‘রোহিণী’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
A
চরিত্রহীন
B
গৃহদাহ
C
কৃষ্ণকান্তের উইল
D
সংসপ্তক
উত্তরের বিবরণ
কৃষ্ণকান্তের উইল
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ এবং সমকালীন সময়ে বিতর্কিত উপন্যাসগুলোর মধ্যে এটি অন্যতম। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বিধবা নারী রোহিণীকে ঘিরে বঙ্কিমচন্দ্র নিজের শিল্পবোধ ও নৈতিক আদর্শের দ্বন্দ্বকে ফুটিয়ে তুলেছেন। ঔপন্যাসিকের জীবদ্দশায় এই গ্রন্থের চারটি সংস্করণ প্রকাশ পেয়েছিল।
উপন্যাসটির প্রধান চরিত্রগুলো হলো:
-
রোহিণী
-
গোবিন্দলাল
-
ভ্রমর
অন্যদিকে,
‘চরিত্রহীন’ উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা। এর চরিত্রগুলো হলো সতীশ, সাবিত্রী, দিবাকর ও কিরণময়ী।
‘গৃহদাহ’ শরৎচন্দ্রের আরেকটি উল্লেখযোগ্য উপন্যাস, যার চরিত্রগুলো হলো সুরেশ, মহিম ও অচলা।
সংশপ্তক উপন্যাসটি শহীদুল্লাহ কায়সারের লেখা। এতে প্রধান চরিত্রগুলো হলো রাবেয়া খাতুন (রাবু), জাহেদ, সেকেন্দার, মালু, হুরমতি, লেকু, রমজান এবং রামদয়াল।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
১৮৩৮ সালের ২৭ জুন চবিবশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তাঁর জন্ম। তাঁকে বাংলা উপন্যাসের জনক বলা হয়। তাঁর ত্রয়ী উপন্যাস হলো — আনন্দমঠ, দেবী চৌধুরানী এবং সীতারাম। এছাড়া তিনি ‘সাম্য’ নামক গ্রন্থের রচয়িতা।
বঙ্কিমচন্দ্রের অন্যান্য উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য:
-
কপালকুণ্ডলা
-
মৃণালিনী
-
বিষবৃক্ষ
-
ইন্দিরা
-
যুগলাঙ্গুরীয়
-
চন্দ্রশেখর
-
রাধারানী
-
রজনী
-
কৃষ্ণকান্তের উইল
-
রাজসিংহ
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
0
Updated: 5 months ago
'Curtain' এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 1 month ago
A
বিস্তারিত
B
প্রথা
C
পর্দা
D
সংক্ষিপ্ত
Curtain (noun) শব্দের বাংলা অর্থ হলো—
-
দরজা বা জানালার পর্দা
-
মঞ্চের যবনিকা বা পর্দা
-
কোনো কিছুর আবরণ
এছাড়া আরও কিছু সম্পর্কিত শব্দ হলো—
-
Custom = প্রথা
-
Curtail = সংক্ষিপ্ত করা
-
Detail = বিস্তারিত
সূত্র:
0
Updated: 1 month ago
'কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও'- এই কবিতা দিয়ে রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি সমাপ্ত হয়েছে?
Created: 1 month ago
A
নৌকাডুবি
B
চতুরঙ্গ
C
চার অধ্যায়
D
শেষের কবিতা
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘শেষের কবিতা’ একটি বিখ্যাত উপন্যাস, যা প্রথম প্রকাশিত হয় ১৯২৯ সালে। তবে এর কিছু অংশ ১৯২৮ সালে ‘প্রবাসী’ পত্রিকায় ছাপা হয়। ভাষার অসাধারণ ঔজ্জ্বল্য, দৃপ্তশক্তি ও কবিত্বের দীপ্তি এই গ্রন্থকে স্বাতন্ত্র্যমণ্ডিত করেছে এবং এটি রবীন্দ্রনাথের অন্যতম বিস্ময়কর সৃষ্টি হিসেবে গণ্য হয়।
-
প্রকাশকাল: ১৯২৯ (প্রথমে ১৯২৮ সালে প্রবাসী পত্রিকায় প্রকাশিত)
-
উপন্যাসে ভাষার গুণে অসামান্য কবিত্ব ও শক্তির প্রকাশ ঘটেছে।
-
এর অনেক বাক্য প্রবাদের মর্যাদা পেয়েছে। যেমন:
“ফ্যাশনটা হলো মুখোশ, স্টাইলটা হলো মুখশ্রী।” -
পণ্ডিত সুকুমার সেন বলেন: “বৈষ্ণব সাধনার পরকীয়াতত্ত্ব রবীন্দ্রনাথের কবিমানসে যেভাবে রূপান্তর লাভ করিয়াছিল, ‘শেষের কবিতায়’ তাহার পরিচয় পাই।”
-
উপন্যাসটির সমাপ্তি হয়েছে কবিতা দিয়ে:
“কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও”
উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র:
-
অমিত
-
লাবণ্য
-
কেতকী
-
শোভনলাল প্রমুখ
উৎস:
0
Updated: 1 month ago
'প্রগতি' পত্রিকার সম্পাদক ছিলেন-
Created: 4 weeks ago
A
অজিতকুমার দত্ত
B
প্রেমেন্দ্র মিত্র
C
অচিন্ত্যকুমার সেনগুপ্ত
D
মোজাম্মেল হক
'প্রগতি' পত্রিকা ১৯২৭ খ্রিষ্টাব্দে ঢাকায় প্রকাশিত একটি মাসিক পত্রিকা, যা বাংলা সাহিত্যে আধুনিকতার সূচনা ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মাধ্যমে দেখা যায় যে ঢাকা সময়োপযোগী সাহিত্যিক প্রবাহের সঙ্গে পিছিয়ে ছিল না। এই পত্রিকাটি কল্লোল এবং কালিকলম-এর সঙ্গে মিলিয়ে বাংলা সাহিত্যের তিনটি গুরুত্বপূর্ণ প্রকাশনার মধ্যে গণ্য করা হয়।
-
প্রগতি পত্রিকার প্রকাশ: ১৯২৭ সালে ঢাকা থেকে মাসিকভাবে প্রকাশিত।
-
সম্পাদকবৃন্দ: বুদ্ধদেব বসু এবং অজিতকুমার দত্ত।
-
সাহিত্যিক গুরুত্ব: বাংলা সাহিত্যে আধুনিকতার প্রচার ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
-
অন্য সমসাময়িক পত্রিকা ও ব্যক্তিত্ব:
-
মোজাম্মেল হক: মোসলেম ভারত পত্রিকার সম্পাদক।
-
অচিন্ত্যকুমার সেনগুপ্ত: কল্লোল পত্রিকার নিয়মিত লেখক।
-
প্রেমেন্দ্র মিত্র: কালিকলম পত্রিকার সম্পাদক।
-
0
Updated: 4 weeks ago