সংবাদপত্রে প্রকাশের জন্য নিখোঁজ সংবাদ কোন ধরনের পত্র?
A
বিজ্ঞপ্তি
B
অভিযোগ পত্র
C
চুক্তিপত্র
D
প্রতিবেদন
উত্তরের বিবরণ
প্রতিবেদন - প্রতিবেদন হচ্ছে কোন নির্দিষ্ট বিষয়ের তথ্য ভিত্তিক বর্ণনা। চুক্তিপত্র - অংশিদারী প্রতিষ্ঠানের চুক্তির বিষয়বস্তু যে দলিলে লিপিবদ্ধ থাকে, তাকে চুক্তিপত্র বলে অভিযোগপত্র - অভিযোগ লেখা থাকে যে পত্রে। বিজ্ঞাপন - বিশেষভাবে জানা বা জ্ঞাপন, সংবাদপত্রের শিরোনাম
0
Updated: 1 month ago
নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?
Created: 1 month ago
A
করছিলাম
B
করেছি
C
করছি
D
করব
যৌগিক কালের উদাহরণ নয়: করব
যৌগিক কাল হল সেই ধরণের ক্রিয়ার কাল, যা একাধিক ধাতুর সমন্বয়ে গঠিত।
-
যৌগিক কালের ক্রিয়া গঠনের জন্য মূল ধাতুর সাথে ‘ইয়া’ বা ‘ইতে’ প্রত্যয় যোগ করা হয় এবং সহায়ক ধাতু যেমন ‘√আছ্’, ‘√থাক্’ প্রয়োগ করা হয়।
-
বাংলায় ঘটমান এবং পুরাঘটিত কালগুলো যৌগিক কালের উদাহরণ। অর্থাৎ,
-
পুরাঘটিত বর্তমান
-
ঘটমান বর্তমান
-
পুরাঘটিত অতীত
-
ঘটমান অতীত
-
পুরাঘটিত ভবিষ্যৎ
-
ঘটমান ভবিষ্যৎ
-
উদাহরণ
-
করছিলাম → ঘটমান অতীত (যৌগিক)
-
করছি → ঘটমান বর্তমান (যৌগিক)
-
করেছি → পুরাঘটিত অতীত (যৌগিক)
-
করব → সাধারণ ভবিষ্যৎ (সরল কাল, যৌগিক নয়)
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
0
Updated: 1 month ago
১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰমৃত্যুর প্রতিবাদে কোন উপাচার্য পদত্যাগ করেছিলেন?
Created: 1 month ago
A
স্যার এ. এফ. রহমান
B
রমেশচন্দ্র মজুমদার
C
সৈয়দ সাজ্জাদ হােসায়েন
D
বিচারপতি আবু সাঈদ চৌধুরী
বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭১ সালে তিনি জেনেভায় অবস্থানকালে পাকিস্তানি সেনাদের গণহত্যার তীব্র প্রতিবাদ জানিয়ে উপাচার্যের পদ থেকে পদত্যাগ করেন।
পরে মুজিবনগর সরকারের বিশেষ দূত হিসেবে তিনি লন্ডনে গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক মহলে সমর্থন জোগাড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। স্বাধীনতা অর্জনের পর তিনি দেশে ফিরে আসেন এবং ১৯৭২ সালের ১২ জানুয়ারি বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।
উৎস: বাংলাপিডিয়া
0
Updated: 1 month ago
দ্রৌপদী কে?
Created: 2 months ago
A
রামায়ণে সীতার সহচরী
B
মহাভারতে দুর্যোধনের স্ত্রী
C
রামায়ণে লক্ষ্মণের প্রণয়প্রার্থী নারী
D
মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী
মহাভারত ও বাংলা মহাভারত
-
দ্রৌপদী মহাভারতের অন্যতম প্রধান নারী চরিত্র। তিনি পাণ্ডুর পাঁচ পুত্র – যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব – অর্থাৎ পঞ্চপাণ্ডবের সম্মিলিত স্ত্রী ছিলেন।
-
মহাভারত মূলত ঋষি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস রচিত একটি সংস্কৃত মহাকাব্য। এর প্রধান উপজীব্য হলো কুরু-বংশের দুই শাখা – ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধনসহ শতকৌরব ও পান্ডুপুত্র পাণ্ডবদের মধ্যে বিরোধ, যা শেষ পর্যন্ত কুরুক্ষেত্রের মহাযুদ্ধে রূপ নেয়।
-
কৌরবদের নাম এসেছে তাঁদের প্রপিতামহ কুরু-এর নাম থেকে, আর পান্ডবদের নাম এসেছে তাঁদের পিতা পাণ্ডু-এর নাম থেকে। এদের মধ্যে সংঘটিত যুদ্ধই ইতিহাসে কুরুক্ষেত্রের যুদ্ধ নামে পরিচিত।
-
ভারতের প্রায় সব আঞ্চলিক ভাষায় মহাভারতের অনুবাদ হয়েছে। বাংলা ভাষায়ও এর অনুবাদ ও পুনর্লিখন দেখা যায়। তবে বাংলা মহাভারত কেবল অনুবাদ নয়; বরং রচয়িতাদের নিজস্ব জীবনবোধ, সমাজচেতনা ও কাব্যশৈলীর কারণে এটি মৌলিক রূপ লাভ করেছে।
-
বাংলা মহাভারতের রচয়িতা একাধিক। প্রথম বাংলা মহাভারত রচনা করেন কবীন্দ্র পরমেশ্বর, যা পরিচিত কবীন্দ্র মহাভারত নামে।
-
পরে সপ্তদশ শতকে কাশীরাম দাস পদ্যে মহাভারত রচনা করেন। তাঁর রচিত কাশীদাসী মহাভারত আঠারোটি পর্ব ও একশত পর্বাধ্যায়ে বিভক্ত, যা বাঙালি পাঠকের কাছে সবচেয়ে জনপ্রিয় সংস্করণ।
-
এই গ্রন্থের বিভিন্ন পর্বে নানা কাহিনি বর্ণিত হয়েছে, যেমন—
-
আদিপর্ব → কুরু-পাণ্ডব বংশবিবরণ, জতুগৃহদাহ ও দ্রৌপদীর সঙ্গে পাণ্ডবদের বিবাহ।
-
সভাপর্ব → যুধিষ্ঠিরের পাশা খেলা (দ্যূতক্রীড়া) ও পরাজয়।
-
বনপর্ব → পাণ্ডবদের বনবাস।
-
বিরাটপর্ব → বিরাট নগরে অজ্ঞাতবাস।
-
উদ্যোগপর্ব → যুদ্ধের প্রস্তুতি প্রভৃতি।
-
উৎস: বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago