সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র?
A
বিজ্ঞপ্তি
B
অভিযোগ পত্র
C
চুক্তিপত্র
D
প্রতিবেদন
উত্তরের বিবরণ
প্রতিবেদন - প্রতিবেদন হচ্ছে কোন নির্দিষ্ট বিষয়ের তথ্য ভিত্তিক বর্ণনা। চুক্তিপত্র - অংশিদারী প্রতিষ্ঠানের চুক্তির বিষয়বস্তু যে দলিলে লিপিবদ্ধ থাকে, তাকে চুক্তিপত্র বলে অভিযোগপত্র - অভিযোগ লেখা থাকে যে পত্রে। বিজ্ঞাপন - বিশেষভাবে জানা বা জ্ঞাপন, সংবাদপত্রের শিরোনাম
0
Updated: 1 month ago
‘অনুকম্পা’ শব্দের ইংরেজি কোনটি?
Created: 1 month ago
A
Clemency
B
Enthrall
C
Erudition
D
Fathom
‘অনুকম্পা’ শব্দের ইংরেজি হল Clemency, যার অর্থ সমবেদনা, সহানুভূতি, অনুগ্রহ। অন্যদিকে, Clemency শব্দের ইংরেজি অর্থ হলো ক্ষমাশীলতা, নম্রতা, কোমলতা, মৃদুতা।
অন্যান্য প্রাসঙ্গিক শব্দের অর্থ হলো:
-
Enthral – বিমুগ্ধ করা।
-
Eruditio – বিদ্যা।
-
Fathom – পানির গভীরতার পরিমাপক।
0
Updated: 1 month ago
'সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।'- বাক্যটিতে কয়টি ভুল আছে?
Created: 4 weeks ago
A
একটি
B
দুটি
C
তিনটি
D
ভুল নেই
প্রদত্ত বাক্যে তিনটি শব্দের বানান ভুল ছিল। সুনামী, তান্ডব, সর্বশান্ত এর সঠিক রূপ হলো সুনামি, তাণ্ডব, সর্বস্বান্ত। সঠিক বাক্যটি হবে: সুনামির তাণ্ডবে অনেকেই সর্বস্বান্ত হয়েছে।
-
সুনামি (বিশেষ্য): শব্দের উৎস জাপানি ভাষা। অর্থ:
-
সমুদ্রগর্ভে তীব্র ভূকম্পন বা অগ্ন্যুৎপাতের ফলে সমুদ্র উপকূলকে প্লাবিত করে এমন প্রবল জলোচ্ছ্বাস।
-
ইংরেজিতে বলা যায় a powerful sea wave caused by undersea earthquake or volcanic eruption।
-
বেলোর্মি।
-
-
তাণ্ডব (বিশেষ্য): শব্দের উৎস সংস্কৃত ভাষা। অর্থ:
-
তণ্ডুমুনি-উদ্ভাবিত নৃত্য, উদ্যম নৃত্য, বিশেষত শিবের নৃত্য।
-
আলংকারিক অর্থ: প্রলয়ংকর বা ধ্বংসাত্মক ব্যাপার।
-
ইংরেজিতে বলা যায় frenzied dance, especially of Lord Shiva; metaphorically a destructive force।
-
-
সর্বস্বান্ত (বিশেষণ): শব্দের উৎস সংস্কৃত ভাষা। অর্থ:
-
সব সম্পদ হারিয়ে নিঃস্ব হয়েছে এমন।
-
ইংরেজিতে বলা যায় utterly ruined or destitute, having lost everything।
-
0
Updated: 4 weeks ago
একাদশে বৃহস্পতি কী?
Created: 2 months ago
A
প্রবাদ
B
বাগধারা
C
সমস্তপদ
D
ব্যাসবাক্য
একাদশে বৃহস্পতি একটি বাগধারা। প্রদত্ত বাগধারাটির অর্থ - সৌভাগ্যের বিষয়।
0
Updated: 2 months ago