অভিধান রচনায় ১৯৫৫ সাল থেকে মনোনিবেশ করে।
-
প্রথমে ড. মুহম্মদ শহীদুল্লাহর নেতৃত্বে ১৯৬৫ সালে 'পূর্ব পাকিস্তানি আঞ্চলিক ভাষার অভিধান' (পরে 'বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান') প্রকাশিত হয়।
-
এরপর, ১৯৭৪ সালে ড. মুহম্মদ এনামুল হকের উদ্যোগে 'ব্যবহারিক বাংলা অভিধান' প্রণয়নের কাজ শুরু হয়, যা ১৯৮৪ সালে অধ্যাপক শিবপ্রসন্ন লাহিড়ীর সম্পাদনায় প্রকাশিত হয়।
বাংলা একাডেমি বিভিন্ন অভিধানও প্রকাশ করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য:
-
Bangla Academy English-Bangla Dictionary (১৯৯৩)
-
Bangla Academy Bengali-English Dictionary (১৯৯৪)
-
বাংলা একাডেমি বাংলা বানান অভিধান (১৯৯৪)
-
বাংলা একাডেমী বাংলা উচ্চারণ অভিধান (১৯৯০)
-
যথাশব্দ (১৯৭৪)
-
বাংলা একাডেমী ছোটদের অভিধান (১৯৮৩)
এসব অভিধান বাংলা ভাষার প্রচলন ও ব্যুৎপত্তি সম্বন্ধে আরও ভালো ধারণা প্রদান করে।
0
Updated: 5 days ago