ভাবের সুসংগত প্রসারণের নাম কী?
A
ভাব-সম্প্রসারণ
B
ভাবার্থ
C
মর্মার্থ
D
সারভাব
উত্তরের বিবরণ
প্রতিটি ভাষায়ই এমন কিছু বাক্য রয়েছে যেগুলোতে লুকিয়ে আছে গভীর ভাব। কবি, সাহিত্যিক, মনীষীদের রচনা কিংবা হাজার বছর ধরে প্রচলিত প্রবাদ প্রবচনে নিহিত থাকে জীবনসত্য। এ ধরনের গভীর ভাব বিশ্লেষণ করে তা সহজভাবে বুঝিয়ে দেওয়াকে বলে ভাবসম্প্রসারণ।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
অশুদ্ধ বানান নির্ণয় করুন-
Created: 1 month ago
A
কৃষিজীবী
B
সমীচীন
C
ভাগীরথি
D
বিভীষিকা
বাংলা একাডেমির আধুনিক বাংলা অভিধান অনুসারে শুদ্ধ ও অশুদ্ধ বানানের পার্থক্য জানা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করে। নিচে কিছু উদাহরণ দেওয়া হলো।
- 
অশুদ্ধ বানান: ভাগীরথি 
- 
শুদ্ধ বানান: ভাগীরথী 
- 
এটি একটি বিশেষ্য পদ 
- 
শব্দটি সংস্কৃত ভাষা থেকে এসেছে 
- 
অর্থ: গঙ্গা নদীর অন্য নাম; গঙ্গার একটি শাখা নদী বিশেষ 
- 
শুদ্ধ বানানের উদাহরণ: বিভীষিকা, কৃষিজীবী, সমীচীন 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
শুদ্ধ বানান কোনটি?
Created: 1 month ago
A
অর্দিক্ষীত
B
অদিক্ষীত
C
অদীক্ষিত
D
অদীক্ষীত
শব্দ: অদীক্ষিত
- 
শুদ্ধ বানান: অদীক্ষিত 
- 
পদবিভাগ: বিশেষণ 
- 
উৎপত্তি: সংস্কৃত 
- 
অর্থ: দীক্ষালাভ করেনি এমন 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
সমার্থক অর্থ প্রকাশ করে কোন শব্দজোড়টি?
Created: 1 month ago
A
স্রবণ - স্রুতি
B
শোনা - স্রুতি
C
স্রবণ - শ্রুতি
D
সোনা - শ্রবণ
সমার্থক অর্থ প্রকাশকারী একটি শব্দজোড় হলো 'স্রবণ - স্রুতি', যেখানে উভয়েরই অর্থ ক্ষরণ। এ ধরনের আরও কিছু শব্দজোড় রয়েছে, যেগুলো আকারে কাছাকাছি হলেও অর্থে ভিন্ন।
- 
শোনা: শ্রবণ করা 
- 
সোনা: স্বর্ণ 
- 
শ্রবণ: কর্ণ, শোনা 
- 
স্রবণ: ক্ষরণ 
- 
স্রুতি: ক্ষরণ 
- 
শ্রুতি: শ্রবণ 
উৎস:
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago