‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
A
কাজী নজরুল ইসলাম
B
আবুল কালাম আজাদ
C
খান মুহাম্মদ মঈনুদ্দিন
D
মোহাম্মদ নাসিরুদ্দিন
উত্তরের বিবরণ
‘সওগাত’ পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন
‘সওগাত’ পত্রিকা ১৩২৫ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (১৯১৮ সালে) মোহাম্মদ নাসির উদ্দিনের সম্পাদনায় কলকাতা থেকে প্রকাশিত হতে শুরু করে। পত্রিকার অন্যতম প্রধান লেখক ছিলেন কাজী নজরুল ইসলাম। করাচিতে বেঙ্গল রেজিমেন্টে কর্মরত থাকাকালীন তিনি ‘বাউন্ডেলের আত্মকাহিনী’ শিরোনামে একটি ছোটগল্প সওগাতে পাঠান, যা তাঁর সওগাতে প্রকাশিত প্রথম লেখাটি ছিল।
‘সওগাত’-এর অন্যান্য উল্লেখযোগ্য লেখকরা হলেন:
-
বেগম রোকেয়া,
-
কাজী আবদুল ওদুদ,
-
আবুল কালাম শামসুদ্দীন,
-
আবুল মনসুর আহমদ এবং
-
আবুল ফজল।
এছাড়া, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর ও সত্যেন্দ্রনাথ ঠাকুরও এই পত্রিকায় তাদের লেখনী প্রকাশ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 3 months ago
Related MCQ
সবুজপত্র পত্রিকাটির সম্পাদক কে?
Created: 4 days ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
শেখ ফজলুল করিম
C
প্রমথ চৌধুরী
D
মোহাম্মদ নাসির উদ্দিন
'সবুজপত্র' পত্রিকা বাংলা সাহিত্যের চলতি গদ্যরীতির প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। এটি প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ সালে মাসিক হিসেবে প্রথম প্রকাশিত হয় এবং বাংলা বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত হওয়া এটি বাংলা গদ্যরীতির বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
পত্রিকাটি সাধু গদ্যরীতির পরিবর্তে চলিত গদ্যরীতিকে ব্যবহার ও প্রতিষ্ঠিত করতে সহায়ক হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এই পত্রিকায় লেখার মাধ্যমে চলিত গদ্যরীতির স্বাচ্ছন্দ্য অনুভব করেছিলেন এবং পরবর্তীতে তা চর্চা করেন।
এছাড়াও, সাহিত্য জগতে 'সবুজপত্র গোষ্ঠী' গঠনের ক্ষেত্রেও পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পত্রিকাটি ১৯২৭ সালে বন্ধ হয়ে যায়।
-
সম্পাদক: প্রমথ চৌধুরি
-
প্রথম প্রকাশ: ১৯১৪, মাসিক 'সবুজপত্র'
-
বাংলা বৈশাখ ১৩২১ বঙ্গাব্দে প্রথম প্রকাশ
-
গদ্যরীতিতে প্রভাব: চলিত গদ্যরীতি প্রচলন ও প্রতিষ্ঠা
-
বিশিষ্ট অবদান: রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত গদ্যরীতি চর্চায় সহায়ক
-
সাহিত্যকেন্দ্রিক ভূমিকা: 'সবুজপত্র গোষ্ঠী' গঠনে সহায়ক
-
সমাপ্তি: ১৯২৭ সালে বন্ধ

0
Updated: 4 days ago
সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন?
Created: 2 months ago
A
মোহাম্মদ নাসিরউদ্দীন
B
আবুল কালাম শামসুদ্দীন
C
কাজী আব্দুল ওদুদ
D
সিকান্দার আবু জাফর
'সওগাত' পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন।
‘সওগাত’ পত্রিকাটি ১৩২৫ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (১৯১৮ সাল) কলকাতা থেকে মোহাম্মদ নাসির উদ্দিনের সম্পাদনায় প্রকাশিত হয়।
এর প্রধান লেখকদের মধ্যে অন্যতম ছিলেন কাজী নজরুল ইসলাম। করাচিতে বেঙ্গল রেজিমেন্টে কর্মরত অবস্থায় তিনি ‘বাউন্ডুলের আত্মকাহিনী’ নামক একটি ছোট গল্প পাঠিয়েছিলেন, যা তার সওগাতে প্রকাশিত প্রথম রচনা ছিল।
সওগাত পত্রিকার অন্যান্য প্রখ্যাত লেখকদের মধ্যে ছিলেন বেগম রোকেয়া, কাজী আবদুল ওদুদ, আবুল কালাম শামসুদ্দীন, আবুল মনসুর আহমদ এবং আবুল ফজল।
এছাড়াও, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং সত্যেন্দ্রনাথ ঠাকুরও এই পত্রিকায় তাদের লেখা প্রকাশ করেছিলেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।

0
Updated: 2 months ago
'সমাচার দর্পণ' পত্রিকার সম্পাদক ছিলেন-
Created: 3 weeks ago
A
জন ক্লার্ক মার্শম্যান
B
জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন
C
উইলিয়াম কেরি
D
ডেভিড হেয়ার
সমাচার দর্পণ পত্রিকা
-
বাংলা ভাষার প্রথম সংবাদপত্র হলো ‘সমাচার দর্পণ’।
-
এটি ১৮১৮ সালের মে মাসে হুগলির শ্রীরামপুর থেকে প্রকাশ করা হয়, উদ্যোগ নেন খ্রিষ্টান মিশনারিরা।
-
পত্রিকাটি সম্পাদনা করেছিলেন জন ক্লার্ক মার্শম্যান, এবং এটি ছিল তার সম্পাদিত বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র।
-
প্রথমে সম্পাদকীয় অংশে সহায়ক ছিলেন জয়গোপাল তর্কালঙ্কার।
-
সমাচার দর্পণের প্রথম সংখ্যা বের হয় ১৮১৮ সালের ২৩ মে, যা ছিল একটি শনিবার।
উৎস:
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
-
বাংলাপিডিয়া

0
Updated: 3 weeks ago