বাংলা ভাষায় যতি বা ছেদচিহ্ন মোট কতটি?
A
৯টি
B
১০টি
C
১১টি
D
১২টি
উত্তরের বিবরণ
বাংলা ভাষার যতি বা ছেদ চিহ্ন হলো ১৫ টি নবম দশম শ্রেণির নতুন ব্যাকরণ অনুযায়ী। পুরাতন নবম দশম শ্রেণির ব্যাকরণ অনুযায়ী ১২টি (এটাই গ্রহণযোগ্য)। অন্যান্য ব্যাকরণে দেওয়া ১২টি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাঁর 'বেতাল পঞ্চবিংশতি' (১৮৪৭) গ্রন্থ প্রথম যতিচিহ্নের ব্যবহার দেখান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মতে যতি বা ছেদ চিহ্ন ১৩টি।
0
Updated: 1 month ago
কোনটি 'কোলন'?
Created: 2 months ago
A
;
B
:
C
=
D
'' ''
(:) কোলন চিহ্ন।
--------------
• কোলন:
একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্য লিখতে হলে কোলন ব্যবহার করতে হয়।
যেমন:
- 'সভায় ঠিক করা হল: এক মাস পর আবার সভা অনুষ্ঠিত হবে।'
নিম্নলিখিত স্থানে কোলন ব্যবহৃত হয় -
- বাক্যে কোনো প্রসঙ্গ অবতারণার আগে কোলন বসে। যেমন- শপথ নিলাম: পাশ করবই।
- কটা বাজে কত মিনিট তা সংখ্যায় নির্দেশ করতে। যেমন- ৭: ২০।
- নাটকের চরিত্রের পরে ও সংলাপের আগে। যেমন- রাজা: উজিররা সবাই এসে হাসির হও।
- গণিতে অনুপাত বোঝাতে কোলন বসে। যেমন- ৫:৩।
অন্যদিকে,
• (;) সেমিকোলন চিহ্ন।
• (=) সমান চিহ্ন।
• ('' '') উদ্ধরণ চিহ্ন।
উৎস: উচ্চমাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
0
Updated: 2 months ago
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?
Created: 3 weeks ago
A
ড্যাস
B
কোলন
C
কমা
D
বিস্ময় চিহ্ন
যতিচিহ্ন হলো সেই সাংকেতিক চিহ্ন যা বাক্যের অর্থ স্পষ্ট করতে বাক্যের মধ্যে বা শেষে ব্যবহৃত হয়। এটিকে ছেদ চিহ্ন বা বিরামচিহ্ন নামেও ডাকা হয়।
বাক্যে অবস্থান অনুযায়ী যতিচিহ্নকে দুটি ভাগে বিভক্ত করা যায়—
প্রান্তিক বিরামচিহ্ন:
-
দাঁড়ি, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন ইত্যাদি।
বাক্যান্তর্গত বিরামচিহ্ন:
-
কমা, সেমিকোলন, ড্যাস, হাইফেন ইত্যাদি।
0
Updated: 3 weeks ago
বিরাম চিহ্নের প্রর্বতক কে?
Created: 1 month ago
A
প্রমথ চৌধুরী
B
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C
রবীন্দ্রনাথ ঠাকুর
D
আব্দুল হাকিম
হাজার বছরের ঐতিহ্যে ভরপুর বাংলা ভাষা ও সাহিত্য কিন্তু বাংলা ভাষায় সুষ্ঠভাবে বিরাম চিহ্ন ব্যবহার শুরু হয়েছে দেড়শ দুইশ বছর আগে। মহামতি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) বাংলা গদ্যে বিরাম চিহ্ন ব্যবহারের প্রথম নৈপুর্ণ দেখান। এ কারণেই রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলেছেন।
0
Updated: 1 month ago