নিচের কোনটি পারিভাষিক শব্দ?
A
ডাব
B
সচিব
C
কুচ্ছিত
D
বালতি
উত্তরের বিবরণ
উপরোক্ত চারটি অপশনের মধ্যে "সচিব" পারিভাষিক শব্দ। secretary - সচিব
0
Updated: 1 month ago
'Concealment' এর বাংলা পরিভাষা -
Created: 1 month ago
A
সমযোগে
B
সম্মেলন
C
গোপন
D
আস্থাবান
কিছু ইংরেজি প্রশাসনিক পরিভাষা ও তাদের বাংলা অর্থ
| ইংরেজি শব্দ | বাংলা পরিভাষা |
|---|---|
| Concealment | গোপন |
| Concurrently | সমযোগে |
| Conference | সম্মেলন |
| Confident | আস্থাবান |
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি
0
Updated: 1 month ago
বাংলা ভাষার প্রথম ও সম্পূর্ণ ব্যাকরণ গ্রন্থ রচনা করেন কে?
Created: 1 month ago
A
রাজা রামমোহন রায়
B
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
C
মানোএল দা আসুম্পসাঁউ
D
উইলিয়ম কেরী
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড ছিলেন একজন ইংরেজ প্রাচ্যবিদ ও বৈয়াকরণ। ওয়ারেন হেস্টিংসের অনুরোধে তিনি বাংলা ভাষার ব্যাকরণ রচনায় উদ্যোগী হন এবং এর মাধ্যমে বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
-
ন্যাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড ছিলেন বাংলা ভাষার প্রথম ব্যাকরণগ্রন্থ রচয়িতা।
-
তাঁর রচিত A Grammar of the Bengal Language গ্রন্থটি ১৭৭৮ সালে প্রকাশিত হয়।
-
এটি বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণগ্রন্থ হিসেবে স্বীকৃত।
-
বাংলা সংস্কৃতি ও ভাষার ইতিহাসে হ্যালহেডের সবচেয়ে বড় অবদান হলো তাঁর এই ব্যাকরণগ্রন্থ রচনা।
উৎস:
0
Updated: 1 month ago
একাধিক বাক্যের মধ্যে অর্থের নিকট-সম্বন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসবে?
Created: 3 weeks ago
A
সেমিকোলন
B
কোলন
C
হাইফেন
D
কমা
সেমিকোলন-চিহ্ন ( ; ) হলো বাক্যের মধ্যে ব্যবহৃত একটি বিশেষ চিহ্ন, যা একাধিক বাক্যের মধ্যে অর্থের ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ করতে ব্যবহৃত হয়। এটি ব্যবহার করা হয় যখন মনোভাব বা ভাব প্রকাশের জন্য একটি বাক্য শেষ করে পরবর্তী সম্পর্কিত বাক্য শুরু করতে কমার চেয়ে বেশি বিরাম প্রয়োজন হয়।
ব্যবহারের মূল দিকগুলো—
-
বাক্যান্তর্গত চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়।
-
একাধিক বাক্যের মধ্যে অর্থের নিকট-সম্বন্ধ থাকলে সেগুলিকে আলাদা করতে সেমিকোলন বসানো হয়।
-
কমার থেকে বেশি বিরাম দিতে চাইলে সেমিকোলন ব্যবহার করা হয়।
উদাহরণ:
-
কোন বইয়ের সমালোচনা করা সহজ; কিন্তু বই লেখা অত সহজ না।
0
Updated: 3 weeks ago