নিচের কোনটি অর্ধতৎসম শব্দ?
A
গিন্নী
B
হস্ত
C
গজ
D
তসবি
উত্তরের বিবরণ
তৎসম শব্দ - হস্ত বিদেশি শব্দ - তসবি (আরবি শব্দ), গজ(ইংরেজি শব্দ) অর্ধ - তৎসম শব্দ - গিন্নী (তৎসম শব্দ - গৃহিণী)
0
Updated: 1 month ago
'গিন্নি' কোন শ্রেণির শব্দ?
Created: 1 month ago
A
দেশি
B
বিদেশি
C
তদ্ভব
D
অর্ধ-তৎসম
অর্ধ-তৎসম শব্দ
বাংলা ভাষায় অনেক সংস্কৃত শব্দ সামান্য পরিবর্তনের মাধ্যমে ব্যবহৃত হয়। এ ধরনের শব্দকে বলা হয় অর্ধ-তৎসম শব্দ।
-
‘তৎসম’ মানে হচ্ছে সরাসরি সংস্কৃত শব্দ।
-
আর ‘অর্ধ-তৎসম’ বলতে বোঝায় আধা সংস্কৃত বা কিছুটা পরিবর্তিত রূপ।
উদাহরণ
👉 গিন্নি একটি অর্ধ-তৎসম শব্দ।
এটি এসেছে সংস্কৃত শব্দ গৃহিণী থেকে। উচ্চারণ ও রূপে সামান্য পরিবর্তন হয়ে বাংলায় গিন্নি রূপে প্রচলিত হয়েছে।
অতিরিক্ত তথ্য
নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণের সর্বশেষ (২০১৯) সংস্করণে শব্দের শ্রেণিবিভাগ থেকে অর্ধ-তৎসম শব্দের আলাদা শ্রেণি রাখা হয়নি। তবে বিভিন্ন চাকরির পরীক্ষায় এখনো এ বিষয় থেকে প্রশ্ন আসে। তাই শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ টপিক।
উৎসঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
অর্ধস্বরধ্বনি নয় কোনটি?
Created: 1 month ago
A
ই্
B
উ্
C
এ্
D
অ্
অর্ধস্বরধ্বনি নয় ‘অ্’। অর্থাৎ বাংলা ভাষার অর্ধস্বরধ্বনির তালিকায় ‘অ্’ অন্তর্ভুক্ত নয়। অর্ধস্বরধ্বনি সেই ধ্বনিগুলোকে বলা হয়, যেগুলো পুরোপুরি উচ্চারিত হয় না।
বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি মোট চারটি
-
ই্
-
উ্
-
এ্
-
ও্
স্বরধ্বনির বৈশিষ্ট্য হলো এগুলো উচ্চারণ করার সময় দীর্ঘ বা টেনে উচ্চারণ করা যায়। কিন্তু অর্ধস্বরধ্বনি দীর্ঘ করা যায় না।
উদাহরণস্বরূপ
-
'চাই' শব্দে দুটি স্বরধ্বনি আছে: [আ] এবং [ই্]। এখানে [আ] পূর্ণ স্বরধ্বনি, আর [ই্] অর্ধস্বরধ্বনি।
-
'লাউ' শব্দে দুটি স্বরধ্বনি আছে: [আ] এবং [উ্]। এখানে [আ] পূর্ণ স্বরধ্বনি, আর [উ্] অর্ধস্বরধ্বনি।
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোনটি অর্ধতৎসম শব্দ?
Created: 1 month ago
A
কুচ্ছিত
B
ভবন
C
পাত্র
D
গৃহিণী
যে সব শব্দ সংস্কৃতি ভাষা থেকে কিছুটা বিকৃত হয়ে বাংলা ভাষায় গৃহীত ও ব্যবহৃত হয়েছিল - সে সব শব্দকে অর্ধ-তৎসম শব্দ বলে। যেমন– কুচ্ছিত, গিন্নি, ছেরাদ্দ, গেরাম ইত্যাদি।
0
Updated: 1 month ago