A
বাংলা ভাষায়
B
অবস্থানকারী দেশের ভাষায়
C
প্রেরকের নিজের ভাষায়
D
ইংরেজি ভাষায়
উত্তরের বিবরণ
প্রবাসী বন্ধুকে চিঠি লেখার সময় কতগুলো নিয়ম অনুসরণ করতে হয়। তার মধ্যে ইংরেজী - ভাষায় ঠিকানা লেখা একটি। ইংরেজি তে ঠিকানা লিখলে এটি প্রবাসী কারো কাছে লেখা এটা বুঝতে সুবিধা হয়।

0
Updated: 1 day ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 2 days ago
A
অনির্বচ্যনীয়
B
অনির্বাচ্যনীয়
C
অনির্বচনীয়
D
অনির্বাচনীয়
অনির্বচনীয়
-
শুদ্ধ বানান: অনির্বচনীয়
-
পদভেদ: বিশেষণ
-
উৎপত্তি: সংস্কৃত শব্দ
অর্থ:
-
বর্ণনাতীত
-
অবর্ণনীয়
স্ত্রীবাচক রূপ: অনির্বচনীয়া
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 days ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 day ago
A
শূণ্য
B
চূর্ণ
C
রুপক
D
গূণ্য
✦ শব্দ এবং তাদের অর্থ ও শ্রেণী
-
চূর্ণ (বিশেষণ)
-
অর্থ:
-
কণায় পরিণত পদার্থ, গুঁড়ো
-
চুন
-
সুগন্ধি গুঁড়ো
-
আবির
-
-
বিশেষণ পদ: গুঁড়ো করা হয়েছে এমন, চূর্ণীকৃত, সম্পূর্ণ ভগ্ন, গুঁড়োয় পরিণত।
-
উৎস: সংস্কৃত শব্দ
-
-
শূন্য (বিশেষণ)
-
অর্থ: পরিমাণ বা আয়তনের অভাব
-
-
রূপক (বিশেষ্য)
-
অর্থ:
-
যে অর্থালংকারে উপমান ও উপমেয়কে অভেদ কল্পনা করা হয়
-
যেসব কাব্য বা নাটকে কোনো তত্ত্বকে রূপ দেওয়া হয়
-
-
-
গুণ্য (বিশেষণ)
-
অর্থ: গুণ করতে হবে এমন
-

0
Updated: 1 day ago
'আনমনা' শব্দের 'আন' উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Created: 2 days ago
A
বিক্ষিপ্ত
B
কম
C
আধা
D
অভাব
১. উপসর্গ ‘আন’
অর্থ ও ব্যবহার:
-
‘না’ অর্থে: যেমন আনকোরা
-
‘বিক্ষিপ্ত’ অর্থে: যেমন আনচান, আনমনা
২. খাঁটি বাংলা উপসর্গ
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব (খাঁটি) উপসর্গ মোট ২১টি, যথা:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা
দ্রষ্টব্য:
-
উপরের তালিকার মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও দেখা যায়।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 2 days ago