সময়ে কাজে না লাগালে অসময়ে পথে ফেরানো কঠিন’ –এই অর্থের সাথে প্রযোজ্য প্রবচন কোনটি?
A
নির্গুণ পুরুষের ভোজন সার, করেন সদাই মার মার
B
উঠন্তি মূলো পত্তনেই চেনা যায়
C
নদী, নারী, শৃঙ্গধারী- এ তিনে না বিশ্বাস করি
D
কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাস ঠাস
উত্তরের বিবরণ
কাঁচায় না নোয়ালে বাঁশ পাকলে করে ঠাস ঠাস। ভাবার্থ: অল্প বয়সে সৌজন্য না শেখালে বয়সকালে মানুষ উদ্ধত আচরণ করে।
0
Updated: 1 month ago
কোনটি ’অনুকার দ্বিত্ব’-এর উদাহরণ?
Created: 1 month ago
A
ফটাফট
B
খক খক
C
এলোমেলো
D
ঝটাঝট
অনুকার দ্বিত্ব হলো পরপর ব্যবহৃত কাছাকাছি চেহারার শব্দ। এতে প্রথম শব্দটি সাধারণত অর্থপূর্ণ হলেও দ্বিতীয় শব্দটি প্রায়শই অর্থহীন হয়ে থাকে এবং প্রথম শব্দের অনুকরণে গঠিত হয়।
-
উদাহরণ: লুচিফুচি, টাটু-ফাটু, আগড়ম-বাগড়ম, চাকর-বাকর, এলোমেলো, ঝিকিমিকি, কচর-মচর, ঝিলমিল, শেষমেষ, অল্পসল্প, বুদ্ধিশুদ্ধি, গুটিশুটি, মোটাসোটা, নরম-সরম, ব্যাপার-স্যাপার, বুঝে-সুঝে।
ধ্বন্যাত্মকদ্বিত্ব হলো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে গঠিত শব্দ।
-
উদাহরণ: কুট কুট, কোঁত কোঁত, কুটুস-কুটুস, খক খক, খুটুর-খুটুর, টুং টুং, ঠুক ঠুক, ধুপ ধুপ, দুম দুম, ঢং ঢং।
-
কিছু ক্ষেত্রে ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয়।
-
উদাহরণ: খপাখপ, গবাগব, ঝটাঝট, ফটাফট, দমাদম, পটাপট।
-
0
Updated: 1 month ago
'চাকর' কোন ভাষার শব্দ?
Created: 1 month ago
A
বাংলা
B
চীনা
C
ফারসি
D
আরবি
চাকর
-
শব্দের উৎস: ফারসি ভাষা
-
পদভেদ: বিশেষ্য
-
অর্থ:
-
পরিচারক
-
কর্মচারী
-
ফারসি থেকে বাংলা ভাষায় আগত কিছু শব্দ
-
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, দারোয়ান, সাদা, খরগোশ, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর ইত্যাদি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 1 month ago
'উড়নপেকে' বাগ্ধারার অর্থ কী?
Created: 1 month ago
A
অপব্যয়ী
B
অবাধ্য
C
অসৎ
D
অকালপক্ক
বাংলা ভাষায় বাগ্ধারার ব্যবহার অর্থকে প্রাণবন্ত করে তোলে এবং গভীর তাৎপর্য প্রকাশ করে। প্রতিটি বাগ্ধারার নির্দিষ্ট অর্থ রয়েছে, যা কথোপকথন ও লেখায় বিশেষভাবে ব্যবহৃত হয়। নিচে কয়েকটি গুরুত্বপূর্ণ বাগ্ধারা তুলে ধরা হলো।
-
উড়নপেকে : অপব্যয়ী
-
আকাশের চাঁদ : দুর্লভ বস্তু
-
দফা নিকেশ : সমূহ সর্বনাশ
-
নয় ছয় : অপব্যয়
-
ডিমে রোগা : সর্বদা রুগ্ণ
-
রাশভারী : গম্ভীর প্রকৃতি
-
তিলেতিলে : ধীরে ধীরে
উৎস:
0
Updated: 1 month ago