পরীক্ষা’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
A
পরী + ইক্ষা
B
পরি + ঈক্ষা
C
পারী +ঈক্ষা
D
পরি + ইক্ষা
উত্তরের বিবরণ
পরি + ঈক্ষা = পরীক্ষা। অতি + ইত = + অতীত । ই + ঈ = ঈ; এরূপঃ গিরীন্দ্র, ক্ষিতীশ, মহীন্দ্ৰ, শ্রীশ, ই ঈ পৃথ্বীশ, অতীব, প্রতীক্ষা, প্রতীত, রবীন্দ্র, দিলীশ্বর, সতীন্দ্র ইত্যাদি।
0
Updated: 1 month ago
নিচের কোনটি সঠিক নয়?
Created: 1 month ago
A
দয়া + মতুপ্ = দয়ামান
B
বুদ্ধি + মতুপ্ = বুদ্ধিমান
C
শ্রী + মতুপ্ = শ্রীমান
D
বতুপ্ (বৎ) এবং মতুপ্ (মৎ) প্রত্যয়:
-
প্রথমার একবচনে যথাক্রমে 'বান্' এবং 'মান্' হয়
-
বিশেষণ গঠনে ব্যবহৃত হয়
উদাহরণসমূহ:
-
গুণ + বতুপ্ = গুণবান
-
দয়া + বতুপ্ = দয়াবান
-
শ্রী + মতুপ্ = শ্রীমান
-
বুদ্ধি + মতুপ্ = বুদ্ধিমান
0
Updated: 1 month ago
নিচের কোনটি সঠিক নয়?
Created: 1 month ago
A
√দা+তৃ = দাতা
B
√মা + তৃচ্ = মাতা
C
√ক্রী + তৃচ্ = ক্রেতা
D
√কৃ + তৃচ = ক্রেতা
কৃৎ-প্রত্যয় যোগে শব্দগঠন:
-
তৃচ্-প্রত্যয় (চ + তৃ) যুক্ত হলে একবচনে তৃ স্থলে তা হয়।
উদাহরণ:
-
√দা + তৃচ্ = দা + তা = দাতা
-
√মা + তৃচ্ = মাতা
-
√ক্রী + তৃচ্ = ক্রেতা
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
0
Updated: 1 month ago
'চলচ্চিত্র' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
Created: 1 month ago
A
চলৎ + চিত্র
B
চল + চিত্র
C
চলচ + চিত্র
D
চলিচ + চিত্র
চলচ্চিত্র - শব্দের সন্ধি বিচ্ছেদ হল - চলৎ + চিত্র = চলচ্চিত্র। এটি ব্যঞ্জন সন্ধি সাধিত।
0
Updated: 1 month ago