A
পাকা আম খেতে মিষ্টি
B
পাকা সোনায় খাদ থাকে না।
C
শাড়িটির রং পাকা
D
ছেলেটি অংকে পাকা
উত্তরের বিবরণ
ছেলেটি অংকে পাকা। এখানে "পাকা" শব্দর অর্থ দক্ষ বা যে ভালো পারে।

0
Updated: 1 day ago
‘শর্বরী’ শব্দের সমর্থক শব্দ কোনটি?
Created: 1 week ago
A
দিবস
B
সকাল
C
সন্ধ্যা
D
রাত্রি
শর্বরী শব্দের সমার্থক শব্দ - রজনী, রাত্রি, যামিনী।

0
Updated: 1 week ago
'Hand Out'- এর সঠিক বাংলা পরিভাষা কী?
Created: 3 weeks ago
A
প্রচারপত্র
B
জ্ঞাপনপত্র
C
হস্তপত্র
D
তথ্যপত্র
ইংরেজি শব্দের বাংলা পারিভাষিক রূপ
-
Hand out → জ্ঞাপন-পত্র
-
Hand-bill → প্রচারপত্র
-
Hand-book → তথ্যপুস্তিকা
-
Handicraft → হস্তশিল্প
উৎস: ভাষা ও শিক্ষা

0
Updated: 3 weeks ago
নিচের কোন শব্দটির পুরুষ বাচক শব্দ নেই?
Created: 3 days ago
A
বাদী
B
দাত্রী
C
তাদৃশী
D
ডাইনী
নিত্য স্ত্রীবাচক শব্দ বলতে শুধু স্ত্রী বাচক শব্দ বোঝায়। নিত্য স্ত্রী বাচক শব্দের কখনো পুরুষ বাচক শব্দ হয়না। যেমন - সতীন, কুলটা, বিমাতা, পোয়াতী, সধবা, বিধবা, ডাইনি ইত্যাদি।

0
Updated: 3 days ago