নিচের কোনটি পারিভাষিক শব্দ?
A
ডাব
B
সচিব
C
কুচ্ছিত
D
বালতি
উত্তরের বিবরণ
উপরোক্ত চারটি অপশনের মধ্যে "সচিব" পারিভাষিক শব্দ। secretary - সচিব
0
Updated: 1 month ago
'হলাহল' এর বিপরীতার্থক শব্দ-
Created: 1 month ago
A
হরণ
B
হরিষ
C
বিষাদ
D
সুধা
'হলাহল' এর বিপরীতার্থক শব্দ হলো সুধা / অমৃত। এখানে শব্দদ্বয়ের অর্থ ভিন্ন হলেও তারা পরস্পরের বিপরীতার্থক রূপে ব্যবহৃত হয়।
-
হলাহল: কাল-কূট; দেবাসুর কর্তৃক সমুদ্রমন্থনে উত্থিত তীব্র বিষ
-
সুধা: অমৃত, জ্যোৎস্না, গঙ্গা, জল
অন্যদিকে আরও কিছু বিপরীতার্থক শব্দ হলো—
-
হর্ষ/হরিষ: বিষাদ
-
হরণ: পূরণ
উৎস:
0
Updated: 1 month ago
প্রবাসী বন্ধুকে লেখা পত্রের ঠিকানা কোন ভাষায় লিখতে হয়?
Created: 1 month ago
A
বাংলা ভাষায়
B
অবস্থানকারী দেশের ভাষায়
C
প্রেরকের নিজের ভাষায়
D
ইংরেজি ভাষায়
প্রবাসী বন্ধুকে চিঠি লেখার সময় কতগুলো নিয়ম অনুসরণ করতে হয়। তার মধ্যে ইংরেজী - ভাষায় ঠিকানা লেখা একটি। ইংরেজি তে ঠিকানা লিখলে এটি প্রবাসী কারো কাছে লেখা এটা বুঝতে সুবিধা হয়।
0
Updated: 1 month ago
'হাতি' শব্দের সমার্থক শব্দ নয় -
Created: 1 month ago
A
বারণ
B
মাতঙ্গ
C
কুঞ্জর
D
ভুজগ
বাংলা ভাষায় সমার্থক শব্দ ব্যবহারের মাধ্যমে ভাষার প্রকাশভঙ্গি আরও সমৃদ্ধ হয়। একটি শব্দের সমার্থক রূপগুলো প্রায়ই সাহিত্যিক রচনায় বৈচিত্র্য ও সৌন্দর্য আনে। নিচে এর কিছু উদাহরণ দেওয়া হলো।
-
‘হাতি’ শব্দের সমার্থক: গজ, হস্তী, করী, দ্বিপ, বারণ, মাতঙ্গ, কুঞ্জর, দন্তী ইত্যাদি।
-
‘সাপ’ শব্দের সমার্থক: সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ ইত্যাদি।
উৎস:
0
Updated: 1 month ago