পরীক্ষা’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
A
পরী + ইক্ষা
B
পরি + ঈক্ষা
C
পারী +ঈক্ষা
D
পরি + ইক্ষা
উত্তরের বিবরণ
পরি + ঈক্ষা = পরীক্ষা। অতি + ইত = + অতীত । ই + ঈ = ঈ; এরূপঃ গিরীন্দ্র, ক্ষিতীশ, মহীন্দ্ৰ, শ্রীশ, ই ঈ পৃথ্বীশ, অতীব, প্রতীক্ষা, প্রতীত, রবীন্দ্র, দিলীশ্বর, সতীন্দ্র ইত্যাদি।
0
Updated: 1 month ago
‘ষড়ঋতু’ শব্দের সন্ধিবিচ্ছেদ-
Created: 3 weeks ago
A
ষড় + ঋতু
B
ষড়ু + ঋতু
C
ষট + ঋতু
D
ষট্ + ঋতু
‘ষড়ঋতু’ শব্দের সন্ধিবিচ্ছেদ- ষট্ + ঋতু। ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোন বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোন বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি, (য > জ), ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ধ্বনি (ব), ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র) কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ব্যঞ্জনধ্বনি (ব) থাকলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণরূপে উচ্চারিত হয়।
বাক্ + দান = বাগদান, ষট্ + যন্ত্র = ষড়যন্ত্র, উৎ + ঘাটন = উদ্ঘাটন, উৎ + যোগ = উদ্যোগ, উৎ +বন্ধন = উদ্বন্ধন, তৎ + রূপ = তদ্রূপ।
0
Updated: 3 weeks ago
‘নীরোগ’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 2 months ago
A
নীঃ + রোগ
B
নিঃ + রোগ
C
নি + রোগ
D
নির + য়োগ
ই কিংবা উ ধ্বনির পরের বিসর্গের সঙ্গে 'র' এর সন্ধি হলে বিসর্গের লোপ হয় ও বিসর্গের পূর্ববর্তী হ্রস্ব স্বর দীর্ঘ হয়। যেমন - নিঃ + রোগ = নিরোগ, নিঃ + রব = নীরব, নিঃ + রস = নীরস।
0
Updated: 2 months ago
'সার + অঙ্গ = সারঙ্গ' - এটি কোন সন্ধির উদাহরণ?
Created: 1 month ago
A
স্বরসন্ধি
B
বিসর্গ সন্ধি
C
ব্যঞ্জনসন্ধি
D
নিপাতনে সিদ্ধ সন্ধি
নিপাতনে সিদ্ধ সন্ধি হলো সেই ধ্বনিগত পরিবর্তন যেখানে সন্ধির প্রচলিত নিয়ম না মেনে দুটি শব্দ বা ধ্বনি মিলিত হয়ে নতুন রূপ ধারণ করে।
-
উদাহরণ:
-
সার + অঙ্গ = সারঙ্গ
-
গো + অক্ষ = গবাক্ষ
-
প্র + এষণ = প্রেষণ
-
কুল + অটা = কুলটা
-
পর + পর = পরস্পর
-
0
Updated: 1 month ago